পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার হলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্র!

পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার

পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রকে গ্রেফতার করেছেন মুম্বাই পুলিশ। জানা গেছে পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার হয়েছেন শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী। তার বিরুদ্ধে মোবাইল অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়ার বলিষ্ট প্রমান রয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে মুম্বাই পুলিশ। এই অভিযোগে গতকাল (১৯শে জুলাই) রাতে তাকে গ্রেফাতার করেছে পুলিশ।

বলিউড ভিত্তিক একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছিলো। এ সংক্রান্ত বিবৃতিতে মুম্বাই পুলিশের পক্ষ্য থেকে বলা হয়েছে, ‘ক্রাইম ব্রাঞ্চ মুম্বাইয়ে পর্নোগ্রাফি তৈরি এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেয়া নিয়ে ফেব্রুয়ারি ২০২১-এ একটি মামলা দায়ের করা হয়েছিলো। আমরা জনাব রাজ কুন্দ্রকে এই মামলার প্রধান আসামী হিসেবে ১৯/০৭/২১ গ্রেফাতার করেছি। এ সংক্রান্ত যতেষ্ট প্রমান আমাদের কাছে রয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।‘

এদিকে কিছু দিন আগেই নিজের সাবেক স্ত্রী কবিতার ব্যাপারে মুখ খুলেন রাজ কুন্দ্র। পিংকভ্যালির সাথে আলাপকালে তিনি বলেন, ‘নিউজ অফ দ্যা ওয়ার্ল্ড এ সাক্ষাৎকারের জন্য হাজার পাউন্ড পেয়েছে সে। আমাদের বিচ্ছেদের সময় সে তার আত্মাকে বিক্রি করে দিয়েছিলো, তাকে তার ব্যাংক স্ট্যাটমেন্ট প্রকাশ করতে হয়েছিলো যাতে স্পষ্ট ছিলো যে সাক্ষাৎকারটির জন্য বিশাল অংকের টাকা পেয়েছিলো সে। আমাদের বিবাহ বিচ্ছেদের জন্য একজন তারকাকে (শিল্পা শেঠি) দায়ী করে আসছে, যেখানে এই বিবাহ বিচ্ছেদের জন্য সে নিজেই দায়ী ছিলো।‘

এছাড়া তার সাবেক ভগ্নীপতির সাথে তার সাবেক স্ত্রীর অবৈধ সম্পর্ক প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমাদের একসাথে থাকার বিষয়টি ভালোভাবে না চলার কারনে আমার বোন এবং তার স্বামী ভারতে ফেরত আসেন। আমার স্ত্রী এবং সাবেক ভগ্নীপতির মধ্যেকার সম্পর্ক যেমন একসাথে মিটিঙয়ের জন্য যাওয়া এবং একই সাথে একই রুমে বসা ইত্যাদি বিবেচনায় আমার বোন ফেরত আসাকেই বেশী যৌক্তিক মনে করেছেন। আমি বিষয়টি কখনোই সবার সামনে আনতে চাইনি। আমি খুবই উচ্ছসিত ছিলাম যখন জানলাম আমার স্ত্রী গর্ভবতী। আমাদের একটি মেয়ে সন্তান হলো এবং বাসায় থাকার প্রথম ৩০ দিনে আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী স্বাভাবিকের চেয়ে বেশী সময় বাথরুমে কাটাচ্ছে। আমি ভেবেছিলাম সম্প্রতি সন্তান হওয়ার কারনে এটা হতে পারে কিন্তু সত্যটা পরে জানা গেছে।‘

প্রসঙ্গত, এর আগে একই মামলায় উমেশ কামাত নামের একজনসহ নয় জনকে গ্রেপ্তার করেছিলো মুম্বাই পুলিশ। সে সময় জিজ্ঞাসাবাদে উমেশ কামাত রাজ কুন্দ্রার প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানিয়েছিলেন। এছাড়া গ্রেপ্তারের আগে অর্থপাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগেও রাজ কুন্দ্রকে একবার তলব করা হয়েছিলো।

আরো পড়ুনঃ
স্প্যানিশ থ্রিলার সিনেমার হিন্দি রিমেক দিয়ে প্রযোজক হচ্ছেন তাপসী পান্নু
প্রথমবারের মত বড় পর্দায় একসাথে আসছেন শাহরুখ খান এবং সঞ্জয় দত্ত!
আবারো ‘ড্রিম গার্ল’ হচ্ছেন আয়ুষ্মান খুরানাঃ শুরু হয়েছে সিক্যুয়েলের প্রস্তুতি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d