সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’: মুক্তির এক সপ্তাহ আগেই ৪৪ প্রেক্ষাগৃহ চূড়ান্ত!

সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’

সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’

করোনা মহামারী শেষে ঢালিউডে শুরু হয়েছে নতুন সিনেমা মুক্তির ধারাবাহিকতা। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার পর এবার মুক্তি পেতে যাচ্ছে সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি। গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচিচত্র সেন্সর বোর্ড কতৃক বিনা কর্তনে ছাড়পত্র পায় সিনেমাটি। সেই সাথে সেন্সর বোর্ড সদস্যরা ভূয়সী প্রশংসাও করেন এই সিনেমার। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষনা করেছেন নির্মাতারা। ঘোষনা অনুযায়ী আগামী ২৪শে ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রনি ভৌমিক পরিচালিত ‘মৃধা বনাম মৃধা’।

এদিকে জানা গেছে মুক্তির এক সপ্তাহ আগেই চূড়ান্ত হলো সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার প্রেক্ষাগৃহের তালিকা। সিনেমাটির পরিবেশক অনন্য মামুন সূত্রে জানা গেছে আগামী ২৪ ডিসেম্বর সিয়াম আহমেদ ও নোভা অভিনীত এ সিনেমাটি একযোগে ৪৪টি সিনেমা হলে প্রদর্শীত হবে। পরে টফি অ্যাপের অরিজিনাল হিসেবে টফি অ্যাপে মুক্তি দেয়া হবে। অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে ‘মৃধা বনাম মৃধা’ পরিবেশিত হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মামুন বলেন, ‘সিনেমা হলে মুক্তির কিছুদিন পর টফি অ্যাপে মুক্তি দেয়া হবে। এই অ্যাপটি আগামী বছর থেকে নিয়মিত কনটেন্ট তৈরি করবে।‘

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ। যতক্ষণ না পর্যন্ত কোনো কাজ সূক্ষ্ম ও পরিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ আমি নিজেই সন্তষ্ট হতে পারি না। সেখানে এটা আমার প্রথম সিনেমা। কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটা করেছি। পরিবার নিয়ে দেখার মত একটা গল্প, সিনেমা। দর্শকরা দেখার পরই তাদের মন্তব্য জানাক আমাদেরকে।’

অন্যদিকে এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম বলেন, ‘এই সিনেমার গল্পের প্লটটা এতো চমৎকার এবং চিত্রনাট্যকার রায়হান খান এতো নিখুঁতভাবে লিখেছেন আমি কাজটি মন থেকে করতে চেয়েছি। এই ধরনের কাজ আমি আগে করিনি এবং শুনিওনি যে পারিবারিক ও সামাজিক গল্প এতো দারুণ হতে পারে। আমাদের সিনেমায় পারিবারিক গল্প দেখাই যায় না। সবদিক বিবেচনা করে কাজটির সঙ্গে থাকতে পেরে আনন্দিত।‘

সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’

চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় সিনেমাটির দৃশ্যধারনের কাজ। আর এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে। সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার অডিও ও গ্রাফিকসের কাজ করা হয়েছে ঢাকায়। সাউন্ড ও ফলির কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ে। ছবির কালার কারেকশনের কাজ করা হয়েছে কলকাতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছবির আবহসংগীত করে পাঠিয়েছেন ইমন সাহা, সাউন্ড মিক্সিং করেছেন যুক্তরাষ্ট্রের জেরিমি হাওয়ার্ড।

প্রসঙ্গত, সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটির নির্মাতা রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা। তবে এর আগে তিনি অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করেছেন। ২০১৫ সাল থেকে পরিচালনা শুরু করেন। এরপর নির্মাণ করেছেন দুই শতাধিকেরও বেশি বিজ্ঞাপন। এর আগে তিনি জনপ্রিয় প্রোডাকশন হাউজ হাফ স্টপ ডাউনে কাজ করতেন। ২০১৮ সালে তিনি নিজেই প্রোডাকশন হাউজ খুলেন, যার নাম ‘টোস্টার প্রোডাকশন’। প্রচারবিমুখ এই নির্মাতার বহু কাজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

রনি ভৌমিক পরিচালিত সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন রায়হান খান। টফি নিবেদিত এই ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।

আরো পড়ুনঃ
‘মিশন এক্সট্রিম’র ইরাঃ প্রথম সিনেমায় প্রশংসিত নবাগত সাদিয়া নাবিলা
আবারো নতুন লুকে সবাইকে চমকে দিলেন সুপারস্টার শাকিব খান
প্রশংসিত ‘শান’ সিনেমার ট্রেলার: অ্যাকশন অবতারে হাজির সিয়াম আহমেদ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d