লকডাউনে আটকে গেলো শাকিব খান এবং বুবলীর নতুন সিনেমা

লকডাউনে আটকে গেলো

গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিলো শাকিব-বুবলী জুটির ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার দৃশুধারনের কাজ। জানা গেছে বৃষ্টির মধ্যে প্রতিকূল পরিবেশেও এগিয়ে যাচ্ছিলো সিনেমাটির কাজ। নির্মাতাদের ইচ্ছে ছিলো বাকী অংশের দৃশ্যধারন শেষ করে আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির। কিন্তু জানা গেছে সিনেমার শুটিং প্রায় ৭০ ভাগ শেষ হলে আবারো অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমাটির কাজ। নির্মাতা সূত্রে জানা গেছে লকডাউনে আটকে গেলো শাকিব খান এবং বুবলীর সিনেমাটির বাকী কাজ।

সিনেমাটির নির্মাতা তপু খান জানিয়েছেন শুটিংয়ের সব প্রস্তুতি থাকা স্বত্বেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সিনেমার বাকি অংশের শুটিং অনিশ্চিত হয়ে পড়েছে। এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে তিনি বলেব, ‘সর্বশেষ এফডিসিতে শুটিং করেছি। শাকিব ভাই নিজেই চাচ্ছিলেন দ্রুত কাজ শেষ করতে। কিন্তু চলমান পরিস্থিতিতে কাজ করা কতটুকু সম্ভব হবে বুঝতে পারছি না। যদিও শুটিং বন্ধের কোনো নির্দেশনা আমরা এখনও পাইনি।’

নির্মাতা সূত্রে জানা গেছে আগামী ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে সিনেমাটির কাজ। তবে লকডাউনের কারনে প্রেক্ষাগৃহ বন্ধের সম্ভাবনার কারনে দেখা গেছে সেই অনিশ্চয়তাও। এ প্রসঙ্গে নির্মাতা তপু খান আরো বলেন, ‘সিনেমা হল যদি বন্ধ থাকে তাহলে সেটি আর সম্ভব হবে না। তারপরও আমরা কাজটি শেষ করে রাখতে চাচ্ছি।’

উল্লেখ্য যে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক ঘোষনা দেন নির্মাতারা। তপু খান পরিচালিত সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান এবং তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। নির্মাতা সূত্রে জানা গেছে শাকিব খান-বুবলী ছাড়াও আরও অনেকে অভিনয় করবেন এই সিনেমায়।

আরো পড়ুনঃ
শেষ হচ্ছে শাকিব-বুবলী জুটির ‘লিডার’: আগামী ঈদে শুভমুক্তি
শুরু হলো শাকিব এবং বুবলী অভিনীত ‘লিডার’: কোরবানির ঈদে মুক্তি
‘লিডার’ রুপে সুপারস্টার শাকিব খানের এক ঝলক!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d