বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’: আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত

বাংলাদেশের প্রেক্ষাগৃহে

ভারতীয় সিনেমার ক্ষেত্রে সাধারণত বিভিন্ন উৎসবে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে দর্শকদের উম্মাদনা দেখা যায়। তবে সিনেমাটি যদি হয় বলিউডের গ্লোবাল সুপারস্টার শাহরুখ খানের বড় প্রত্যাবর্তনের সিনেমা তাহলে, সে সিনেমাই নিজেই একটি উৎসব। যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমাটি ইতিমধ্যে বলিউড সিনেমার দর্শকদের উৎসবের উপলক্ষ্য উপহার দিয়েছে। আর ‘পাঠান’ সিনেমার এই উত্তাপ শুধু ভারতেই সীমাবদ্ধ নেই। বিশ্বব্যাপী সিনেমাটি নিয়ে চলছে উম্মাদনা। জানা গেছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমাটির মুক্তির চেষ্টা চলছে। আগামীকাল পাওয়া যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।

জানা গেছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। ইতোমধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থা বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিতব্য তথ্য মন্ত্রণালয়ে মিটিংয়ে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়টি নিশ্চিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে সাফটা চুক্তির নীতিমালা অনুসারে ভারতে মুক্তির দুইদিন পরে বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমাটি।

সার্কচুক্তিভুক্ত দেশসমূহের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তিকেই ইংরেজিতে সংক্ষেপে সাফটা (SAFTA) বলা হয়। ২০০৪ সালের জানুয়ারি মাসে ইসলামাবাদে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিলো। সার্কভুক্ত সব কয়টি দেশের মধ্যে চুক্তি হলেও ছবি আসছে কেবল ভারতের কলকাতা থেকেই। যদিও কালেভদ্রে কিছু হিন্দি সিনেমাও আনা হয়েছে। তবে এবার এই চুক্তির আওতায় ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পাঠান’ আসতে পারে অনেকেই ধারণা করছেন।

গত ১০ই জানুয়ারি সিনেমাটির ট্রেলার প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছিলো এর নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, জার্মানি সহ বিভিন্ন দেশে সিনেমাটির অগ্রিম টিকেট নিয়ে দেখা গিয়েছিলো উম্মাদনা। এরপর ২০শে জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে শুরু হয়েছিলো সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি। শুরু কয়েক ঘণ্টার মধ্যেই সিনেমাটির টিকেট পেতে অনলাইন প্লাটফর্মে হুমড়ি খেয়ে পরেন দর্শকরা।

‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকেট বিক্রি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে মুক্তির দুইদিন আগেই বক্স অফিসে ‘পাঠান’ সিনেমা নতুন রেকর্ড গড়েছে। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, মহামারী পরবর্তি সময়ে বলিউড সিনেমার নতুন রেকর্ড গড়েছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি থেকে আয়ের ক্ষেত্রে সিনেমাটি ভেঙ্গে দিয়েছে গত বছরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার রেকর্ড। মহামারী পরবর্তি সময়ে অগ্রিম টিকেট থেকে সবচেয়ে বেশী আয় করা সিনেমা এখন ‘পাঠান’।

এখন পর্যন্ত ‘পাঠান’ অগ্রিম বুকিং আপডেট থেকে বোঝাই যাচ্ছে বক্স অফিসে বাম্পার শুরু করতে যাচ্ছে শাহরুখ খানের প্রত্যাবর্তনের এই সিনেমাটি। চার বছর নিজের পছন্দের তারকাকে বড় পর্দায় দেখতে ভক্তদের উম্মাদনা খুবই অনুমেয়। ধারণা করা হচ্ছে সাধারণ কর্মদিবসে সর্বোচ্চ আয়ের ক্ষেত্রে ‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ড ভেঙ্গে দিবে ‘পাঠান’। আর ছুটির দিন ছাড়া বক্স অফিসে সর্বোচ্চ উদ্বোধনী পাওয়া বলিউড সিনেমার তালিকায় ‘পাঠান’ শীর্ষে অবস্থান করবে এটা অনেকটাই নিশ্চিত।

উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘পাঠান’। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শাহরুখ খানের মত সিনেমাটিতে দীপিকাকেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। আর এতে জন আব্রাহাম থাকছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া এতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত সিনেমাটিতে ‘টাইগার’ চরিত্রে হাজির হচ্ছেন এই সুপারস্টার।

আরো পড়ুনঃ
মুক্তির দুই দিন আগেই বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার নতুন রেকর্ড
উদ্বোধনী দিন বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’
‘পাঠান’ অগ্রিম বুকিং আপডেটঃ বক্স অফিসে শাহরুখ খানের গর্জন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d