‘সুলতানপুর’ সিনেমার ট্রেলারে সীমান্তের অন্ধকার দুনিয়ার অচেনা গল্প

‘সুলতানপুর’ সিনেমার ট্রেলারে

আগামী ২রা জুন মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘সুলতানপুর’। শুরুতে নাম ‘বর্ডার’ হলেও সেন্সর জটিলতার কারনে নতুন নামে মুক্তির অনুমতি পেয়েছে এই সিনেমা। সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনচক্র নিয়ে নির্মিত ‘বর্ডার’ সিনেমাটি আটকে দিয়েছিলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। প্রদর্শনের পর দেশের জন্য সিনেমাটিকে বিপজ্জনক মনে হয়েছিলো তাদের কাছে। তবে পরবর্তীতে ‘সুলতানপুর’ নামে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। আগামী মাসে মুক্তিকে সামনে রেখে সম্প্রতি প্রকাশিত ‘সুলতানপুর’ সিনেমার ট্রেলারে উঠে এসেছে সীমান্তের অন্ধকার দুনিয়ার অচেনা গল্প।

সদ্য প্রকাশিত সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ সিনেমার ট্রেলারে রহস্য, রোমাঞ্চ ও সীমান্তের এক অচেনা জগতের কৌতুহলি গল্পের ইঙ্গিত পাওয়া গেছে। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদক পাচার, মাদক সম্রাটসহ অনেক বিষয়গুলো উঠে এসেছে এই ট্রেলারে। ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘সুলতানপুর’ সিনেমার গল্প, চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন আসাদ জামান। আর এই সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।

গত ১৫ই মে (সোমবার) রাতে প্রকাশ করা হয়েছে ‘সুলতানপুর’ সিনেমাটির ট্রেইলার। ট্রেলার মুক্তি এবং সিনেমাটি প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে নির্মাতা সৈকত নাসির, বলেন, ‘সিনেমাটার বড় একটি ক্যানভাস রয়েছে। এটি বর্ডার এলাকার গল্প। নানা রকম গল্পের মিশ্রণে একটি গল্প তৈরি হয়েছে। আমি জানি এই সিনেমা আমার কাছে স্পেশাল কিছু, কারণ আমি বসর্বোচ্চ দিয়ে এটা বানিয়েছি। তাই এটা যেন সর্বোচ্চ মানুষ দেখে, দেখতে পায় সেই চেষ্টা করে যাচ্ছি।’

‘সুলতানপুর’ সিনেমার ট্রেলারে সীমান্তের অন্ধকার দুনিয়ার ঝলক নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা। এর আগে এই সিনেমার একটি গান প্রকাশ করেছিলেন নির্মাতারা। ‘জানরে’ শিরোনামের এই গানটিও নেটিজনদের নজর কেড়েছে। ‘সুলতানপুর’ সিনেমাটি প্রসঙ্গে এর অন্যতম প্রধান অভিনেতা আশীষ খন্দকার বলেন, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। এই সিনেমার গল্প এবং আমার চরিত্রটা রহস্যময় ও শক্তিশালী। কাজ করে আনন্দ পেয়েছি। দর্শকের সিনেমাটা ভালো লাগবে।’

সৈকত নাসিরের পরিচালনায় ‘সুলতানপুর’ সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছেন ঢালিউডের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন দেশীয় সিনেমার সম্ভাবনাময়ী অভিনেত্রী অধরা খান। সিনেমাটি নিয়ে অধরা খান বলেন, ‘আমরা সিনেমার কাজ শুরু করি ২০২০ সালে। ওই বছরেই কাজ শেষ করি। এখন মুক্তি পাচ্ছে। বর্ডার যদিও সুলতানপুর হয়ে আসছে, আমি মনে করি দর্শক একটা সিনেমার গল্প দেখতে আসবে। সেটা বর্ডার হোক আর সুলতানপুর হোক। গল্পটা তাদের ভালো লাগবে।’

উল্লেখ্য যে, এর আগে সিনেমার অনেক জায়গায় সেন্সর নীতিমালার ‘অসংগতি’ রয়েছে জানিয়ে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়। এরপর সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী পরিমার্জন করে ছাড়পত্রের জন্য সিনেমাটি আবার জমা দেন নির্মাতা সৈকত নাসির। নতুন করে প্রদর্শনের পর শুধু মুক্তির অনুমতিই না, বরং সেন্সর বোর্ড সদস্যদের কাছে এটি প্রশংসিত হয়েছে বলেও দাবি করেছেন এই নির্মাতা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, সিনেমার গল্প বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবন যাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ে নির্মিত হয়েছে।

‘সুলতানপুর’ সিনেমার ট্রেলারঃ

আরো পড়ুনঃ
জুনের শুরুতে মুক্তি পাচ্ছে অধরা খানের বহুল আলোচিত সিনেমা ‘সুলতানপুর’
পুলিশের চরিত্র নিয়ে আপত্তিঃ ছাড়পত্র জটিলতায় সৈকত নাসিরের ‘বর্ডার’
নতুন দুই সিনেমা দিয়ে নতুন বছর শুরু করছেন চিত্রনায়িকা অধরা খান

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d