এবার চীন, জাপান এবং উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’

চীন, জাপান এবং উত্তর

সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসের সবগুলো রেকর্ড ইতিমধ্যে ভেঙ্গে দিয়েছে। সব ভাষায় ৫৪৩ কোটি রুপি আয়ের মাধ্যমে ভারতীয় বক্স অফিসে সর্বোচ্চ আয়ের হিন্দি সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। এছাড়া প্রথম পর্যায়ের মুক্তিতেই বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় ১,০০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে আগেই। সম্প্রতি জানা গেছে সিনেমাটির দ্বিতীয় পর্যায়ের মুক্তির প্রস্তুতি নিচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। এবার চীন, জাপান এবং উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর সম্প্রতি সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ওটিটি প্লাটফর্মেও ঝড় তুলতে সক্ষম হয়েছে। এবার সিনেমাটি দ্বিতীয় পর্যায়ের মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন যশ রাজ ফিল্মসে প্রধান নির্বাহী অক্ষয় উইধানী। সম্প্রতি ভেরাইটির সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। উক্ত আলাচারিতায় অক্ষয় উইধানী জানিয়েছেন এবার শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে চীন, জাপান এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশে।

চীন এবং জাপানকে ভারতীয় সিনেমার নিয়মিত বাজার হিসেবে বিবেচনা করা হয়না। এই দুই দেশে সিনেমা মুক্তির জন্য আলাদা কিছু প্রস্তুতির প্রয়োজন হয়। তবে বিগত কয়েক বছরে চীনে বলিউডের বেশ কয়েকটি সিনেমা ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে। চীনে মুক্তিপ্রাপ্ত বাণিজ্যিক সফল বলিউড সিনেমার মধ্যে রয়েছে ‘দাঙ্গাল’ (২০১৬), ‘সিক্রেট সুপারস্টার’ (২০১৭), ‘হিচকি’ (২০১৮), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫), ‘আন্ধাধুন’ (২০১৮) ইত্যাদি। অন্যদিকে কিছুদিন আগে জাপানে এসএস রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ সিনেমাটি ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে।

বিশ্বব্যাপী বক্স অফিসে ভারতীয় সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন পর্যন্ত আমির খান অভিনীত ‘দাঙ্গাল’। সিনেমাটির মোট আয় ১৮০০ কোটি রুপি, যার মধ্যে ১১০০ কোটি রুপি এসেছিলো শুধুমাত্র চীন থেকে। ‘দাঙ্গাল’ সিনেমার ঠিক এক বছর পর মুক্তিপ্রাপ্ত আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটিও চীনে দুর্দান্ত আয় করতে সক্ষম হয়েছিলো। চীনের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির আয় ছিলো ৭০০ কোটি রুপি। ‘দাঙ্গাল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ চীনে ভারতীয় সিনেমার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিয়েছিলো। এরই ধারাবাহিকতায় পরবর্তিতে আরো কয়েকটি সিনেমা চীনে মুক্তি পেয়েছিলো।

এদিকে যশ রাজ ফিল্মসের ‘সুই ধাগা – মেইড ইন ইন্ডিয়া’ সিনেমাটি চলতি বছরের ৩১শে মার্চ চীনে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া একই প্রতিষ্ঠানের ‘হিচকি’ সিনেমাটিও চীনে মুক্তি পেয়েছিলো। বরুণ ধাওয়ান এবং আনুশকা শর্মা অভিনীত ‘সুই ধাগা – মেইড ইন ইন্ডিয়া’ সিনেমাটির চীনে ভালো ব্যবসার ব্যাপারে আশাবাদী অক্ষয় উইধানী। সিনেমাটি চীনের দর্শকদের পছন্দ হবে বলে মনে করছেন তিনি। এছাড়া ‘হিচকি’ সিনেমাটির সাফল্যের কারনে চীনে রানি মুখার্জি অভিনীত ‘মারদানি ২’ সিনেমাটিও মুক্তি দিতে যাচ্ছে যশ রাজ ফিল্মস।

