করোনা মহামারীর কারনে সরকার ঘোষিত লকডাউন শেষে আবারো কর্মচাঞ্চল্য ফিরছে ঢালিউডে। ইতিমধ্যে জানা গেছে বেশ কয়েকটি স্থগিত সিনেমা দৃশ্যধারন শুরু হচ্ছে নতুন করে। সেই সাথে আছে কিছু নতুন সিনেমার কাজ শুরুর প্রস্তুতি। লকডাউন শেষে কাজ শুরুর এই ধারাবাহিকতায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমাটি। জানা গেছে নিজের চতুর্থ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। আর সিনেমাটির দৃশ্যধারনে অংশ নিচ্ছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম এবং সুনেরাহ বিনতে কামাল।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অন্তর্জাল’ সিনেমার কাজ শুরুর ঘোষনা দিয়ে নির্মাতা দীপংকর দীপন লিখেন ‘আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘অন্তর্জাল’ সিনেমার প্রিন্সিপাল ফটোগ্রাফি। এর আগে বিভিন্ন সময়ে লুকও অন্যান্য টেকনিক্যাল বিষয়ে জন্য কিছু টেস্ট শুট হলেও আজ থেকে অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে আমার চতুর্থ সিনেমা ‘অন্তর্জাল’র শুটিং।’ চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে তিনি লিখেন, ‘আমরা ঠিকভাবে, সুস্থতা বজায় রেখে শুটিং শেষ করতে পারি। কারণ এই বছরের ডিসেম্বরেই সিনেমাটি আপনাদের সামনে নিয়ে আসার ইচ্ছা আমাদের।’
এদিকে সিনেমাটির দৃশ্যধারনের পরিকল্পনা প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত আমাদের শুটের পরিকল্পনা আছে। আজ শুটে অংশ নিয়েছেন সিয়াম, মিম, সুনেরাহ, এ বি এম সুমনসহ অনেকে। সবার দোয়া চাই যেন আমরা ঠিকভাবে, সুস্থতা বজায় রেখে শুট শেষ করতে পারি।’
“আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা”- এই মূলভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য লিখছেন পরিচালক দীপংকর দীপন। আর সিনেমাটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। মোশন পিপল স্টুডিও প্রযোজিত সিনেমাটির সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।
আরো পড়ুনঃ
দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় এবার যুক্ত হলেন এবিএম সুমন
‘অন্তর্জাল’ সিনেমায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হচ্ছেন বিদ্যা সিনহা মিম
‘অন্তর্জাল’ সিনেমায় সিয়ামের বিপরীতে ‘ন ডরাই’ খ্যাত তারকা সুনেরাহ