করোনা মহামারীতে দীর্ঘ প্রায় দুই বছর শুরু হয়েছে প্রেক্ষাগৃহে সিনেমার মুক্তি। গত ৫ই নভেম্বর ‘সুরিয়াবংশী’ সিনেমার মাধ্যমে বলিউড ফিরেছে চিরচেনা রূপে। সেই ধারাবাহিকতায় ক্রিসমাসকে সামনে রেখে ২৪শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রনবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘৮৩’। কবির খান পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পরই দেখা গেছে সিনেমাটি নিয়ে ভক্তদের উম্মাদনা। তবে সমালোচকদের প্রশংসা স্বত্বেও বক্স অফিসে ভালো শুরু করতে ব্যার্থ হয়েছে ‘৮৩’ সিনেমাটি!
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা গেছে রনবীর সিং অভিনীত ‘৮৩’ সিনেমাটির মুক্তির প্রথম দিনে বক্স অফিসে আয়ের পরিমান ছিলো ১২.৬৪ কোটি রুপি। মোট পাঁচটি ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটির এরমধ্যে হিন্দি সংস্করণের আয়ের পরিমান দাঁড়িয়েছে ১২.১৩ কোটি রুপি। ২৪শে ডিসেম্বর সকালের প্রদর্শনিতে প্রেক্ষাগৃহগুলোতে দর্শক উপস্থিতির পরিমান ছিলো মাত্র ৩৩%। এরপর দুপুর এবং বিকেলের প্রদর্শনিগুলোতে দর্শক সমাগম বাড়তে থাকে, তবে সেটা ৬০% এর বেশী হয়নি।
এরপর মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটির আয় কিছুটা বাড়লেও সেটা সিনেমাটির প্রতি প্রত্যাশার তুলনায় যতেষ্ট ছিলো না। শনিবার (মুক্তির দ্বিতীয় দিন) ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির দর্শক সমাগমের পরিমান ছিলো ৫০% এর কাছাকাছি। দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে সিনেমাটির আনুমানিক মোট আয়ের পরমান দাঁড়াতে পাবে ১৬.২০ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়াচ্ছে ২৮.৮৪ কোটি রুপি। বিগত বছরগুলোতে ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে কম আয়ের সিনেমার তালিকায় নাম লিখাচ্ছে কবির খান পরিচালিত এই সিনেমা।
এদিকে মুক্তির আগেই সমালোচকদের প্রশংসায় ভাসতে দেখা গিয়েছিলো এই সিনেমাটিতে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রশংসা করেছেন বলিউডের তারকারা। সমালোচকদের প্রাতিষ্ঠানিক সমালোচনার পাশাপাশি সিনেমাটি নিয়ে প্রশংসায় মাততে দেখা গেছে বলিউডের তারকারাদের। সেই তালিকায় রয়েছেন সুনীল শেঠি এবং রিয়া চক্রবর্তি সহ আরো অনেকে। সিনেমাটির নির্মানশৈলীর পাশাপাশি রনবীরের অভিনয়ও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে প্রশংসা করে টুইটারে নিজেদের ভালোলাগা জানিয়েছেন তারকারা।
তবে সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুঁড়াতে সফল হলেও বক্স অফিসে ভালো শুরু করতে পারেনি বহুল প্রতীক্ষিত এই সিনেমা। এছাড়া আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে আরো একটি প্রতীক্ষিত সিনেমা। শহীদ কাপুর অভিনীত ‘জার্সি’ নামের সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৩১শে ডিসেম্বর। এরপরের সপ্তাহে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলী পরিচালিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘আরআরআর’। সিনেমাটি নিয়ে ভারতজুড়ে ভক্তদের উম্মাদনাই প্রমাণ করছে বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে ‘আরআরআর’।
প্রসঙ্গত, রনবীর সিং অভিনীত ‘৮৩’ সিনেমার গল্পটি ভারতের অবিশ্বাস্য ক্রিকেট বিশ্বকাপ বিজয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রনবীর সিং। এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ন চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন, অ্যামি ভির্ক, হার্ডি সান্ধু এবং সাকিব সেলিম সহ অনেকে। এর আগে ২০২০ সালের ১০ই এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত ছিল, কিন্তু করোনা মহামারীজনিত কারণে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি।
আরো পড়ুনঃ
সমালোচকদের প্রশংসায় ভাসছে রনবীর সিং অভিনীত সিনেমা ‘৮৩’
‘৮৩’ সিনেমার পর আবারো একসাথে কাজ করছেন রনবীর সিং এবং কবির খান
অগ্রাধিকার দিতে প্রেক্ষাগৃহ মালিকদের অনীহাঃ জটিলতায় রনবীরের ‘৮৩’