চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা অর্জন করার কারনে দেশীয় সিনেমায় সুবাতাস বইছে। মাল্টিপ্লেক্স সহ দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ঢাকাই সিনেমার নির্মাতাদের। সিনেমার এই জোয়ার ধরে রাখার জন্য প্রয়োজন ভালো মানের সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার মুক্তির মিছিলে যোগ হচ্ছে ‘রাগী’ সিনেমাটি। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। টিজারটি প্রকাশের পর মিজানুর রহমান মিজানের নতুন সিনেমা ‘রাগী’ নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের প্রত্যাশা বেড়েছে বলে জানা গেছে।
এছাড়া সিনেমাটি সেন্সর বোর্ড সদস্যদের প্রশংসা কুড়িয়েছে। দর্শকদের কাছে সিনেমাটির গ্রহণযোগ্যতা নিয়ে পরিচালক মিজানুর রহমানও ব্যাপক আশাবাদী। এ প্রসঙ্গে এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘পরিচালক হিসেবে অনেক কিছুই মাথায় রাখতে হয়। সিনেমাটির মূল চরিত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন এ নিয়ে প্রচুর ভাবতে হয়েছে। বিশেষ করে নায়ক নির্বাচনে।‘ সবকিছু বিবেচনায় ‘রাগী’ সিনেমার জন্য আবির চৌধুরীকে নায়ক হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানান এই নির্মাতা।
সব শ্রেণীর দর্শকদের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মান করে হয়েছে উল্লেখ করে মিজান আরো বলেন, ‘আমাদের সিনেমাটি সকল ক্লাসের উপযোগী করেই বানানো। তাই সিনেমা হল মালিকরাই নন, সিনেপ্লেক্স কর্তৃপক্ষও যোগাযোগ করছেন।‘দুই-তিন দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ‘একজন নির্মাতা হিসেবে কেবল চেষ্টা করেছি দর্শক যেন বিনোদিত হতে পারে। গাটের পয়সা যেন উসুল হয়। দর্শক বিনোদিত হলেই আমরা রাগী টিম স্বার্থক।‘
এদিকে সিনেমাটির টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে প্রেক্ষগৃহ মালিকদের প্রত্যাশাও অনেক। মিজানুর রহমান মিজানের নতুন সিনেমা ‘রাগী’ সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যাক্ত করে বগুড়ার মধুবনের কর্ণধার রোকুনুজ্জামান ইউনূস বলেন, ‘রুচির পরিবর্তন না হলে দর্শক বিরক্ত হয়। সে পরিবর্তনে রাগী বিশেষ ভূমিকা রাখবে। দারুন টিজার। নতুন ডায়মেনশন রয়েছে। দর্শক বিনোদনের খোরাক আছে।‘ একই মতামত প্রকাশ করেছেন দেশের আরো বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের মালিকরা।
সিনেমাটির টিজার নিয়ে নিউ গুলশান সিনেমার কর্ণধার আমির হামযা বলেন, ‘অসাধারণ এক টিজার দেখলাম। নায়কের অ্যাকশন লুকটা একেবারেই গতানুগতিক অ্যাকশন লুক থেকে ভিন্ন। এ জাতীয় সিনেমার চাহিদা আমার হলে রয়েছে আর সে কারণেই সিনেমাটি নিতে মুখিয়ে আছি।‘ এছাড়া মুন্সীগঞ্জের পান্না সিনেমার কর্ণধার আসগর হোসেন বলেন, ‘টিজারের আগে থেকেই অ্যাকশনধর্মী সিনেমা হিসেবে রাগী-এর আওয়াজ ছিলো। টিজার দেখে মনে হয়েছে বিনোদনের ষোলকলা পূর্ণতা পাবে।‘
অন্যদিকে নিজের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের জন্য মুখিয়ে আছেন বলে একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন মাধবদীর চালাকচরের রুনা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মানিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে অ্যাকশনধর্মী সিনেমার প্রচুর দর্শক। অনেকদিন ধরেই অ্যাকশনের নামে ফালতু কিছু ছবি হচ্ছে, যা দেখে দর্শক প্রতারিত। যতদূর খবর নিয়ে দেখেছি রাগী অ্যাকশন দিয়ে বিনোদনের চিত্র বদলে দেওয়ার মতো করে বানানো। টিজারে নায়কের লুকটা মনে ধরেছে।‘
মিজানুর রহমান মিজানের নতুন সিনেমা ‘রাগী’তে আবির চৌধুরীর পাশাপাশি খলচরিত্রে অভিনয় করতে দেখা যাবে মুনমুনকে। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়নসহ অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বিডিস্ক্রিন প্রযোজিত ‘রাগী’ সিনেমাটি।
আরো পড়ুনঃ
দ্বিতীয় সপ্তাহে নতুন করে ১০ প্রেক্ষাগৃহে দীপনের ‘অপারেশন সুন্দরবন’
‘বিউটি সার্কাস’ নিয়ে দর্শকদের পছন্দ প্রসঙ্গে আত্মবিশ্বাসী জয়া আহসান
মুক্তি পাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে সাইমন ও মাহি জুটির সিনেমা ‘লাইভ’