ছয় সিনেমা নিয়ে বক্স অফিসে পুনর্জাগরণের অপেক্ষায় অক্ষয় কুমার

অপেক্ষায় অক্ষয়

বলিউডের অন্যতম জনপ্রিয় নির্ভরযোগ্য অ্যাকশন তারকা অক্ষয় কুমার। অ্যাকশন সিনেমার পাশাপাশি কমেডি সিনেমায়ও দারুণ সফল এই তারকা। সমসাময়িক অন্য তারকার যেখানে বছরে একটি সিনেমা মুক্তি পায়, সেখানে অক্ষয় কুমার বছরে তিন থেকে চারটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নিয়মিত। মহামারীর আগে অক্ষয় কুমার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে ঝড় তুলেছে নিয়মিত বিরতিতে। কিন্তু মহামারী পরবর্তি তার সিনেমার বক্স অফিস যাত্রা খুবই করুণ। বিশেষ করে ২০২২ সালে অক্ষয়ের মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পরেছে। তবে আগামী বছর পাঁচ সিনেমা নিয়ে বক্স অফিসে পুনর্জাগরণের অপেক্ষায় আছেন অক্ষয় কুমার।

২০২২ সালে অক্ষয় কুমার অভিনীত মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এই পাঁচটি সিনেমার মধ্যে চারটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে আর একটি মুক্তি পেয়েছিলো সরাসরি ওটিটি প্লাটফর্মে। অক্ষয় কুমার অভিনীত প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’। বিগ বাজেটের এই প্রতিটি সিনেমাই বক্স অফিসে ডিজাস্টার হিসেবে আবির্ভুত হয়েছে। এছাড়া ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘কাঠপুতলি’ সিনেমাটিও দর্শকদের প্রশংসা কুঁড়াতে ব্যর্থ হয়েছে। চলতি বছরের এই সিনেমাগুলো কিছুটা হলেও তার বক্স অফিসের সফলতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

তবে আগামী বছরটি অক্ষয় কুমারের জন্য নতুন সময়ের উপলক্ষ্য হতে যাচ্ছে। ২০২২ সালের মত ২০২৩ সালেও অক্ষয় কুমার অভিনীত মোট ছয়টি সিনেমার মুক্তি চূড়ান্ত হয়েছে। এরমধ্যে পাঁচটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির বিপরীতে একটি সিনেমা সরাসরি ওটিটি’তে মুক্তি পাবে বলে জানা গেছে। এছাড়া এই সিনেমাগুলো বেশ বড় বাজেটে নির্মিত হচ্ছে যা অক্ষয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে। যে ছয় সিনেমা নিয়ে বক্স অফিসে পুনর্জাগরণের অপেক্ষায় আছেন অক্ষয় কুমার, চলুন দেখে নেয়া যাক তার বিস্তারিত।

অপেক্ষায় অক্ষয়

০১। সেলফি
‘সেলফি’ সিনেমার মাধ্যমে আগামী বছরের বক্স অফিস যাত্রা শুরু করছেন অক্ষয় কুমার। সিনেমাটিতে তার সাথে অভিনয় করছেন ইমরান হাশমি, নুশরাত বারুচ্চা এবং ডায়ানা পেন্টি। আর এটি পরিচালনা করছেন ‘গুড নিউজ’ এবং ‘জুগজগ জিয়ো’ খ্যাত নির্মাতা রাজ মেহতা। মেহতার নির্দেশনায় অক্ষয় এবং ইমরান অভিনীত সিনেমাটি ইতিমধ্যে ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে৷ আগামী বছরের ২৪শে ফেব্রুয়ারী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি আগামী বছরের অন্যতম বড় উদ্বোধনী পাওয়া সিনেমাগুলোর মধ্যে একটি হবে বলে ধারণা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

অপেক্ষায় অক্ষয়

০২। ক্যাপসুল গিল
সাম্প্রতিক বছরগুলোতে জীবনী নির্ভর সিনেমার মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন অক্ষয় কুমার। ‘ক্যাপসুল গিল’ সিনেমার মাধ্যমে আবারো সেই ধারায় ফিরছেন বলিউডের খিলাড়ী। বাস্তব জীবনের ঘটনা এবং পরিস্থিতির উপর ভিত্তি করে নির্মানাধীন এই সিনেমায় অক্ষয় কুমারকে সামাজিক প্রেক্ষাপটের গল্পে ফিরে আসতে দেখা যাবে। জীবনী এবং বাস্তব ঘটনার উপর ভিত্তিক করে নির্মিত সিনেমায় অক্ষয়ের অতীতে বক্স অফিসে সাফল্য অব্যাহত থাকবে বলে মনে করছেন সবাই। এছাড়া এই সিনেমাটির মাধ্যমে নিজের বহুমুখী অভিনয় দক্ষতা আবারো প্রমাণ করবেন এই তারকা।

