দুই মাস পর দীর্ঘ প্রায় পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২৫শে জানুয়ারি মুক্তি প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে হচ্ছে সেই প্রত্যাবর্তন। চলতি বছরের মার্চে আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগে থেকেই সিনেমাটি সংবাদ শিরোনামে রয়েছে। ২রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষ্যে ‘পাঠান’ টিজার প্রকাশ করলো প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’।
‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খানকে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। প্রকাশিত টিজার থেকে স্পষ্ট যে, ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম স্টাইলিস্ট অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত সিনেমাটিতে বলিউড বাদশা মুখোমুখি হচ্ছেন জন আব্রাহামের। আর এতে তার বিপরীতে আছেন দীপিকা পাডুকোন। ‘পাঠান’ টিজার দিয়ে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন শাহরুখ খান।
প্রকাশিত টিজার থেকে জানা গেছে সর্বশেষ একটি মিশনে শত্রুদের হাতে ধরা পরে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পাঠান। কেউই জানে না পাঠান বেঁচে আছে নাকি মারা গেছে। তখনই দেখা যায় পাঠান রুপে শাহরুখ খানের দুর্ধর্ষ রুপ। এরপর পুরো টিজার জুড়েই রয়েছে অ্যাকশনের মহড়া। ‘কিং অফ রোমান্স’ হিসেবে পরিচিত শাহরুখ খানকে ভারতীয় সিনেমার দর্শক দেখতে পাবে সম্পূর্ন নতুন আবতারে। শাহরুখ খানের পাশাপাশি ‘পাঠান’ টিজার মাত করেছেন দীপিকা এবং জন আব্রাহামও।
আসছে বক্স অফিস সুনামি!https://t.co/9jmf7Mq9U1
আগামী বছরের ২৫শে জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।#Pathaan #ShahRukhKhan #PathaanTeaser #deepikapadukone #JohnAbraham #yrf #YRF50 pic.twitter.com/okzBcpNu3n
— FilmyMike.com (@FilmyMikeBD) November 2, 2022
শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমা, সেই সাথে সিদ্ধার্ত আনন্দের পরিচালনা – সব মিলিয়ে দর্শকদের আগ্রহের শীর্ষে ছিলো ‘পাঠান’। টিজার প্রকাশের পর সেই আগ্রহ বেড়ে গেছে আরো কয়েক ধাপ। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সিনেমাটি ইউটিউব ট্রেন্ডিং-এ এক নাম্বারে চলে আসে। ভিউ এবং লাইকের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে ‘পাঠান’ টিজার। শুধু তাই নয়, ‘পাঠান’ টিজার হ্যাশট্যাগটি মাইক্র ব্লগিং ওয়েবসাইট টুইটারেও ট্রেন্ডিং-এ চলে আসে কিছু সময়ের মধ্যেই।
চলতি বছরের জুনে একটি লাইভ সেশনে ‘পাঠান’ সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন বলিউড বাদশা। বলিউডে নিজের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে সেই সেশনে সিনেমাটি প্রসঙ্গে শাহরুখ খান বলেছিলেন, ‘আমরা যখন পাঠান সিনেমার দৃশ্যধারন শুরু করি, আমরা অনেক মজা করেছি। দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামের মত অসাধারণ সহ শিল্পীর সাথে করা এটি একটি অ্যাকশন সিনেমা। এটি এমন একটি সিনেমা, যা গত ৩০ বছর ধরে করতে চাচ্ছিলাম। আশা করি অভিনেতা হিসেবে সিনেমাটি আমার নতুন অর্জন হবে।‘
উল্লেখ্য যে, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি। সিনেমাটির একই প্রযোজনা প্রতিষ্ঠানের সালমান খান অভিনীত ‘টাইগার’ সিরিজের সাথে যুক্ত হতে যাচ্ছে। শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সালমান খানকে, একইভাবে সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমায় পাঠান চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ‘পাঠান’ সিনেমাটি আগামী ২৫শে জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে।
শাহরুখ খান অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিলো ২০১৮ সালের ক্রিসমাসে। অনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ নামের সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিলো। এছাড়া সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলো সিনেমাটি। ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর সাময়িক বিরতি নেন এই তারকা। সেই বিরতির পর অবশেষে প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউডের শেষ সুপারস্টার শাহরুখ খান। আর টিজার প্রকাশে ‘পাঠান’ সিনেমাটি যে তার রাজকীয় প্রত্যাবর্তনের উপলক্ষ্য হয়ে উঠবে এতে কোন সন্দেহ থাকছে না।
প্রসঙ্গত, ‘পাঠান’ ছাড়াও আগামী বছর শাহরুখ খান অভিনীত আরো দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘পাঠান’ সিনেমার পর ২রা জুন মুক্তি পাবে অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘জওয়ান’। সিনেমাটিতে শাহরুখ খানের সাথে আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার সহ আরো অনেকে। এরপর ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে শাহরুখ খানকে নিয়ে রাজকুমার হিরানির সিনেমা ‘ডানকি’। সিনেমাটিতে শাহরুখ খানের সাথে অভিনয় করছেন তাপসী পান্নু।
আরো পড়ুনঃ
শাহরুখ খানের ‘পাঠান’: জানা গেলো কবে আসছে সিনেমাটির টিজার
‘পাঠান’ দিয়ে স্টারডম পুনরুদ্ধার করবেন শাহরুখ খানঃ জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী
শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সিক্যুয়েলের প্রস্তুতি শুরু করেছেন নির্মতারা