দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে শিল্পী সমিতি নিয়ে বিস্ফোরক চিত্রনায়িকা পপি

বিস্ফোরক চিত্রনায়িকা পপি

বিস্ফোরক চিত্রনায়িকা পপি

দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ ঢাকাই সিনেমার একসময়ের নন্দিত চিত্রনায়িকা পপি। কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পপির ঘনিষ্ঠরাও তার খোঁজ জানাতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় ছিলেন না। অবশেষে নিজে থেকেই সবার সামনে এসেছেন পপি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে পপি একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে সমিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিও বার্তায় তিনি শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রতি সমর্থন জানান। সেখানে তিনি বলেন, ‘আশা করি যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আর এই করোনার মধ্যে সুস্থ থাকাটা জরুরি। সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই একুশে পদকসহ একাধিক পদকপ্রাপ্ত ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের একক পৃষ্ঠপোষক, জনগণের কাছে পরীক্ষিত সৈনিক ইলিয়াস কাঞ্চন, যিনি একজন সফল অভিনেতা-প্রযোজক ও পরিচালক। সঙ্গে আছেন আমার বোন নিপুণ, যার মনটা অনেক বড়। আরও আছেন আমার বন্ধু, আমার কলিগ, আমার হিরো রিয়াজ।’

দীর্ঘদিন পর প্রকাশ্যে আসা প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘দীর্ঘ ২৬ বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করেছি। দেশে-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য অনেক কাজ করেছি। তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের অনেকের প্রশ্ন, আমি কোথায়? আমি আছি, আছি আপনাদের মাঝে। হয়তো ভাগ্যে থাকলে ফিরবো আবারও কাজে।’

এছাড়া নিজেকে ভিকটিম দাবি করে পপি আরো বলেন, ‘বর্তমান সমিতির একটিমাত্র ব্যক্তির কারণে, তার পলিটিক্স, তার নোংরামি এবং অনেক রকমের অপকর্মে অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, আমাদের সকলকে ব্যবহার করা হয়েছে। আমাদের কাঁধে বন্দুক রেখে সে এই চেয়ারটিতে বসেছে এবং বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে, যেখানে আমি বা আমরা সায় দিইনি। যার কারণে আজকে আমি ভিকটিম। আমাকে বারবার অপমানিত হতে হয়েছে।’

আবারো ক্যামেরার সামনে দাঁড়ানোর আশাবাদ জানিয়ে জাতীয় পুরষ্কার জয়ী এই অভিনেত্রী বলেন, ‘আমার সদস্য পদ বাতিলের চিঠিটি এখনও আছে। আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে, এই নোংরা পরিবেশ থেকে। যদি পরিবেশ কখনও ভালো হয় তবে ফিরবো। এই নোংরা মানুষগুলো যদি সরে যায় তখনই ইন্ডাস্ট্রিতে কাজ করবো।’ পাশাপাশি চলচ্চিত্র বাঁচাতে সঠিক মানুষ পছন্দ করে ভোট দেয়ার অনুরোধ করেন সবাইকে।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাস থেকে নিখোঁজ পপি। এরমধ্যে বিয়ে ও সন্তান হওয়ার খবর মিললেও তার কোনও সত্যতা এখনও মেলেনি। অবশেষে আত্মগোপনে যাওয়ার প্রায় এক বছরের মাথায় এই ভিডিওর মাধ্যমে পাওয়া গেলো এই নায়িকাকে। নব্বইয়ের দশকের জনপ্রিয় পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষিক্ত হয়েছিলেন পপি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানি।

আরো পড়ুনঃ
শিল্পীদের সদস্যপদ বাতিল প্রশ্নে জায়েদ খানের সমালোচনায় আলমগীর
জায়েদ খানকে বিয়ের পরামর্শ দিলেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d