অপেক্ষায় অক্ষয়

০৩। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
‘সেলফি’ সিনেমার দিয়ে বছর শুরুর পর ২০২৩ সালটা অক্ষয় কুমার শেষ করবেন ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমার মাধ্যমে। সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অ্যাকশন সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে এই সিনেমাটি। আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে অক্ষয়ের সাথে অভিনয় করছেন টাইগার শ্রফ। আর সিনেমাটিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে মালয়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনকে। বলিউডের দুই প্রজন্মের জনপ্রিয় দুই অ্যাকশন তারকার উপস্থিতির কারনে ঘোষণার পর থেকে আলোচনায় ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

০৪। ওএমজিঃ ও মাই গড ২
বড় বাজেটের সিনেমার পাশাপাশি আগামী বছর অক্ষয় কুমার অভিনীত সামাজিক ড্রামা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অক্ষয় কুমার অভিনীত সুপারহিট ‘ওএমজিঃ ও মাই গড’ সিনেমার এই সিক্যুয়েলটিতে আবারো হাজির হচ্ছেন অক্ষয় কুমার। জানা গেছে যৌন শিক্ষার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমা। এই তারকার চরিত্র এবং আগের পর্বের সফলতার কারনে ‘ওএমজিঃ ও মাই গড ২’ সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হবে বলে ধারণা করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

অপেক্ষায় অক্ষয়

০৫। বীর দাউদলে সাত
‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার পর আবারো ঐতিহাসিক চরিত্রে হাজির হচ্ছেন অক্ষয় কুমার। ‘বীর দাউদলে সাত’ সিনেমার মাধ্যমে মারাঠি সিনেমায় অভিষিক্ত হতে যাচ্ছেন এই তারকা। সিনেমাটিতে অক্ষয়কে ‘ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে। একটি আঞ্চলিক সিনেমা হলেও ‘বীর দাউদলে সাত’ মারাঠি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পেতে যাচ্ছে। মহেশ মাঞ্জরেকারের পরিচালনায় সিনেমাটি অক্ষয় কুমারের জন্য বক্স অফিস ঝড় হিসেবে আবির্ভুত হতে পারে বলে মনে করছেন সবাই। ‘ক্যাপসুল গিল’ এবং ‘বীর দাউদলে সাত’ সিনেমাগুলো অক্ষয়ের বহুমুখীতা আবারো প্রতিষ্ঠিত করতে যাচ্ছে বলিউডে।

০৬। স্টার্টআপ (ওটিটি)
বড় পর্দায় পাঁচটি সিনেমার পাশাপাশি আগামী বছর অক্ষয় কুমার অভিনীত একটি সিনেমা ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। ‘স্টার্টআপ’ শিরোনামের এই সিনেমাটি তামিলের আলোচিত ‘সোরারাই পোত্রু’ সিনেমার রিমেক। সুরিয়া অভিনীত মূল তামিল সিনেমাটিও সরাসরি ওটিটি’তে মুক্তি পেয়েছিলো। এর আগে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ এবং ‘কাটপুটলি’ সিনেমাগুলোও ওটিটি’তে মুক্তি পেয়েছিলো। ‘স্টার্টআপ’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও নিজের শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছেন এই তারকা। এছাড়া ‘দৃশ্যাম ২’ সিনেমাটির বক্স অফিস সাফল্যের কারনে ‘স্টার্টআপ’ সিনেমাটি নিয়েও আশাবাদী বলিউড সংশ্লিষ্টরা।

সর্বপরি, ২০২৩ সালটা অক্ষয় কুমারের জন্য একটি দুর্দান্ত বছর হতে যাচ্ছে। বড় বাজেটের অ্যাকশন সিনেমার পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রের মাধ্যমে নিজেকে স্মরণীয় করে রাখার অপেক্ষায় রয়েছেন এই সুপারস্টার। আর এক বছরে প্রেক্ষাগৃহে পাঁচটি সিনেমা মুক্তির কারনে বক্স অফিসে তিনি মুখোমুখি হচ্ছেন শাহরুখ খান এবং সালমান খানের মত তারকার সাথে। সবকিছু ঠিক থাকলে অক্ষয় কুমার ২০২৩ সালের দীপাবলি এবং ক্রিসমাসে বক্স অফিসে মুখোমুখি হচ্ছে যথাক্রমে সালমান খান (টাইগার থ্রী) এবং শাহরুখ খানের (ডানকি) সাথে।

আরো পড়ুনঃ
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমায় খালনায়ক চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন
বলিউডের ইতিহাসের সেরা দশটি নির্মাতা-অভিনেতা জুটির বিরোধ
আরো দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ পরলেন অক্ষয় কুমার

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d