‘পাঠান’ দাপটে পিছিয়ে গেলো কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘শাহজাদা’

‘পাঠান’ দাপটে পিছিয়ে

ভারতীয় বক্স অফিসে দ্রুততম ২৫০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে বলিউড বাদশা শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমা ‘পাঠান’। মুক্তির প্রথম পাঁচদিনে সব ভাষা মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ২৮০ কোটি রুপি। মুক্তির ষষ্ট দিনেও ‘পাঠান’ সিনেমার বক্স অফিস আয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী সিনেমাটি ষষ্ট দিনে বক্স অফিসে ২৩-২৪ কোটি রুপি আয় করতে যাচ্ছে। সম্প্রতি জানা গেছে ‘পাঠান’ দাপটে পিছিয়ে গেছে কার্তিক আরিয়ানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘শাহজাদা’।

কার্তিক আরিয়ান অভিনীত ‘শাহজাদা’ চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্যের পর আবারো বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় এই তারকা। ইতিমধ্যে সিনেমাটি ট্রেলার এবং গান ডিজিটাল প্লাটফর্মে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। আগামী ১০ই ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে পিছিয়ে যাচ্ছে সিনেমাটির মুক্তি।

বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী, নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘শাহজাদা’। বক্স অফিসে ‘পাঠান’ দাপটে পিছিয়ে দিয়ে আগামী ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেয়ার ব্যাপারে কার্তিক আরিয়ান এবং এর নির্মাতারা ইতিমধ্যে ঐক্যমতে পৌঁছেছেন। ‘শাহজাদা’ পিছিয়ে যাওয়ার কারনে বক্স অফিসে ‘পাঠান’ দাপট আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

একটি সুত্রের উল্লেখ করে উক্ত সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘পাঠান ভারতীয় বক্স অফিসে অবিশ্বাস্য আয় করে চলেছে। সিনেমাটি বক্স অফিসে বাহুবলী ২ সিনেমার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে। সিনেমাটির রেকর্ড আয়ের মধ্যে মাত্র দুই সপ্তাহের মাধ্যে নতুন সিনেমা মুক্তি দেওয়াকে যৌক্তিক মনে করছেন না কার্তিক আরিয়ান। শাহরুখ খানের প্রতি সম্মান থেকেই কার্তিক আরিয়ান এবং শাহজাদা প্রযোজক সিনেমাটির মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।‘ এর মাধ্যমে সর্বোপরি বলিউড ইন্ডাস্ট্রির কথা তারা বিবেচনা করেছেন বলে জানিয়েছে সূত্রটি।

‘শাহজাদা’ মুক্তি পিছিয়ে দেয়ার সিদ্ধান্তে দুটি সিনেমাই বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে মনে করছে সিনেমাটির টিম। এ প্রসঙ্গে সূত্রটি আরো জানিয়েছে ‘যেহেতু রেকর্ড আয়ের কারনে পাঠান আগামী কিছুদিন আলোচনায় থাকবে, তাই ১০ই ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তিতে কোন বাণিজ্যিক যৌক্ততা নেই। এর চেয়ে এক সপ্তাহ পরে মুক্তি দেওয়া অনেক বেশী যৌক্তিক। এর মাধ্যমে দুটি সিনেমাই বক্স অফিসে বাণিজ্যিক সুবিধা পাবে এবং দর্শকরা কিছুটা সময় পাবেন।‘

উল্লেখ্য যে, ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বক্স আফিসেও ‘পাঠান’ সুনামি অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী বক্স অফিসে গড়ে প্রতিদিন সিনেমাটি ১০০ কোটি রুপির বেশী আয় করতে সক্ষম হয়েছে। পাঁচ দিন শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৪৩ কোটি রুপি (গ্রোস)। এর মধ্যে ভারতীয় বক্স অফিস আয়ের পরিমাণ ছিলো ৩৩৫ কোটি রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ২০৮ কোটি রুপি (২৫.৫ মিলিয়ন মার্কিন ডলার)।

প্রসঙ্গত, আল্লু অর্জুন অভিনীত তেলুগু ব্লকবাস্টার ‘আলা বৈকুন্ঠপরুলম’ সিনেমার হিন্দি সংস্করণ হচ্ছে ‘শাহজাদা’। রোহিত ধাওয়ান পরিচালিত সিনেমাটিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শেনন। এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পারেশ রাওয়াল। ‘লুকা চুপি’ সিনেমার পর দ্বিতীয়বারের মত জুটি হয়ে পর্দায় আসছেন কার্তিক আরিয়ান এবং কৃতি শেনন। আল্লু অরবিন্দ এবং আমান গীলের সাথে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভূশান কুমার।

অন্যদিকে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘পাঠান’। শাহরুখ খানের সাথে এই সিনেমায় আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শাহরুখ খানের মত সিনেমাটিতে দীপিকাকেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ।

আরো পড়ুনঃ
সোমবারের পরীক্ষায় উত্তীর্ণঃ সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হবে ‘পাঠান’!
দর্শক এবং সমালোচকদের প্রশংসায় ভাসছে শাহরুখ খানের ‘পাঠান’
বক্স আফিসে ‘পাঠান’ সুনামি অব্যাহতঃ পঞ্চম দিনে নতুন মাইলফলক অর্জন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d