প্রস্তুত রাসেলঃ ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং

মাসুদ রানা রূপে রাসেল রানা

মাসুদ রানা চরিত্রে রাসেল রানা আর শীগ্রই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুরু হবে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং। বইয়ে অ্যাডভেঞ্চার পড়ে শিহরিত হওয়া ও রোমাঞ্চ অনুভব করা কিশোর, তরুণ থেকে সব বয়সীদের জন্য তৈরি হচ্ছে মাসুদ রানা সিনেমা।

জনপ্রিয় কথা সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মান করছে নতুন সিনেমা। আর সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন রাসেল রানা। মাসুদ রানাকে খুঁজে বের করার জন্য জাজ মাল্টিমিডিয়া শুরু হয় ‘কে হবেন মাসুদ রানা’ নামে রিয়েলিটি শো এর। আর এই শোতে শীর্ষ স্থান অর্জনকারী হয়েই মাসুদ রানা চরিত্রের জন্য নির্বাচিত হন রাসেল রানা।

অনেক অপেক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সিনেমাটির চিত্রায়ন। একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। এ প্রসঙ্গে উক্ত অনলাইন পত্রিকার সাথে আলাপকালে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘প্রস্তুতি সম্পন্ন। ২০ ফেব্রুয়ারি শুটিং শুরু হবে। তবে কোথায় শুরু হচ্ছে সে বিষয়ে বলা নিষেধ আছে। প্রতিশ্রুতি দিচ্ছি, দর্শকদের কাছে বইয়ের পাতার মাসুদ রানাকে পর্দায় তুলে ধরার পূর্ণ চেষ্টা করবো।’

এদিকে সিনেমাটির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন রাসেল রানা। এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে রাসেল রানা বলেন, ‘প্রস্তুতি তো গত বছর থেকে। শুটিংও শুরু হওয়ার কথা ছিলো গত বছরের ডিসেম্বরে। কিন্তু করোনার কারণে তো সবই বন্ধ। শুটিং তাই শুরু হয়নি। ফলে বছরের শুরুতে জানানো হয় ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে। তখন থেকেই আবার কঠিন প্রস্তুতি নেয়া শুরু করি।’

সিনেমাটির জন্য শারীরিক ট্রান্সফরমেশনের পাশাপাশি রাসেল রানা কলকাতা থেকে অভিনয়ের কোর্স করেছেন বলেও জানা গেছে। বেণী বোস নামে থিয়েটারের একজন শিক্ষকের কাছ থেকে অভিনয়ের প্রাথমিক জিনিসগুলো শিখেছেন। অভিনয়ের জন্য রিলাক্স, এক্সপ্রেশনের খেলা, কেউ কান্না করলে পাশ থেকে নিজের উপর কতোটা প্রভাব ফেলতে পারে এমন আরও অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন মাসুদ রানা।

মাসুদ রানাকে নিজের স্বপ্নের চরিত্র উল্লেখ করে তিনি আরো বলেন, ‘কৈশোরে যারা মাসুদ রানা পড়েছেন তারাই নিজের মধ্যে মাসুদ রানাকে ধারণ করেন। মাসুদ রানার মতো একজন হওয়ার চেষ্টা থাকতো তাদের মধ্যে। সেই চরিত্রটি পর্দায় প্লে করছি, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ।’ সমালোচনার কথা মাথায় রেখেই নিজের সেরাটা দেয়ার কথা বলেন রাসেল। তিনি আরো বলেন, ‘জানিনা কতটা কি করতে পারবো। তবে ১০০ ভাগ চেষ্টা করবো। তারপরও হয়তো অনেকের মনের মতো হবে না। অনেকে সমালোচনা করবে। সব কিছু নিয়েই মাসুদ রানা নিয়ে প্রস্তুতি নেওয়া। আশা করি সবার পূর্ণ সমর্থন পাবো।’

আরো পড়ুনঃ
কবে শুরু হচ্ছে ‘মাসুদ রানা’? জানালেন পরিচালক নিজেই
ঢালিউড ২০২১: যে সিনেমা গুলো দিয়ে শুরু হলো নতুন বছরের সিনেমার যাত্রা

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d