মুক্তির দুই সপ্তাহ আগেই ৫০ প্রেক্ষাগৃহ নিশ্চিত করলো আদর-বুবলী অভিনীত ‘তালাশ’

আদর-বুবলী অভিনীত ‘তালাশ’

আদর-বুবলী অভিনীত ‘তালাশ’

আগামী ১৭ই জুন মুক্তি পেতে যাচ্ছে আদর-বুবলী অভিনীত ‘তালাশ’ সিনেমাটি। কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। থ্রিলার গল্পের এই সিনেমাটি ট্রেলার প্রকাশের পর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। সিনেমাটির দর্শক গ্রহণযোগ্যতা নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদেরও আগ্রহ তৈরি হয়েছে ইতিমধ্যে। জানা গেছে মুক্তির দুই সপ্তাহ আগেই ইতিমধ্যে ৫০ প্রেক্ষাগৃহ নিশ্চিত করেছে আদর-বুবলী অভিনীত ‘তালাশ’ সিনেমাটি।

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ওয়ার্ল্ড রেকর্ড আছে যে, ছোট বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেয়ার। আমার এ সিনেমার গল্পই মাস্টার পিস। বাজেট এখানে সাবজেক্ট না। আদর-বুবলীসহ সবাই ভালো অভিনয় করেছে। সিনেমাটির গান ও ট্রেলার দর্শক খুবই পছন্দ করেছে। এরই মধ্যে বড় বড় প্রেক্ষাগৃহগুলো বুকিং হয়েছে। সামনে দুই সপ্তাহে ৫০ এর সংখ্যা বেড়ে ৭০ হয়ে যাবে আশা করি।’

সিনেমাটিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন চিত্রনায়ক আদর আজাদ এবং চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সিনেমাটি প্রসঙ্গে আদর বলেন, ‘সিনেমাটির জন্য সবাই অনেক পরিশ্রম করেছে। আমাদের অন্যতম স্বপ্নের প্রজেক্ট এটি। এই সময়ের দর্শকরা যেমন চায় তার কোনো অংশে কমতি নেই তালাশে। আশা করি ছবিটি দর্শকদের পছন্দ হবে। সবাই হলে গিয়ে তালাশ দেখে আমাদরে আগামীতে আরও ভালো কাজ করতে উৎসাহ দেবেন।’

এদিকে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি ঢালিউডের সিনেমার জন্য আশীর্বাদ উল্লেখ করে চিত্রনায়িকা বুবলী বলেন, ‘করোনায় অন্য সেক্টরের মতো আমাদের চলচ্চিত্রেও অনেক ক্ষতি হয়েছে। প্রেক্ষাগৃহ খোলার পর সেই ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছেন প্রেক্ষাগৃহ মালিকরা। প্রেক্ষাগৃহ খোলার পর সেভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শক টানতে না পারলেও ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন। এটি আমাদের সিনেমার জন্য আশীর্বাদ।‘

এ ধারা অব্যাত থাকলে ঢালিউডের সিনেমার ক্রান্তিকাল দূর হতে বেশি দিন লাগবে না বলে মন্তব্য করেন এই চিত্রনায়িক। সৈকত নাসিরের পরিচালনায় আদরের সাথে নিজের প্রথম সিনেমাটি নিয়ে আশাবাদী বুবলী। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমাদের জুটির প্রথম সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক নিরাশ হবে না।’

সৈকত নাসিরের থ্রিলার ‘তালাশ’ সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস। পরিচালনার পাশাপাশি আসাদ জামানের সাথে যৌথভাবে সিনেমাটির কাহিনী রচনা করেছেন পরিচালক সৈকত নাসির। নির্মাতাদের সূত্রে জানা গেছে এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। আদর এবং বুবলী ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

সবকিছু ঠিক থাকলে ‘তালাশ’ সিনেমার মাধ্যমে চিত্রনায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন আদর আজাদ। ‘তালাশ’ ছাড়াও আদর এবং বুবলী অভিনীত ‘লোকাল’ নামে আরো একটি সিনেমা নির্মানাধীন। এছাড়াও আদর আজাদ অভিনীত ‘যাও পাখি বলো তারে’ ও ‘নাকফুল’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। ট্রেলারে প্রকাশিত প্রথম ঝলক শেষ পর্যন্ত দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা সেটা সময়ই বলে দিবে।

আরো পড়ুনঃ
ট্রেলারে প্রশংসিত সৈকত নাসিরের থ্রিলার ‘তালাশ’: চলতি মাসে শুভমুক্তি
ধারাবাহিকতায় ফিরছে ঢালিউড: আসছে জুনে মুক্তির জন্য প্রস্তুত ৬টি সিনেমা
নির্মাতাদের কাছে নির্ভরযোগ্য হচ্ছে রোশান-বুবলী জুটি: নতুন সিনেমায় চুক্তিবদ্ধ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d