করোনার কারনে কার্যত স্থবির ছিলো ঢালিউডের সিনেমা ঘীরে ব্যস্ততা। গত বছরের মার্চ থেকে করোনার প্রাদুর্ভাবের পর মুক্তি পায়নি কোন সিনেমা। বছরের শেষে প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের অনুমতি সাপেক্ষে মুক্তি পেয়েছিলো কয়েকটি সিনেমা। সে ধারা অব্যাহত ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। এরমধ্যে নতুন করে প্রস্তুতি শুরু করেছিলেন নির্মাতারা। বেশ কয়েকটি সিনেমার দৃশ্যধারনের কাজও হয়েছে এর মধ্যে। ঈদকে সামনে রেখে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছিল কয়েকটি তারকা নির্ভর সিনেমা। কিন্তু নতুন করে করোনার প্রাদুর্ভাবের কারনে ঢালিউডের ঈদের সিনেমা মুক্তি নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা।
ঈদের সিনেমাকে ঘীরে দর্শকদের আগ্রহের কথা চিন্তা করে নির্মাতারা ঈদে মুক্তি দিতে চান বড় বাজেটের সিনেমা। গত বছর ঈদে মুক্তি দিতে না পারার কারনে এ বছর ঈদের সিনেমার তালিকাটাও বেশ লম্বা। ঈদে মুক্তির প্রত্যাশায় প্রস্তুত সিনেমাগুলোর মধ্যে ‘মিশন এক্সট্রিম’, ‘বিদ্রোহী’, ‘বিক্ষোভ’, ‘শান’ ‘অন্তরাত্মা’, ‘পরাণ’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, এবং ‘দিন: দ্য ডে’ উল্লেখযোগ্য। এছাড়া আরো কয়েকটি সিনেমার নামও শোনা যাচ্ছে ঈদে মুক্তি জন্য। তবে এইসব আয়জন আপাতত থমকে আছে করোনার কারনে। সিনেমাগুলোর মুক্তি নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা।
উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে ‘মিশন এক্সট্রিম’, ‘বিদ্রোহী’ এবং ‘শান’ সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা ছিলো গতবছর ঈদে। কিন্তু করোনার কারনে পিছিয়ে যায় মুক্তি। এরপর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে আবারো প্রস্তুতি শুরু করেন সিনেমাগুলোর নির্মাতারা। ‘মিশন এক্সট্রিম’ সিনেমার নির্মাতা সূত্রে জানা গেছে সবকিছু ঠিক থাকলে ট্রেলার প্রকাশ করে পুরোপুরি প্রচারে নামার প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু এর মধ্যে নতুন করে লকডাউনের কারনে তাঁরা থমকে গেছেন। এ প্রসঙ্গে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাথে আলাপকালে সিনেমাটির প্রযোজক ও পরিচালকদের একজন সানী সরোয়ার বলেন, ‘আমাদের সিনেমায় মাল্টি ইনভেস্টর আছেন। আমাদের বিনিয়োগও অনেক। উৎসব ছাড়া মুক্তি দেওয়া অর্থনৈতিক কারণে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় আমরা কী করব, সেই সিদ্ধান্ত এখনো নিইনি। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেব।’
এদিকে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ‘শান’ সিনেমার টিজার। সিয়াম আহমেদ এবং পূজা চেরি অভিনীত সিনেমাটির প্রতিও দর্শকদের আগ্রহ অনেক। কিন্তু একই অবস্থার মধ্যে আছেন এই সিনেমাটির নিরমাতারাও। ঈদে মুক্তির ঘোষণা দিলেও একই রকম অনিশ্চয়তায় আছে সিনেমাটির প্রযোজক আজাদ খান। তিনি জানান, কয়েকজন হল মালিক শান সিনেমাটি নিজেদের প্রেক্ষাগৃহে দেখানোর জন্য তার সঙ্গে কথা বলেছেন। তবে শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি পরিস্থিতি উপর নির্ভর করছে উল্লেখ করে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে তিনি বলেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করছে সব। আমরা প্রস্তুত আছি।’
এদিকে প্রতি ঈদেই শাকিব খান অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে বিগত ১৫ বছর ধরে। গত বছর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বিদ্রোহী’ ছাড়াও এবছর এ তালিকায় যুক্ত হয়েছে তার নতুন সিনেমা ‘অন্তরাত্না’। ঈদে মুক্তির লক্ষ্যে একটানা শুটিং করে সিনেমাটির নির্মাণ কাজও শেষ করেছেন এর নির্মাতা ওয়াজেদ আলী সুমন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিনেমাটির মুক্তি নিয়ে তাঁরা অনিশ্চয়তায় রয়েছেন নির্মাতারা।
অন্যদিকে শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমার সিনেমার প্রযোজক সেলিম খানের সূত্রে জানা গেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে ‘বিক্ষোভ’ সিনেমাটিও ঈদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ঈদে প্রেক্ষাগৃহ খোলা থাকলে এবং দর্শক সিনেমাটি দেখার পরিবেশ থাকলে মুক্তি পাবে সিনেমাগুলো। এ প্রসঙ্গে একটি জাতীয় দৈনিকের সাথে আলাপকালে সেলিম খান বলেন, ‘সিনেমাগুলো এবারও যদি মুক্তি না দিই, তাহলে পুরোনো হয়ে যাবে। সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ কমতে পারে। আমাদের বড় বাজেটের সিনেমা। দেরি করলেও সমস্যা, আবার উৎসব ছাড়া মুক্তি দিলেও আর্থিকভাবে প্রচুর লোকসান গুনতে হবে।’
এদিকে করোনা পরিস্থিতির কারনে সিনেমা প্রদর্শনের ব্যপারে প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যে তেমন কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ বলেন, ‘আমরা পিরিস্থিতি খেয়াল করছি। ঈদের সিনেমা চালানো নিয়ে তেমন কোনো আলোচনা বা পরামর্শ আমাদের মধ্যে হচ্ছে না।’ এছাড়া এ মুহূর্তে বন্ধ রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির কার্যক্রম। তবে প্রযোজক পরিবেশক সমিতি সূত্র জানিয়েছে, ঈদে সিনেমা মুক্তি দিতে চাইলে ঈদের কয়েকদিন আগে আবেদন করলেও সিনেমা মুক্তি দেয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত কতগুলো প্রেক্ষাগৃহ সিনেমা প্রদর্শনের জন্য তৈরি হবে সেই অনিশ্চয়তাই মুখ্য হয়ে উঠেছে।
আরো পড়ুনঃ
ঈদে মুক্তির আওয়াজ তোলা সিনেমাগুলো থেকে বেছে নিন আপনার পছন্দেটি
ঢালিউড ২০২১: যে সিনেমা গুলো দিয়ে শুরু হলো নতুন বছরের সিনেমার যাত্রা
ঢালিউড ২০২১: নতুন বছরে বক্স অফিস মাতাতে পারে যে সিনেমাগুলো