‘বুবুজান’ মাহিয়া মাহি: আর শান্তর বিপরীতে থাকছেন নিশাত সালওয়া

'বুবুজান' মাহিয়া মাহি

গত বছর ডিসেম্বরে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া ঘোষনা করেছিলো নারী নির্যাতন নিয়ে সিনেমা ‘বুবুজান’ নির্মানের। ঘোষনার সাথে সিনেমাটির ফার্ষ্ট লুক পোষ্টারও প্রকাশ করেছিলো শাপলা মিডিয়া। শান্ত খান অভিনীত সিনেমাটির পরিচালক হিসেবে আছেন শামীম আহমেদ রনী। তবে ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটি নিয়ে বিতর্ক। জানা গিয়েছিলো পূর্ণিমা রাণী শীলের সহিংসতার শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। তবে পূর্ণিমা রাণী শীল জানিয়েছেন এব্যাপারে কিছু জানেন না তিনি।

এদিকে নতুন খবর অনুযায়ী সিনেমাটির নাম ভূমিকা ‘বুবুজান’ চরিত্রে অভিনয় করবেন মাহিয়া মাহি। নারী নির্যাতনের প্রতিবাদ স্বরূপ নির্মিতব্য সিনেমাটির ট্যাগ লাইন ‘স্টপ ভায়োলেন্স এগেইনস্ট ওমেন’। জানা গেছে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে সিনেমাটির চিত্রায়ন।

সিনেমাটি প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে শান্ত খান বলেন, ‘বুবুজান সিনেমার কনসেপ্ট নিয়ে দীর্ঘদিন রনী ভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে। নতুন করে তিনি আবার গল্প সাজাচ্ছেন। নায়কোচিত কোনো ব্যপার নয়, বরং অভিনয় দিয়ে স্ক্রিনে টিকে থাকতে হবে। আমার বিপরীতে থাকছে সালওয়া। তার সঙ্গে আলাপে মনে হয়েছে সে ভালো কাজের পাগল।’

অন্যদিকে সিনেমাটিতে শান্ত খানের বিপরীতে অভিনয় করছেন নিশাত নাওয়ার সালওয়া। তিনটি গ্ল্যামার নির্ভর সিনেমার পর এবার গল্প নির্ভর কাজ করতে যাচ্ছেন উল্লেখ করে সালওয়া বলেন, ‘বুবুজান এর গল্পটা শুনে মনে হয়েছে পরিকল্পনা মতো স্ক্রিনে হাজির হতে পারলেই একেবারে ভিন্ন কিছু হবে। যদি কাজটি ঠিকভাবে হয়, তবে নারী নির্যাতনের বিপক্ষে সিনেমাটি শক্ত হাতিয়ার ও প্রতিবাদ হিসেবে গণ্য হবে।’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত