সেন্সরে যাচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’: আসছে ঈদে মুক্তি

দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’

‘ঢাকা অ্যাটাক’ এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ঢালিউড নির্মাতা দীপঙ্কর দীপন। এবার তিনি হাজির হচ্ছেন দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। সাইবার জগত এবং এর অপরাধের গল্প নিয়ে ‘অন্তর্জাল’ সিনেমার দৃশ্যধারন শেষ হয়েছে আগেই। বর্তমানে পোষ্ট প্রোডাকশনে রয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি। জানা গেছে আসছে ঈদুল আযহায় এর মুক্তি চূড়ান্ত করেছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়া হবে সিনেমাটি।

পরিচালক দীপন জানিয়েছেন, তার নির্মিত সিনেমাগুলোর মধ্যে ‘অন্তর্জাল’ সবচেয়ে কঠিন সিনেমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবসময় চেষ্টা করি আমার ছবিগুলো যেন টেকনিক্যালি রিচ থাকে এবং স্ট্যান্ডার্ড বজায় থাকে। ওটিটির কল্যাণে যখন বিশ্বের মানুষ দেখার পর ছবির মান নিয়ে কোনো প্রশ্ন না আসে।‘ এছাড়া সিনেমাটির চিত্রনাট্য এবং ভিএফএক্স প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এটি সাইবার থ্রিলার ছবি, তাই গুরুত্বপূর্ণ বিষয় ভিএফএক্স-এ দাঁড়িয়ে আছে। এতে ল্যাব, রোবটস, রোবটস ড্রোন, হলোগ্রাফি ক্যারেক্টার, পাহাড়ে আস্তানা এবং গল্পের পরতে পরতে নতুনত্ব আছে।‘

‘অন্তর্জাল’ সিনেমাটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপে দীপনের সাথে কাজ করছেন আশা জাহিদ এবং সাইফুল্লাহ রিয়াদ। আকর্ষনীয় গল্প এবং চিত্রনাট্যের সাথে দর্শকদের কাছে নতুন সংযোজন তুলে ধরাই একজন নির্মাতার কাজ বলে মনে করেন দীপংকর দীপন। এ বিষয়ে তিনি বলেন, ‘এই ছবিতে ভিজ্যুয়াল এবং সংলাপে দুটোর সঠিক কম্বিনেশন দেয়া হয়েছে। একেবারে তরুণ প্রজন্মের ছবি ‘অন্তর্জাল’। প্রতিটি সেক্টরে যত্নশীল হয়ে কাজ করেছি। রিসার্চ করতে গিয়ে দেখেছি আমাদের তরুণরা প্রোগ্রামিং নিয়ে সারাদেশে এতো চমৎকারভাবে কাজ করছে। এতে করে তারা অনেক বেশি আয় করছে।‘

দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’

এছাড়া সিনেমাটির চরিত্রগুলো মানানসই করতে এর অভিনেতা-অভিনেত্রীরা অনেক সময় দিয়েছেন বলেও জানিয়েছেন এই নির্মাতা। তাদের কাজে মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘মিম সাইবার সিকিউরিটি অফিসারের চরিত্র করার জন্য ১০দিন সেই অফিসে পড়ে ছিল। তারা সবকিছু রপ্ত করেছেন। সুনেরাহ রোবট বানানো শিখতে দীর্ঘদিন একটি ল্যাবে গিয়ে কাজ করেছে এবং সত্যিকারের একটি ল্যাবে গিয়ে শুটিং করি। সিয়াম রাজশাহী গিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখে শিখেছে। যার চরিত্র পোর্টে করেছে তার সঙ্গে মিশেছে। এবিএম সুমন সাইবার সিকিউরিটি অফিসারের মতো সিভিল পোশাকে স্ক্রিনে সবকিছু ডিল করেছে।‘

আগামী ঈদুল আযহায় সিনেমাটির মুক্তির কথা নিশ্চিত করেছেন দীপঙ্কর দীপন। ‘অন্তর্জাল’ সিনেমাটির ঈদে মুক্তি প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, ‘এটা সত্যি যে আমরা পর্দার জন্য যেটা বানাই সেটার টুয়েন্টি পারসেন্টও সিঙ্গেল স্ক্রিনে পৌঁছায় না। এমন সময় ফিল্ম বানাচ্ছি যেটা সিনেমা ইন্ডাস্ট্রির স্ট্রাগল পিরিয়ড। এটি ভাগ্য ছাড়া কিছু না। বর্তমানের হল সিস্টেম ভেবে এই ছবি বানাইনি। আমার ধারণা এই কাজগুলো রয়ে যাবে। ১০ বছর এই ছবি দেখলে টেকনিক্যালি ঠিকঠাক মনে হবে।‘

উল্লেখ্য যে, “আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা?”- এই মূলভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। মোশন পিপল স্টুডিও প্রযোজিত সিনেমাটিতে সার্বিক সহযোগিতায় রয়েছে স্পেলবাউন্ড লিও বার্নেট। আর দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন সহ আরো অনেকে।

আরো পড়ুনঃ
ঈদুল ফিতরে আসছে দীপনের ‘অন্তর্জাল’: মোশন পোস্টার উন্মোচন
শেষ হচ্ছে ‘অন্তর্জাল’: নতুন সিনেমা নিয়ে আকাশে উড়বেন দীপংকর দীপন
দীপংকর দীপনের ‘অন্তর্জাল’: লকডাউন শেষে শুরু হলো দৃশ্যধারনের কাজ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d