ঢালিউডের সর্বাধিক সিনেমায় একসাথে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং মিশা সওদাগর। নায়ক-ভিলেন হিসেবে হিসেবে এই জুটিকে শতাধিক সিনেমায় দেখা গেছে। গত কয়েক বছর ধরে শিল্পী সমিত এবং বিভিন্ন বিষয়ে সৃষ্ট বৈরী পরিবেশের কারনে এই দুই অভিনেতার মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল! অনেকেই ধারনা করেছিলেন নতুন করে পর্দায় আর একাসাথে দেখা যাবে না কাঙ্ক্ষিত এই জুটিকে। অবশেষে সেই ধারণা ভুল প্রমাণ করে নতুন সিনেমায় আবারো শাকিব খানের মুখোমুখি হচ্ছেন মিশা সওদাগর।
জানা গেছে শাকিব খানের নির্মানাধীন ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিশা সওদাগর। সিনেমাটির কাজে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সময়ের জনপ্রিয় এই খলনায়ক। আর সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতিমধ্যে এ অভিনেতাকে চুক্তিবদ্ধ করেছেন পরিচালক তপু খান। সবকিছু ঠিক থাকলে বুধবার (২২শে সেপ্টেম্বর) থেকেই ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার দৃশ্যধারন শুরু করছেন মিশা সওদাগর।
নতুন সিনেমায় আবারো শাকিব খানের মুখোমুখি হওয়া প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে মিশা সওদাগর বলেন, ‘সিনেমাকে ভালোবাসি বলে একটি ভালো সিনেমার সঙ্গে থাকতে চাই বলেই আমেরিকায় গিয়ে সাতদিনের মধ্যে আবার ফিরে এসেছি। অনেকদিন পর শাকিবের সঙ্গে আবার অনস্ক্রিনে আসছি।‘
এর আগে একটি আলাপচারিতায় শাকিব খানের সাথে অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শাকিব আমি সিনেমায় থাকলে দর্শক নায়িকা খোঁজে না। অভিনয়ে কাউন্টার লাগে। পরস্পরকে আমরা ভালো বুঝি। বিগত দুই দশকে ইন্ডাস্ট্রি নায়ক-ভিলেনের জুটি হিসেবে আমাদের পেয়েছে। মানুষ কাজের সময় আরাম চায়। আমি শাকিবের সঙ্গে কাজ করে আরাম পাই, আমার বিশ্বাস সেও পায়।‘
প্রসঙ্গত, শাকিব খান এবং মিশা সওদাগরকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘বীর’ সিনেমায়। কয়েক বছরের লম্বা বিরতির পর আবারো জনপ্রিয় এ নায়ক-ভিলেনকে পর্দায় মুখোমুখি হতে দেখা যাবে। এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা তপু খান বলেন, ‘মিশা ভাই খল চরিত্রে অভিনয় করবেন। তবে গতানুগতিক খলনায়ক নয়।‘
উল্লেখ্য যে, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। সিয়াম নাছের, ফখরুল বাশার, মিলি বাশার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ একেবারে শেষের দিকে রয়েছে।
আরো পড়ুনঃ
শুটিংয়ে ফিরছেন সুপারস্টার শাকিব খানঃ শেষ হচ্ছে ‘লিডার আমিই বাংলাদেশ’
শেষ হচ্ছে শাকিব-বুবলী জুটির ‘লিডার’: আগামী ঈদে শুভমুক্তি
শুরু হলো শাকিব এবং বুবলী অভিনীত ‘লিডার’: কোরবানির ঈদে মুক্তি