নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষিক্ত হয়েছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এরপর একই পরিচালকের ‘পোড়ামন’ সিনেমা দিয়ে সবার নজরে আসেন এই তারকা। এরপর ৮ বছর আর একসাথে কাজ করা হয়নি এই দুইজনের।
দীর্ঘ আট বছরের অপেক্ষার পর অবশেষে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রাজু এবং সাইমন। নাম ঠিক না হওয়া এই সিনেমাটি প্রযোজনা করছে আলোচিত প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। তবে সিনেমাতে সাইমনের বিপরীতে কে অভিনয় করছেন তা এখনও জানা যায়নি।
সিনেমাটি প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে সাইমন সাদিক বলেন, ‘আমার ওস্তাদের সঙ্গে আবারও ছবিতে কাজ করার অপেক্ষায় ছিলাম। এবার সেই সুযোগটি পেলাম। অবশেষে একসঙ্গে কাজের আর্তনাদের অবসান হলো, ‘আর্তনাদ’ চলচ্চিত্রের মাধ্যমে। আমার ওস্তাদ জাকির হোসেন স্যারের চলচ্চিত্রে দীর্ঘ ৮ বছর পর চুক্তিবদ্ধ হলাম, আলহামদুলিল্লাহ্’।
আরো পড়ুনঃ
শাপলা মিডিয়ার তিন সিনেমায় অভিনয় করছেন কায়েস আরজু
১০০ সিনেমা এবং শাকিব খান সম্পর্কে কি বললেন নির্মাতা ঝন্টু
বাবার ১০০ সিনেমার একটিতেও নেই শান্ত খান: কারন জানালেন নিজেই
একসঙ্গে শাপলা মিডিয়ার ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা!