প্রকাশ্যে জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমার টিজারঃ আসছে ঈদে মুক্তি

জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’

রোজার প্রথম দশদিন শেষের পথে রয়েছে। আর মাত্র ২০ দিন পর ঈদুল ফিতর। আসন্ন ঈদে মুক্তির জন্য ইতিমধ্যে শুরু হয়েছে নির্মাতাদের তোরজোড়। ঈদে নতুন সিনেমা মুক্তির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে দেশীয় সিনেমার প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে আগামী ঈদে দুই সিনেমা মুক্তি পাচ্ছে জাজের। সিনেমাগুলো হচ্ছে ‘জ্বিন’ এবং ‘পাপ’। সম্প্রতি প্রকাশ করা হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমার টিজার। সৈকত নাসির পরিচালিত এই সিনেমার টিজারে গ্ল্যামার, প্রেম, রহস্য ও পাপের গল্পের ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা।

জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমার টিজার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে আলোচনা। সিনেমাটির গল্প এবং ভিন্নতা নিয়ে নিজেদের অনুমান দিচ্ছেন অনেকে। প্রায় এক মিনিটের এই টিজারে জিয়াউল রোশনকে দেখা গেছে নতুন লুকে। শহুরে জীবনের গ্ল্যামার এবং প্রেমের সাথে পাপ – এমন প্রাক্ষাপটের ধারণা পাওয়া গেছে সিনেমাটির টিজারে। সেই সাথে আছে খুনের রহস্য। ধারণা করা হচ্ছে ববি সিনেমাটিতে সেই খুনের তদন্তের কাজ করেছেন।

এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমার টিজারটি নিয়ে নানাভাবে বিশ্লেষণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের দর্শকরা। তবে বেশীরভাগ দর্শকই টিজারটির প্রশংসা করেছেন। টিজার কাটকে বেশ প্রশংসনীয় বলেও মন্তব্য করেছেন অনেকে। ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে অনেকেই টিজার দেখে ‘পাপ’ ঈদে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে কিছু কিছু দর্শদকের মাঝে টিজারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। তবে সার্বিকভাবে রহস্য ঘেরা গল্পের সাথে রোশনের দুর্দান্ত লুক দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশন এবং ববি হক। এছাড়া সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা। নির্মাতা সূত্রে জানা গেছে মিস্ট্রি ও থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হয়েছে ‘পাপ’। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘স্টোরি বেইজ গল্প হিসেবে পাপ দারুণ কনটেন্ট। এই প্রথম প্রযোজক আবদুল আজিজ ভাইয়ের গল্প চিত্রনাট্য ও সংলাপে ছবি নির্মিত হলো। গল্পে ম্যাজিক টুইস্ট আছে।‘

‘পাপ’ সিনেমাটির নামের সাথে ‘প্রথম চাল’ ব্যবহার করছেন এর নির্মাতারা। জানা গেছে ‘পাপ’ ফ্র্যাঞ্চাইজি হিসেবে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির দ্বিতীয় পর্ব আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে উল্লেখ করে সৈকত নাসির আরো বলেন, ‘প্রতিটি নির্মাণে মেকিং জনরা পরিবর্তন করি। এই গল্পেও আছে। প্রাথমিকভাবে যাদের গল্প ও নির্মাণ দেখিয়েছি সবাই প্রশংসা করেছেন। গল্প হিসেবে সিনেমাটি ভালো, দর্শক দেখলে বুঝবেন। পাপ ছবিতে প্রথম চাল বলা হচ্ছে কারণ এর দ্বিতীয় অংশ আগামী বছর ঈদুল ফিতরে।‘

জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমাটি পুরোপুরি বাণিজ্যিক ধারার থ্রিলার বলে জানিয়েছেন ‘দেশাঃ দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। সিনেমাটিতে জিয়াউল রোশনের অভিনয়ের প্রশংসা করেছেন তিনি। এছাড়া এতে ববিকে নতুন ভাবে দর্শক দেখতে পাবেন উল্লেখ করে এই নির্মাতা আরো বলেন, ‘গল্পটা দুই খণ্ডে বলা হয়েছে। শেষ চাল আসবে পরের ঈদে। আমার বিশ্বাস রোশান নিজেকে ছাড়িয়ে যাবে। ববিও নতুনভাবে হাজির হচ্ছেন এবং বাজিমাৎ অভিনয় করেছেন জাকিয়া মাহা নামে নতুন অভিনেত্রী।‘

উল্লেখ্য যে, ‘পাপ’ ছাড়াও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আরো একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদে। সজল ও পূজা চেরি অভিনীত সিনেমাটির নাম ‘জ্বিন’। ঈদে দুটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন। হরর গল্পে নির্মিত সিনেমাটি অনেকদিন থেকেই আটকে রয়েছে। দেশীয় সিনেমায় জাজ সাম্প্রতিক সময়ে অনিয়মিত হয়ে উঠার কারনে সিনেমাটির মুক্তিতে এত বিলম্ব হয়েছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা।

আরো পড়ুনঃ
মুক্তি পাচ্ছে না ‘আগুন’: ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘লিডার’
শাকিব খানের সিনেমা মুক্তিতে নির্মাতাদের গড়িমসিঃ উদাসীনতা না হতাশা
প্রেক্ষাগৃহ ১০০-এর কমঃ ঈদে মুক্তির জন্য প্রস্তুত অর্ধডজনের বেশী সিনেমা!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d