জাজ মাল্টিমিডিয়া থেকে ওয়েব সিরিজ নির্মানের ঘোষনা দিলেন আব্দুল আজিজ

জাজ মাল্টিমিডিয়া

করোনা মহামারীর কারনে প্রায় দুই বছর ধরে প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনী বন্ধ রয়েছে। সারা বিশ্বের মত একই অবস্থা বাংলাদেশেরও। গত বছরের শেষের দিকে কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও নতুন করে করোনা প্রাদুর্ভাবের কারনে স্থগিত রয়েছে সিনেমার মুক্তি। অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের মত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কয়েকটি সিনেমাও আটকে আছে করোনার কারনে। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না দিতে পারার কারনে নতুন করে সিনেমায় বিনিয়োগ করছেনা আলোচিত এই প্রযোজনা প্রতিষ্ঠান। তাই এবার জাজ মাল্টিমিডিয়া থেকে ওয়েব সিরিজ নির্মানের ঘোষনা দিলেন প্রতিষ্ঠানটির কর্নধার আব্দুল আজিজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া থেকে ওয়েব সিরিজ নির্মানের ঘোষনা দিয়ে একটি পোষ্ট করেন এই প্রযোজক। বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাগৃহের নাজুক অবস্থার কথা উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুকে করা পোষ্টে আব্দুল আজিজ লিখেন, ‘বর্তমানে করোনার কারণে বিশ্বব্যাপী সিনেমার ব্যবসার করুণ অবস্থা। বাংলাদেশে তার চিত্র আরও ভয়াবহ। জাজের সিনেমা না থাকার কারণে করোনার আগেই হল সংখ্যা ২৮৩ থেকে ১১০ এ নেমে এসেছিল। হল মালিকদের বক্তব্য ছিল, জাজ বছরে ৮-১০ সিনেমা তৈরি করতো সাথে শাকিব খানের ৪ টার মত সিনেমা মুক্ত পেত। এই দিয়ে সিনেমা হলের চলে যেত। শুধু শাকিব খানের ৩-৪ টা সিনেমা দিয়ে হল বাঁচিয়ে রাখা যায় না। তার উপর ২০১৮ – ২০১৯ দুই বছরে দুই ঈদে শাকিব খানের সিনেমায় হল মালিকদের আর্থিক ক্ষতির কারণে, হল মালিকগন আরও বিপদের পরে যায়। ফলে হল সংখ্যা ২৮৩ থেকে ১১০ এ নেমে আসে।‘

এই পরিস্থিতে জাজ মাল্টিমিডিয়া নতুন কোন সিনেমা নির্মান করছেনা উল্লেখ করে তিনি আরো লিখেন, ‘জাজ আর নতুন কোন সিনেমা বানাচ্ছে না। কারণ জাজের ৩ টি সিনেমা তৈরি হয়ে আছে। করোনার কারণে মুক্তি দিতে পারছে না। এবং এই বছর মুক্তি দিতে পারবো বলে মনে হয় না। আর এই তিনটা সিনেমাই বিগ বাজেটের। ২-৩ কোটি টাকার উপর বাজেট। এত টাকা কোন মতেই ৫০ হল থেকে উঠে আসবে না। আবার জাজ এর পক্ষে কম বাজেটের বা নিন্ম মানের সিনেমা বানানো সম্ভব নয়। তাই, জাজ এখন থেকে ওটিটি প্লাট ফরমের জন্য ওয়েব সিরিজ ও সিনেমা বানানোর সিধান্ত নিয়েছে। ওয়েব সিরিজের ক্ষেত্রেও জাজ তার নিজ সুনামের সাথে সুবিচার করেই চলবে।‘

এই পোষ্টে একই সাথে জাজের প্রথম ওয়েব সিরিজেরও ঘোষনা দিয়েছেন আব্দুল আজিজ। তার পোষ্ট থেকে জানা গেছে জাজের প্রথম ওয়েব সিরিজের নাম ‘অনুতাপ’। আর এই সিরিজটি পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার। ওয়েব সিরিজটির অন্যান্য বিস্তারিত পরবর্তিতে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। এরপর ‘পাপ’, ‘বারুদ’ এবং ‘খোঁজ’ নামে আরো তিনটি ওয়েব সিরিজ এই প্রতিষ্ঠান থেকে নির্মান করা হবে বলেও জানিয়েছেন আব্দুল আজিজ।

আরো পড়ুনঃ
তারকা তৈরীর ধারা অব্যাহত রাখলো জাজ মাল্টিমিডিয়া
এবার ভিন্ন ইমেজে পর্দায় আসছেন পূজা চেরিঃ চলছে কঠোর প্রস্তুতি
একসাথে তিন সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন ‘মাসুদ রানা’র সাজ্জাদ হোসেন

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d