রোজিনার পর শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন লড়াকু নায়ক রুবেল

শিল্পী সমিতি থেকে পদত্যাগ

শিল্পী সমিতি থেকে পদত্যাগ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিতর্ক শেষ হওয়ার নামই নিচ্ছে না। সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। ঘটনা গড়িয়েছে আইনি লড়াই পর্যন্ত। ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। তিনি কার্যকরী সদস্য হিসেবে এবারের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। জানা গেছে রোজিনার পর শিল্পী সমিতি থেকে এবার পদত্যাগ করছেন ঢাকাই সিনেমার লড়াকু নায়ক রুবেল।

আজ বৃহস্পতিবার মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি রুবেলও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন গণমাধ্যমকে। এই পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে দেখতে চান লড়াকু নায়ক রুবেল। এ প্রসঙ্গে গণমাধ্যমকে রুবেল জানান, নিজের ব্যস্ততার কারণে পদত্যাগ করছেন। আগামী দুই দিনের মধ্যে পদত্যাগপত্র শিল্পী সমিতি বরাবর পাঠাবেন বলেও জানিয়েছেন এই নায়ক।

শিল্পী সমিতি থেকে পদত্যাগ প্রসঙ্গে রুবেল বলেন, ‘কোনো কাজ করতে না পারলে পদ আটকে রেখে লাভ কী? সেটা ঠিক হবে না। আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে দিতে চাই। তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। সে কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরে সঙ্গী ছিল। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে। ইলিয়াস কাঞ্চন ভাই আছেন। সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে ভালো কিছু হবে।’

এছাড়া সমিতির সাধারণ সম্পাদকের পদ চলমান বিতর্ক নিয়ে এই ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কাম্য নয়। সামান্য একটা পদের জন্য কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, দলাদলি হচ্ছে। এগুলো ভালো লাগছে না। আমি সারাজীবন দলাদলির বাইরে থেকে আমার মতো করে কাজ করেছি। শেষ সময়ে এসে এগুলোতে নিজেকে যুক্ত রাখতে চাই না। যা পেয়েছি এই ভালোবাসা নিয়েই সরে যেতে চাই।’

এবারের নির্বাচনের মতো এমন নোংরামি কোনো দিনও দেখেননি উল্লেখ করে রুবেল বলেন, ‘যে কোনো অবস্থান থেকে আমি সবার স্বার্থে সব সময় আছি। কিন্তু এখন যে হারে কাদা ছোড়াছুড়ি হচ্ছে এসব বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সারা দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করে। আমি হাসাহাসির পাত্র হতে চাই না। এসব অবস্থায় আমি চেষ্টা করব এফডিসিতে আর পা না দিতে।’

এর আগে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছিলো ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র পাঠিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সূত্রে জানা গেছে, ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর কথা বলা হলেও তাদের হাতে এখনও পদত্যাগপত্র পৌঁছেনি। এমন অবস্থায় রোজিনার পদত্যাগপত্র যদি জমা না পড়ে, তাহলে শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুসারে রোজিনার পদ বহাল থাকবে।

প্রসঙ্গত, গত ২৮শে জানুয়ারিতে অনুষ্ঠিত ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন রোজিনা। ১৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এই অভিনেত্রী। অন্যদিকে মিশা-জায়েদ পরিষদ থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অ্যাকশন তারকা রুবেল।

আরো পড়ুনঃ
চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে বাংলাদেশ চলচ্চিত্রের ১৮ সংগঠন
শিল্পী সমিতির কার্যালয়ে ঝুলছে নতুন তালাঃ বদলে গেছে চেয়ার
নির্বাচন নিয়ে অভিযোগঃ নিপুণের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন জায়েদ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d