‘ওমকারা’ রিমেক এবং ‘দেশী বয়েজ’ সিক্যুয়েলের ঘোষণা দিলেন নির্মাতারা

‘ওমকারা’ রিমেক

বলিউডের আরো একটি রিমেক এবং সিক্যুয়েলের ঘোষণা পাওয়া গেছে সম্প্রতি। আনন্দ পন্ডিত মোশন পিকচার্স, ইরোস ইন্টারন্যাশনাল এবং পরাগ সংঘভি একটি বিবৃতিতে খবরটি জানিয়েছেন। নতুন ঘোষণা অনুযায়ী, বিশাল ভরদ্বাজের প্রশংসিত ‘ওমকারা’ সিনেমাটি রিমেক করতে যাচ্ছেন নির্মাতারা। আর সেই সাথে আসছে ‘দেশী বয়েজ’ সিনেমাটির সিক্যুয়েলও। কমেডি ভিত্তিক গল্পের সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং জন আব্রাহাম। আর একটি বিশেষ চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত।

খবরটি জানিয়ে প্রযোজক আনন্দ পন্ডিত এক বিবৃতিতে বলেন, ‘হ্যাঁ, এটি সত্য যে দুটি দারুণ সিনেমার রিমেক এবং সিক্যুয়েলের জন্য ইরোস ইন্টারন্যাশনাল এবং পরাগ সংঘভির সাথে সংঘবদ্ধ হতে যাচ্ছি। ওমকারা এবং দেশী বয়েজ এই দুটি সিনেমাই তাদের গল্প বলার ধরন, তারকা এবং সঙ্গীতের জন্য তাদের নিজ নিজ যুগে দুর্দান্ত ছিল। এই সিনেমাগুলো এখনো তাদের জেনারে শক্ত অবস্থানে রয়েছে। নতুন প্রজন্মের কাছে সিনেমাগুলো নতুনভাবে হাজির করার জন্য এটিই উত্তম সময় বলে মনে হচ্ছে আমার কাছে।‘

এদিকে ইরোস মোশন পিকচার্সের চেয়ারম্যান সুনীল লুল্লা বলেন, ‘আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকা এই সিনেমাগুলোর জাদুকে পুনরুজ্জীবিত করতে আমরা আনন্দ ভাইয়ের সাথে সহযোগিতা করতে পেরে উত্তেজিত। আমরা প্রায়শই ভাবি যে আমাদের প্রিয় সিনেমাটিক চরিত্রগুলির কী ঘটেছিল এবং যদি তাদের যাত্রা তাদের আশ্চর্যজনক দিকে নিয়ে যায়। এই ধরনের অনেক প্রশ্নের উত্তর দেবে এই সিনেমাগুলো। এই ক্লাসিকগুলির সারমর্ম যাতে স্পর্শ না করা যায় তা নিশ্চিত করার জন্য আমরা একসাথে কাজ করব। তবে এর মাধ্যমে আমরা সিনেমাগুলোর মধ্যে নতুন শক্তি এবং প্রাণবন্ততা সঞ্চারিত করার চেষ্টা করবো।‘

অন্যদিকে সিনেমাগুলো নিয়ে পরাগ সংঘভি বলেন, ‘আমি এই আশ্চর্যজনক প্রকল্পগুলির একটি অংশ হতে পেরে সত্যিই রোমাঞ্চিত। এই ক্লাসিক হিটের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া উত্তেজনাপূর্ণ হবে। ইরোস ইন্টারন্যাশনালের সাথে অংশীদারিত্ব খুবই কৌশলগত, কারণ বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্ম সহ ডিস্ট্রিবিউশন এবং বিপণনকে সর্বোচ্চ পর্যায়ের নিশ্চিত করার জন্য ইরোস মোশন পিকচার্স সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।‘

উইলিয়াম শেক্সপিয়রের ক্লাসিক ড্রামা ‘ওথেলো’-এর উপর ভিত্তি করে নির্মিত ‘ওমকারা’ সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, বিবেক ওবেরয়, কঙ্কনা সেন শর্মা এবং বিপাশা বসু। সিনেমাটিতে সাইফ আলী খানকে খলনায়ক চরিত্রে দেখা গেছে। মুক্তির পর বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য অর্জনের পাশাপাশি সমালোচকদের কাছেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলো ‘ওমকারা’।

আর অক্ষয় কুমার এবং জন আব্রাহাম অভিনীত কমেডি গল্পের সিনেয়া ‘দেশী বয়েজ’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, চিত্রাঙ্গদা সিং এবং একটি বিশেষ চরিত্রে সঞ্জয় দত্ত। ‘দেশী বয়েজ’ সিনেমার মাধ্যমে বলিউডে নির্মাতা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ডেভিড ধাওয়ানের ছেলে এবং বরুণ ধাওয়ানের ভাই রোহিত ধাওয়ান।

‘ওমকারা’ রিমেক এবং ‘দেশী বয়েজ’ সিক্যুয়েলের ঘোষণা দিলেও এ ব্যাপারে অন্যান্য বিস্তারিত কিছু এখনো জানাননি নির্মাতারা। জানা গেছে বর্তমানে নির্মাতারা সিনেমাগুলোর শিল্পী কুশলী নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন। সিনেমাগুলোর প্রধান তারকা নির্বাচন শেষ হওয়ার পর পরিচালকদের সাথে আলোচনা শুরু করবেন নির্মাতারা। এরপর বিস্তারিত সহ আসতে পারে এই দুই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা।

আরো পড়ুনঃ
শাহীদ কাপুরকে নিয়ে আনিস বাজমীর প্যান-ইন্ডিয়া কমেডি সিনেমা
২০২৩ সালে বলিউডের যে নতুন জুটিগুলো দর্শক মাতাতে আসছে!
‘হেরা ফেরি’ তৃতীয় পর্বের জন্য দুটি চিত্রনাট্য চূড়ান্ত করেছেন ফিরোজ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d