দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ এর পোস্টারঃ শঙ্কায় ‘ওরা ৭ জন’ নির্মাতা

দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’

বাংলাদেশে বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’ এর মুক্তি নিয়ে বেশ কয়েকদিন থেকেই চলছে জোর আলোচনা। গত ২৪শে ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। জানা গেছে ‘ভাষার মাস’ তাই ফেব্রুয়ারিতে হিন্দি সিনেমা মুক্তি না দেয়ার যুক্তিতে ‘পাঠান’ মুক্তির অনুমতি পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও আগামী ৩রা মার্চ সিনেমাটি মুক্তির ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন দেশীয় প্রেক্ষাগৃহ মালিকরা। তাই ইতিমধ্যে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ এর পোস্টার ঝুলতে দেখা গেছে।

এদিকে ৩রা মার্চ মুক্তি পাচ্ছে খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। একই দিনে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমাটির মুক্তির সম্ভাবনায় শঙ্কায় আছেন ‘ওরা ৭ জন’ নির্মাতা। জানা গেছে মুক্তির আর মাত্র কয়েকদিন বাকী থাকলেও ‘পাঠান’ মুক্তির কারনে প্রেক্ষাগৃহ বুকিং পেতে মারাত্মক বেগ পেতে হচ্ছে ‘ওরা ৭ জন’ নির্মাতাকে! দেশের সবগুলো মাল্টিপ্লেক্স এবং বড় একক স্ক্রিনের প্রেক্ষাগৃহে প্রাধান্য পাচ্ছে ‘পাঠান’ সিনেমাটি। ইতিমধ্যে ঢাকার বাইরের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমার পোস্টার ঝুলতে দেখা গেছে।

দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তির সম্ভাবনায় ‘ওরা ৭ জন’ সিনেমার জন্য প্রেক্ষাগৃহ বুকিং নিয়ে প্রতিবন্ধকতা প্রসঙ্গে খিজির হায়াত খান বলেন, পাঠান-এর কারণে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে ওরা ৭জন নিতে চাচ্ছে না। মুক্তির পাঁচদিন বাকি থাকলেও এখনও হল পাইনি। পাঠান এলে সিনেপ্লেক্সে হয়তো শো পাবো না, সিঙ্গেল স্ক্রিনেও আমাদের ছবি দেখাতে পারবো না, তাহলে আমরা কী করবো?’ বাধ্য হয়ে স্বাধীনতার মাস মার্চে যেন হিন্দি ছবি মুক্তি না পায় সেজন্য প্রধানমন্ত্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খোলা বার্তা’ দিয়েছেন খিজির হায়াত খান।

উক্ত বার্তায় নির্মাতা অনুরোধ করেছেন, স্বাধীনতার মাসে যেনো বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি আটকাতে ব্যবস্থা নেয়া হয়। খিজির হায়াত খান আরো বলেন, ‘সিনেমা হল বাঁচলে বাংলা চলচ্চিত্র বাঁচবে এই দাবিটি ভ্রান্ত ও উদ্দেশ্য প্রণোদিত। আগাম বার্তা ছাড়াই পাঠান মুক্তি দিলে হল বাঁচবে না, দেশের কোনো ফায়দা হবে না। কিছু অসাধু ব্যবসায়ী ও দেশ বিরোধী মানুষ অর্থ কামাতে পারবে। কিন্তু আমরা যারা বাংলা সিনেমা বানাচ্ছি তারা হেরে যাবো।‘ দেশের সংস্কৃতি বড় ক্ষতি যেন না হয় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন খিজির হায়াত খান।

তবে ৩রা মার্চ দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমাটির মুক্তি অনুমতি এখনো দেওয়া হয়নি বলে জানা গেছে। এ প্রসঙ্গে বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস বললেন, ‘এমন কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার যদি অনুমতি দেয় তাহলে হিন্দি সিনেমা চলবে। তবে আমাদের পক্ষ থেকে কোনো হলকে এই সিনেমা আসছে এমন নিশ্চয়তা দেইনি।’ একই কথা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। সংগঠনের পক্ষ্য থেকে প্রেক্ষাগৃহ মালিকদের কাছ এ ব্যাপারে কোন সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে তুমুল আগ্রহে আছেন দেশীয় প্রেক্ষাগৃহ মালিকরা। ইতিমধ্যে বেশ কিছু প্রেক্ষাগৃহ সিনেমাটি নিয়ে প্রচারণা শুরু করেছে। এর মধ্যে রয়েছে ময়ময়নসিংহে অবস্থিত ছায়াবাণী সিনেমা হল। সদরে অবস্থিত এই প্রেক্ষাগৃহে ইতিমধ্যে ঝুলছে ‘পাঠান’ সিনেমার পোস্টার। বড় অক্ষরে লেখা আগামী ৩ মার্চ শুভমুক্তি। জানা গেছে, সার্ভার নিয়ন্ত্রণে আছে এমন অল্প সংখ্যক সিঙ্গেল স্ক্রিনে ৩ মার্চ চলবে ‘পাঠান’! সেইসঙ্গে চলবে দেশের সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে। সার্ভার সংকট মিটিয়ে ১০ মার্চ থেকে বড় পরিসরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।

বাংলাদেশে ‘পাঠান’ সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা সংস্থা কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্ট। প্রথমে বেশ কয়েকটি সংগঠনের বিরোধীতার কারনে স্থগিত করা হয়েছিলো সিনেমাটির মুক্তি। এরপর বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ১৯টি সংগঠন দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা মুক্তিতে সম্মতি দিলে নতুন করে সম্ভাবান তৈরি হয়। ‘পাঠান’ ছাড়াও প্রেক্ষাগৃহ বাঁচাতে বছরে ১০টি হিন্দি মুক্তির বিষয়েও সম্মতি দেয় সংগঠনগুলো। ইতিমধ্যে সিনেমাটি আমদানির সকল প্রস্তুতি সম্পন্ন হলেও, সরকার থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য যে, দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত ২৫শে জানুয়ারি মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের ‘পাঠান’। পঞ্চম সপ্তাহান্ত শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১,০২০ কোটি রুপি। এছাড়া বলিউডের প্রথম সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির বেশী আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। দেশীয় প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি নিয়ে ঢাকাই সিনেমার দর্শক এবং প্রদর্শকরা খুবই উচ্ছ্বাসিত। এখন অপেক্ষা শুধু মুক্তির চূড়ান্ত অনুমতি।

আরো পড়ুনঃ
প্রেক্ষাগৃহ বাঁচাতে হিন্দি অথবা শাকিব খানের নতুন সিনেমা চান প্রদর্শকরা
প্রকাশ্যে টিজারঃ প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ দেখতে মাহিয়া মাহির আহ্বান
শাকিব খানের ‘প্রেমিক’ নিয়ে অনিশ্চয়তাঃ বাদ পড়ছেন নির্মাতা রায়হান রাফি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d