একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা মৌ খান। জানা গেছে বর্তমানে চিত্রনায়িকা মৌ খানের পাঁচ সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। এর মধ্যে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত তিনটি সিনেমা রয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাগুলো হচ্ছে ‘মানুষ কেন অমানুষ’, ‘যেমন জামাই তেমন বউ’ এবং ‘বাংলার হারকিউলিস’। সিনেমাগুলোর দৃশ্যধারন শেষ হয়েছে আগেই আর সম্প্রতি শেষ করলেন সিনেমাগুলোর ডাবিং।
এই তিনটি সিনেমাতেই মৌ খান অভিনয় করেছেন ডিপজলের বিপরীতে। সিনেমাগুলো প্রসঙ্গে চিত্রনায়িকা মৌ খান বলেন, ‘পর পর তিনটি ছবির কাজ শেষ করলাম। তিনটি ছবিই পারিবারিক গল্পে তৈরি হয়েছে। রোমান্স, অ্যাকশন, থ্রিলার সবই আছে ছবিগুলোতে। গুণী পরিচালক ও প্রযোজকদের সঙ্গে এখানে কাজ করেছি। আমার সহশিল্পীরাও বেশ সহায়তা করেছেন কাজের ক্ষেত্রে। এ ছবিগুলোর টানা শুটিং হয়েছে। সম্প্রতি ডাবিং শেষ করেছি।‘
শুরু হলো মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত এবং মনতাজুর রহমান আকবর নতুন সিনেমা ‘মানুষ কেন অমানুষ’ এর শুটিং। অমি বনি কথা চিত্রের ব্যানারে নির্মিতব্য এই সিনেমায় অভিনয় করছেন জয় চৌধুরী, নায়িকা মৌ খান এবং ডিপজল সহ আরো অনেকে।#Bangla_Cinema #Dhallywood #ঢালিউড #ফিল্মীমাইক #Filmymike pic.twitter.com/jSvTUtuprr
— FilmyMike.com (@FilmyMikeBD) January 15, 2021
এদিকে এই তিনটি সিনেমা ছাড়াও মৌ খান অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে শফিক হাসানের ‘বাহাদুরি’ এবং সুজন বড়ুয়ার ‘বান্ধব’। এ ছাড়া তার হাতে রয়েছে শাহিন সুমনের ওয়েব সিরিজ ‘মাফিয়া’। নতুন সিনেমার খবর না আসলেও লকডাউনে নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে মৌ খান আরো বলেন, ‘ ডিপজল ভাইয়ের তিনটি সিনেমার কাজ শেষ করে এখন বাসায় আছি। এদিকে নতুন সিনেমার জন্য প্রস্তাব পাচ্ছি। নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। কিছুদিনের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিলো কিন্তু সরকারি বিধি নিষেধের জন্য আপাতত শুটিং হবে না। আগে জীবন পরে জীবিকা।‘
নতুন কাজের ব্যাপারে তিনি আরো বলেন, ‘বেশকিছু কাজের কথা চলছে। তবে এখনো পাকাপাকি হয়নি। একটু ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় থাকি। সেরকম ছবিতেই সামনে কাজ করতে চাই। যে তিনটির কাজ শেষ করলাম সেগুলোও গতানুগতিক ধারার বাইরের চরিত্র। আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তাই পরিশ্রমও করেছি। কাজ করে আলাদা তৃপ্তি পেয়েছি।‘
আরো পড়ুনঃ
বাংলার হারকিউলিস ডিপজল: সাথে আছেন নাদিম-মৌ
শেষ হলো জয় চৌধুরীর নতুন সিনেমা ‘মানুষ কেন অমানুষ’ এর চিত্রায়ন
দুই নায়িকাকে নিয়ে শুরু হলো ডিপজলের নতুন সিনেমা ‘ঘর ভাঙা সংসার’