ঢালিউডের নবাগত অভিনেত্রী জাহারা মিতু। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় শাকিব খানের বিরুদ্ধে ঢালিউডের খাতায় নাম লিখান এই নায়িকা। করোনার কারনে আটকে আছে এই সিনেমাটির শুটিং। এদিকে ইতিমধ্যে নিজের দ্বিতীয় সিনেমার কাজ শেষ করেছেন জাহারা মিতু। কলকাতার সুপারষ্টার দেবের বিরুদ্ধে এই সিনেমার নাম ‘কমান্ডো’। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
ক্যারিয়ারের শুরুতেই ঢাকা এবং কলকাতার দুই সুপারষ্টারের সাথে অভিনয়ের অভিজ্ঞতা থেকে তিনি জানালেন দুজনই অসাধারণ অভিনেতা। তবে দেশ প্রেমের কারনে দেবের চেয়ে শাকিব খানকে এগিয়ে রাখলেন বাংলা সিনেমার আগামী দিনের এই তারকা। সম্প্রতি একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে এমনটাই জানালেন জাহারা মিতু।
এ প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে ওই তিনি বলেন, ‘দুজনই অসাধারণ অভিনেতা। সহকর্মী হিসেবে কাজের সময় তাদের কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছি। শাকিব ও দেব—নিজ নিজ জায়গায় এগিয়ে। তবে দেশের প্রতি টান থেকে আমার কাছে এগিয়ে শাকিব খান।’
এছাড়াও, সম্প্রতি প্রকাশিত দেবের বিপরীতে ‘কমান্ডো’ সিনেমার টিজার নিয়ে বিতর্কের জবাবে তিনি বলেন, ‘অনেকে টিজার দেখে সমালোচনা করছেন। আসলে তারা ছবির গল্প জানেন না। তাদের জায়গায় আমি হলেও হয়তো এমন সমালোচনা করতাম। আমি আশ্বস্ত করতে চাই, ছবিতে এমন কোনো দৃশ্য রাখা হয়নি, যা ইসলাম ধর্মকে আঘাত করে। আমার বিশ্বাস, ছবিটি মুক্তি পেলে মানুষের ধারণা ভুল প্রমাণিত হবে। এখানে ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখানো হয়েছে। ‘
এদিকে লোকডাউনের কারনে বন্ধ হয়ে যাওয়া তার প্রথম সিনেমা ‘আগুন’ এর শুটিং শীগ্রই শুরু হবে আশা করছেন এই তারকা।