‘আশীর্বাদ’ প্রচারণা: পরস্পর বিরোধী অবস্থানে প্রযোজক এবং মূল তারকারা

‘আশীর্বাদ’ প্রচারণা

‘আশীর্বাদ’ প্রচারণা

আগামী ২৯শে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক রোশান এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘আশীর্বাদ’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘আশীর্বাদ’ প্রচারণা শুরু করেছেন প্রযোজক জেনিফার ফেরদৌস। উক্ত সংবাদ সম্মেলনে প্রযোজক ও পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং প্রযোজক সমিতির নেতা কামাল কিবরিয়া লিপু।

কিন্তু মুক্তি উপলক্ষ্যে আয়োজিত এই সম্মাদ সম্মেলনে ছিলেন না ‘আশীর্বাদ’ সিনেমাটির প্রধান দুই তারকা জিয়াউল রোশান এবং মাহিয়া মাহি। সিনেমা সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকা প্রসঙ্গে পরস্পর বিরোধী অবস্থানে প্রযোজক এবং মূল তারকারা। প্রযোজক জেনিফার ফেরদৌস প্রকাশ্যে রোশান এবং মাহির সমালোচনা করেছেন অন্যদিকে তারকারা জানিয়েছেন তাদের এ ব্যাপারে কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ্য থেকে।

সিনেমাটির সদ্য প্রকাশিত পোষ্টার নিজেদের ফেসবুক পেজে শেয়ার না দেয়ার কারনে সংবাদ সম্মেলনে প্রযোজক জেনিফার নায়ক রোশান ও মাহির কড়া সমালোচনা করেন। তিনি বলেছে, ‘তারা আশীর্বাদ ছবির পোস্টার ফেসবুকে শেয়ার দেয়নি। তাই তাদের প্রেস কনফারেন্সে বলা হয়নি। তাদের এমন আচরণে অখুশি হয়েছি। তারা কেন শেয়ার করেনি জানি না। নায়ক-নায়িকাদের আজকাল এতো চাহিদা যে প্রযোজক-পরিচালকরা হিমশিম খেয়ে যাই।‘

এর বিপরীতে প্রযোজকের স্বেচ্ছাচারিতায় ক্ষোভ প্রকাশ করেছেন জিয়াউল রোশান। একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ছবি মুক্তির আগে একটি টিম প্রচারণার কাজে থাকে। নানা পরিকল্পনা করে থাকে। কিন্তু আশীর্বাদ-এ তেমনটা নেই। এখানে প্রযোজক (জেনিফার ফেরদৌস) নিজের ইচ্ছে মতো সবকিছু করছেন। পোস্টার যেটি বানানো হয়েছে সেটি আমার পছন্দ হয়নি। আলোচনা ছাড়াই প্রযোজক নিজের পছন্দ মতো তৈরি করেছেন। এমন মানহীন পোস্টারে আমার ভক্তরা ক্ষুব্ধ হয়েছে। আমার নিজেরও পছন্দ হয়নি।সে কারণে ফেসবুকে শেয়ার পোস্টারটি শেয়ার করেননি বলে জানালেন রোশান।‘

এছাড়া সংবাদ সম্মেলনে প্রযোজকের বক্তব্যের প্রতিবাদ করে তিনি আরো বলেন, ‘শুটিংয়ের শুরু থেকে প্রযোজক ছবির কোয়ালিটি কম্প্রোমাইজ করে কাজ করেছে। নিজের ছবি বলে শুরু থেকে এর সঙ্গে থাকতে চেয়েছিলাম। তবে প্রযোজক আগে থেকে কোনো কিছু না জানিয়ে নিজের মতো করে পোস্টার বানিয়েছে, সংবাদ সম্মেলন করেছে। পোস্টার ছাড়ার আগে দেখতে চেয়েছিলাম। বলেছিলাম, কোয়ালিটি ভালো করতে। কিন্তু আমাকে কিছুই জানায়নি। এতে আমার অভিমান জন্মে। অনলাইনে পোস্টার ছাড়ার পর অনেকেই আমাকে বলেছে, এই পোস্টার সময় উপযোগী নয়। মানুষের কথা যা শোনার আমাকে শুনতে হয়েছে।‘

‘আশীর্বাদ’ প্রচারণা

অন্যদিকে সিনেমাটির দৃশ্যধারন চলাকালীন সময়ে প্রযোজক জেনিফারের কর্তৃত্ব খাটানোর অভিযোগ করে রোশান বলেন, ‘পুরো শুটিংয়ে আমাদের সবাইকে একাধিকবার বিপাকে ফেলেছেন। ঠিকভাবে মনোযোগ দিতে পারিনি। অনেক জায়গায় ছবির মানে ছাড় দিয়েছে। শুটিং ইউনিটে খাবারের সমস্যা হওয়ার কথা না। অথচ উনি খাবারের সমস্যা করলেন। খাবার পানি পর্যন্ত নিজের ঘরে তালাবদ্ধ করে রাখতেন। আমাদের খাবারের ও পানির সমস্যায় পড়তে হয়েছে অনেকবার। শুটিং হলেই উনি এসে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেন। এভাবে প্রতি দৃশ্য যদি ফেসবুকে দেওয়া হয় তাহলে কীভাবে শুটিং করবো? এসব বিরক্তির মাঝেও উনার আবদার আমরা যে ছবি ফেসবুকে আপলোড দিলে তাতে যেন প্রযোজক জেনিফারকেও থাকতে হবে; এটা কেমন আচরণ?’

সরকারী অনুদানে নির্মিত সিনেমাটিতে অনুদানের পুরো টাকা খরচ করা হয়নি বলেও মন্তব্য করেছেন রোশান। তিনি আরো বলেন, ‘যেভাবে করার কথা ছিল সেভাবে হয়নি। ৬০ লাখ টাকা বাজেট পেয়ে এই বাজেটে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আরো সুন্দর করে বানানো যেত। তবে আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ টাকা ছবিতে খরচ হয়নি। কোয়ালিটি যেন ছাড় না দেয় তাই আমি চুক্তির চেয়েও পারিশ্রমিক কম নিয়েছি। বলেছি, আমার প্রাপ্য টাকা সিনেমাতে দিন। তবুও কাজটা ভালো করেন। কিন্তু প্রযোজক করেনি। আমি ভীষণ আশাহত হয়েছি।‘

‘আশীর্বাদ’ প্রচারণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিয়া মাহিকেও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। উপস্থিত না থাকা প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘প্রেস কনফারেন্স সম্পর্কে আমি কিছুই জানি না। তাহলে কীভাবে উপস্থিত থাকব।’ উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।

আরো পড়ুনঃ
প্রকাশ্যে ফার্স্টলুক পোষ্টারঃ আগামী মাসে আসছে সৈকত নাসিরের ‘বর্ডার’
বাংলা সিনেমায় সুদিনের ইঙ্গিতঃ ধারাবাহিকতা ধরে রাখতে কতটুকু প্রস্তুত ঢালিউড
আবারো কলকাতার সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিলেন শাকিব খান

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d