চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ঘোষণার পরপরই সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে ‘পাঠান’ সিনেমাটি। ভারতীয় সিনেমার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাটির জন্য। ঘোষণার ভিডিও আসলেও সিনেমাটির প্রথম ঝলক এখনো প্রকাশ করেননি নির্মাতারা। সম্প্রতি জানা গেছে শাহরুখ খানের ‘পাঠান’ টিজার প্রথমবারের মত আসছে বড় পর্দায়।
বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রণবীর কাপুর অভিনীত ‘শমশেরা’ সিনেমার সাথে যুক্ত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির টিজার। যশ রাজ ফিল্মসের মুক্তি প্রতীক্ষিত ‘শমশেরা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২২শে জুলাই। সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্রের উল্লেখ করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই সিনেমার সাথেই প্রকাশ করা হচ্ছে ‘পাঠান’ টিজার যা প্রথমবারের মত বড় পর্দায় উপভোগ করতে যাচ্ছে দর্শকরা।
তবে ‘শমশেরা’ সিনেমার সাথে টিজার প্রকাশ করলেও আপাতত শুধুমাত্র বড় পর্দার জন্য প্রকাশ করা হচ্ছে টিজারটি। একই টিজার কয়েকমাস পর ইউটিউব এবং অন্যান্য ভিডিও শেয়ারিং প্লাতফর্মে কয়েক মাস পর প্রকাশ করবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ্য থেকে ‘পাঠান’ টিজার প্রকাশ নিয়ে আনুষ্ঠানিক কিছু এখনো জানা যায়নি।
যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘শমশেরা’ সিনেমাটি কাজা নামে একটি শহরের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সেখানে ইংরেজদের অমানুষিক অত্যাচার থেকে মানুষকে রক্ষ্যা করতে লড়াই করে যাওয়া এক যোদ্ধার গল্প দেখা যাবে সিনেমাটি। সিনেমাটির প্রধান খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সিনেমাটিতে তার অভিনীত চরিত্রের নাম শুদ্ধ সিং। রনবির কাপুর এবং সঞ্জয় দত্ত ছাড়াও সিনেমাটির অন্যতম প্রধান একটি চরিত্রে দেখা যাবে ভানি কাপুরকে।
এদিকে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি। সিদ্ধার্ত আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। আর সিনেমাটির খলনায়ক চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন সালমান খান। বহুল প্রতীক্ষিত এই সিনেমার সঙ্গীতে আছেন ভিশাল-শেখর।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। প্রকাশের পরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। লম্বা সময়ের পর প্রিয় তারকার সিনেমার ঘোষণায় শাহরুখ ভক্তরা উম্মাদনায় মেতেছিলেন। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ২৫শে জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এই সিনেমাটি।
উল্লেখ্য যে, ‘পাঠান’ ছাড়াও আগামী বছর শাহরুখ খান অভিনীত আরো দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আগামী বছরের ২রা জুন মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত আরো একটি প্রতীক্ষিত সিনেমা। ‘জওয়ান’ নামের এই সিনেমাটি পরিচালনা করছেন তামিলের জনপ্রিয় নির্মাতা এটলি কুমার। আর সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে আছেন নয়নতারা। এছাড়া ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই রাজকুমার হিরানির সাথে শাহরুখ খানের সিনেমা ‘ডানকি’।
আরো পড়ুনঃ
শাহরুখ খান এবং সালমান খানকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাতার খোঁচা!
শাহরুখ খানের প্যান ইন্ডিয়া সিনেমায় খলনায়ক চরিত্রে বিজয় সেতুপতি
ভারতের সবচেয়ে বড় বাজেটের অ্যাকশন সিনেমায় শাহরুখ এবং সালমান!