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটির প্রচারণায় অভিনব কৌশল অবলম্বন করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। গতানুগতিক প্রচারণা না করে সিনেমাটিকে ভিন্নভাবে প্রচারের কৌশল বেছে নিয়েছিলো প্রতিষ্ঠানটি। শাহরুখ খান শুধুমাত্র টুইটারে সিনেমাটি নিয়ে তার ভক্তদের সাথে কথা বলেছেন। এর বাইরে কোন টেলিভিশন বা সংবাদ মাধ্যমের সাথে সিনেমাটি নিয়ে কোন কথা বলেননি এর তারকারা। যশ রাজ ফিল্মসের এই অভিনব প্রচারণা কৌশল দারুণভাবে কাজে দিয়েছে বক্স অফিসে। দীর্ঘ চার বছর পর সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশা। আর সেই সিনেমাটিও ভারতীয় বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছে।

গত ২৫শে জানুয়ারি মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার মাধ্যমে স্পাই ইউনিভার্সের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। সিনেমাটিতে টাইগার  হিসেবে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান। একইভাবে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’ সিনেমায় পাঠান চরিত্রে হাজির হচ্ছেন শাহরুখ খান। স্পাই ইউনিভার্সের দুই সুপার এজেন্টের ক্রসওভারের মাধ্যমে এর প্রতি দর্শকদের আগ্রহ বৃদ্ধির দুর্দান্ত কৌশল অবলম্বন করেছেন আদিত্য চোপড়া।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ভারতীয় সিনেমার সবচেয়ে সফল এবং জনপ্রিয় ইউনিভার্স হিসেবে আবির্ভুত হয়েছে। ‘পাঠান’ সিনেমার আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যাঁ’ (২০১৭) এবং ‘ওয়ার’ (২০১৯) সিনেমাগুলো বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করতে সক্ষম হয়েছে। আর সর্বশেষ ‘পাঠান’ বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে। বক্স অফিসে প্রায় ৩০টির বেশী নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। আগামী দীপাবলিতে মুক্তি প্রতীক্ষিত ‘টাইগার থ্রী’ সিনেমাটিও বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারণা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

উল্লেখ্য যে, ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ঝড় তুলেছে শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের সিনেমা ‘পাঠান’। চীনের বাজার বাদ দিলে প্রথম বলিউড সিনেমা হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০০০ কোটি রুপির বেশী আয় করেছে সিনেমাটি। এবার দ্বিতীয় পর্যায়ে শাহরুখ খানের ‘পাঠান’ নতুন করে মুক্তি পাচ্ছে চীন, জাপান এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশে। বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির অভিনব সাফল্য বিবেচনা করে দ্বিতীয় পর্যায়ের মুক্তিতে আবারো ঝড়ের প্রত্যাশা করছেন ট্রেড বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে নতুন করে মুক্তির মাধ্যমে ভারতীয় সিনেমার ইতিহাসের প্রথম ২,০০০ কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান’।

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত ‘পাঠান’ সিনেমাটিতে শাহরুখ খানের সাথে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। দীপিকাকে সিনেমাটিতে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা গেছে। আর এতে জন আব্রাহাম অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ। তবে স্পাই ইউনিভার্স সিভিল ওয়ার ‘পাঠান বনাম টাইগার’ সিনেমাটির পরিচালক বা অন্যান্য বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

আরো পড়ুনঃ
উদ্বোধনী দিনে গড়পড়তা অজয়ের ‘ভোলা’: দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
বলিউডের সমালোচনায় প্রিয়াঙ্কা চোপড়ার সাথে যোগ দিলেন কঙ্গনা রানাউত
জানুয়ারিতে শুরু হচ্ছে স্পাই ইউনিভার্স সিভিল ওয়ার ‘পাঠান বনাম টাইগার’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d