আগামী ