‘ফাইটার’ সিনেমার পর ‘কৃষ’ চতুর্থ কিস্তি নিশ্চিত করলেন হৃতিক রোশন

‘ফাইটার’ সিনেমার পর

বলিউড সুপারস্টার হৃতিক রোশন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রম ভেধা’ বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে। তারকাবহুল সিনেমাটি মুক্তির আগে আলোচনার জন্ম দিলেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছে। বর্তমানে এই তারকা অভিনীত ‘ফাইটার’ সিনেমাটি নির্মানাধীন রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং অনিল কাপুর। সম্প্রতি জানা গেছে ‘ফাইটার’ সিনেমার পর ‘কৃষ’ চতুর্থ কিস্তির কাজ শুরু করতে যাচ্ছেন হৃতিক রোশন।

সম্প্রতি নিজের ৪৯তম জন্মদিন উদযাপন করেছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। জন্মদিনের পাশাপাশি জানুয়ারি মাসটি হৃতিকের জন্য বিশেষ অর্থ বহন করে। কারণ, জানুয়ারিতেই মুক্তি পেয়েছিলো হৃতিকের অভিষিক্ত সিনেমা ‘কাহো না… পেয়ার হ্যাঁ’। ২০০০ সালের ১৪ই জানুয়ারি মুক্তি পেয়েছিলো এই সিনেমাটি। নিজের জন্মদিনে ‘ফাইটার’ সিনেমার পর ‘কৃষ’ চতুর্থ কিস্তি নিশ্চিত করছেন এই তারকা। সেই সাথে ‘ওয়ার ২’ সিনেমা নিয়েও কথা বলেছেন হৃতিক রোশন।

বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম পিংকভ্যালীর সাথে নির্মানাধীন ‘ফাইটার’ সিনেমা নিয়ে কথা বলেন এই তারকা। উক্ত আলাপচারিতায় সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আসল ফাইটার জেট দিয়ে সিনেমাটির দৃশ্যধারন করছি। ভারতীয় নৌবাহিনীর আশেপাশে থাকতে পারাটা অবশ্যই অনন্দের। তাদের শারীরিক অভিব্যাক্তি, নিয়মানুবর্তীতা, মেধা এবং মনোযোগ থেকে অনেক কিছু শেখার আছে। সামনে থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি।‘

এই আলাপচারিতায় ‘ফাইটার’ সিনেমার পর ‘কৃষ’ চতুর্থ কিস্তির কথা নিশ্চিত করছেন হৃতিক রোশন। প্রযুক্তিগত কিছু কারনে সিনেমাটি আটকে আছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের সবার একসাথে বসে প্রার্থনা করা উচিত। সবকিছু ইতিমধ্যে চূড়ান্ত কিন্তু কিছুটা প্রযুক্তিগত কারনে আমরা আটকে আছি। আশা করছি চলতি বছরের মধ্যে এর সমাধান হয়ে যাবে। কৃষ ৪ অবশ্যই নির্মিতব্য সিনেমার তালিকায় রয়েছে এবং খুব শীগ্রই এটি বাস্তবায়িত হতে যাচ্ছে।‘

‘ফাইটার’ সিনেমার পর ‘কৃষ’ চতুর্থ কিস্তি নিশ্চিত করলেও ‘ওয়ার ২’ সিনেমা নিয়ে কিছু বলেননি হৃতিক রোশন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করার পর এর দ্বিতীয় পর্ব নিয়ে অপেক্ষায় আছেন তার ভক্তরা। তবে সিনেমাটি নিয়ে কথা বলে চাননি এই তারকা। ‘ওয়ার ২’ প্রসঙ্গে হৃতিক রোশন বলেন, ‘আদিত্য চোপড়া খুবই গোপনীয়তা মেনে চলতে পছন্দ করেন। আমি মনে করি এ ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস না করাই ভালো, কারণ আমি কিছু বলছি না।‘

প্রসঙ্গত, গোয়েন্দা ভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়েছিলো সিদ্ধার্ত আনন্দ পরিচালিত সিনেমা ‘ওয়ার’। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছে। সিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে। এই ইউনিভার্সের তৃতীয় সিনেমা ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫শে জানুয়ারি। আর এই ইয়নিভার্সের প্রথম সিনেমা হচ্ছে সালমান খান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি।

উল্লেখ্য যে, ভারতের প্রথম এরিয়েল অ্যাকশন সিনেমা ‘ফাইটার’ পরিচালনা করেছেন সিদ্ধার্ত আনন্দ। পরিচালনার পাশাপাশি সিনেমাটি যৌথভাবে প্রযোজনাও করছেন এই নির্মাতা। হৃতিক এবং দীপিকা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুর। সিনেমাটি আগামী বছরের ২৫শে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। প্রথম তিন পর্বের সাফল্য বিবেচনায় ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমাটি নিয়ে প্রত্যাশা ইতিমধ্যে আকাশচুম্বী।

আরো পড়ুনঃ
বহুল প্রতিক্ষিত ‘পাঠান’ ট্রেলারে অ্যাকশন হিরো শাহরুখ খানের ঝলক
শাহরুখ খানকে নিয়ে অ্যাকশন সিনেমা বাতিল করেছিলেন আদিত্য চোপড়া!
এবার ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে বাদ পরছেন কার্তিক আরিয়ান

By Filmymike BD

এ সম্পর্কিত

%d