এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৩ জানুয়ারি আসছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’

আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’

২০২২ সালটা দেশীয় সিনেমার জন্য ছিলো স্মরণীয় একটি বছর। এই বছরে মুক্তিপ্রাপ্ত বেশ কয়কটি সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘গলুই’ এবং ‘শান’ সিনেমার পর ধারাবাহিকভাবে প্রেক্ষগৃহ মাতিয়েছে ‘পরাণ’, ‘হওয়া’, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাগুলো। মানসম্পন্ন সিনেমা মুক্তি ধারাবাহিকতায় ৬ই জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’। তবে জানা গেছে এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৩ জানুয়ারি আসছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি।

সম্প্রতি প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির ট্রেলার। রোববার (১ জানুয়ারি) রাজধানীর বানানী ক্লাবে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ১৩ জানুয়ারি সিনেমাটির মুক্তির কথা জানিয়েছেন নির্মাতারা। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত, চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা সংশ্লিষ্টরা। পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পের এই সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

সিনেমাটির মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে আরিফিন শুভ বলেন, ‘একটানা রোজা পালনের পর ঈদ এলে যেমন খুশি লাগে ব্ল্যাক ওয়ার মুক্তিতে আমার ঠিক তেমনই লাগছে। আমি ভীষণ এক্সাইটেড। একটা বড় টিম লম্বা সময় ধরে নানা চড়াই উৎরাই ও হৃদয়ে রক্তক্ষরণ টাইপের ঘটনার পর কাজটি শেষ করেছে, আর সেই কাজটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির জন্য আমি যতটা শারীরিক এবং মানসিক শ্রম দিয়েছি অন্য কোনো ছবির ক্ষেত্রে দেইনি। তাই এই ছবির প্রতি আমার আগ্রহ অনেক বেশী।‘

আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অন্যতম নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘একাধারে দুই পর্ব নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং ছিল। তবে সংশ্লিষ্টদের আন্তরিকতায় দ্রুততার সঙ্গে আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্প সময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। না হলে আরো পিছিয়ে যেত। তাই প্রিয় দর্শকবৃন্দের কাছে অনুরাধ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত এই কালবিলম্বের বিষয়টি তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের পাশে থাকেন।‘

পুরোপুরি অ্যাকশন ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’। তবে দক্ষিণ ভারতে নির্মিত অ্যাকশন সিনেমাগুলোর সাথে এর তুলনায় যেতে নারাজ আরিফিন শুভ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ছবির সাথে কেজিএফ বা পুষ্পা-র তুলনা করবেন না। আমরা ক্যামেরার ছোট ক্রেন দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করি। কিন্তু পার্শ্ববর্তী দেশে তিনচার তলার সমান বিশাল ক্রেনের উপর ফ্রেম করে উপরে শুটিং করা হয়। কাজেই বলার আর অবকাশ নেই যে আমরা কতটা সীমাবদ্ধতার মধ্য থেকে কাজ করি। ব্যক্তিগতভাবে আমি ভালো করার জন্য চেষ্টায় কমতি রাখছি না।‘

এর আগে ২০২১ সালে ডিসেম্বরে মুক্তি পেয়েছিলো আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার প্রথম পর্ব ‘মিশন এক্সট্রিম’। পুলিশের ভয়ানক একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার ধর্মী এই সিনেমাটি প্রযোজনা করছে কপ ক্রিয়শন। আর এই সিনেমার দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। প্রথম পর্বের অনেক কিছুর উত্তর পাওয়া যাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় উল্লেখ করে সানী বলেন, ‘মিশন এক্সট্রিম দেখে অনেকের মনে কিছু কিছু প্রশ্ন জেগেছে। ব্ল্যাক ওয়ার-এর মাধ্যমে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।‘

শুভ এবং ঐশী ছাড়া তারকাবহুল সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। সিনেমাটিতে দেখা যাবে শুভর কাঙ্ক্ষিত সেই ‘সিক্স প্যাক’। প্রকাশিত ট্রেলারে সেই ইঙ্গিত পাওয়া গেছে। বলা বাহুল্য যে, আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ ট্রেলারটি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো পড়ুনঃ
মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমার জোয়ার: নতুন ঢালিউডের স্বপ্ন দৃশ্যমান
‘ব্ল্যাক ওয়ার’ টিজার: প্রকাশ্যে শুভর অ্যাকশনে ভরপুর সিনেমার ঝলক
শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে শুরু হচ্ছে ঢালিউডের নতুন বছর

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d