রাজকুমার রাওকে নিয়ে অনুভব সিনহার নতুন সিনেমা ‘ভেদ’

রাজকুমার রাওকে নিয়ে অনুভব

রাজকুমার রাওকে নিয়ে অনুভব

আলোচিত নির্মাতা অনুভব সিনহার পরবর্তি সিনেমা ‘অনেক’ বর্তমানে পোষ্ট প্রোডাকশনে রয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। সিনেমাটি সম্পাদনায় থাকা অবস্থায়ই নতুন সিনেমার কথা জানালেন এই নির্মাতা। রাজকুমার রাওকে নিয়ে অনুভব সিনহার নতুন এই সিনেমার নাম ‘ভেদ’। আর ‘থাপ্পড়’ সিনেমার পর আবারো একসাথে কাজ করতে যাচ্ছেন অনুভব সিনহা এবং প্রযোজক ভূষণ কুমার।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনুভব সিনহা বলেন, ‘ভেদ এমন একটি নাম যেটা প্রস্তাবের পর সিনেমাটির পুরো টিম পছন্দ করেছে। আমার কাছে সিনেমাটির তারকা নির্বাচন খুবই গুরুত্বপূর্ন। রাজ (রাজকুমার রাও) একজন কৌতূহলী অভিনেতা। গল্পের ব্যাপারে স্বচ্ছ থাকা খুব কম অভিনেতাদের মধ্যে একজন সে। তার সাথে কাজ করার ইচ্ছে আমার সবসময়ই ছিলো আর এই সিনেমায় তার কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভূষণ কুমারের মত একজন সহযোগী পেয়ে আমি সম্মানিত বোধ করছি।‘

আর সিনেমাটিতে অনুভব সিনহার সাথে কাজ প্রসঙ্গে ভূষণ কুমার বলেন, ‘ সেই তুম বিন থেকেই অনুভবের সাথে আমার লম্বা সম্পর্ক। আর তার সাথে প্রতিটি কাজই আগের চেয়ে বেশী আনন্দদায়ক ছিলো। থাপ্পড় এমন একটি সিনেমা যা নিয়ে আমি অহংকার করি এবং ভেদ এর জন্য আমি অপেক্ষা করতে পারছি না। এটাও অনুভবের গভীর আলোড়ন সৃষ্টিকারী গল্পের সিনেমা এবং এর সাথে যুক্ত হতে পারাটা আমার জন্য গর্বের। রাজ একজন অসাধারণ অভিনেতা, এই সিনেমার জন্য তার চেয়ে ভালো কোন পছন্দ আমি দেখছি না।‘

অন্যদিকে সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, ‘আমি আনুভব সিনহার সাথে কাজের ব্যাপারে খুবই উচ্ছ্বাসিত। স্বতন্ত্র ভাষা নিয়ে সিনেমা নির্মান করা একজন নির্মাতার সাথে কাজের সুযোগ অবশ্যই ভাগ্যের ব্যাপার। আর গত বছর লুডু সিনেমার সাফল্যের পর আবারো ভূষণ কুমারের সাথে কাজ করতে পারাটা নিজের ঘরে ফিরে আসার মত। একজন অভিনেতা হিসেবে আমি চাই আমার কাজ যেনো সবাইকে ভাবায়। এটি খুবই গুরুত্বপূর্ন একটি গল্পের সিনেমা এবং এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে একজন শিল্পী হিসেবে অনেক পরিশ্রম করতে হবে।‘

জানা গেছে সামজিক-রাজনৈতিক বিষয় নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজকুমারকেই সবচেয়ে সেরা পছন্দ মনে হয়েছে অনুভব সিনহার। লখনউ শহরের বিভিন্ন লোকেশনে হবে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। আগামী সপ্তাহ থেকে শুরু হবে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ আর সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে দৃশ্যধারন। ‘ভেদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভূষণ কুমারের টি-সিরিজ এবং অনুভব সিনহার বেনারস মিডিয়াওয়ার্কস।

আরো পড়ুনঃ
মুক্তির তারিখ ঘোষনা দিয়ে শুরু হলো কার্তিক আরিয়ানের ‘শাহজাদা’
সিনেমায় পট পরিবর্তনের ২০২২: নতুন বছরে নতুন প্রজন্মের দখলে বলিউড
বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় কিছু বক্স অফিস সংঘর্ষ এবং তার ফলাফল

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d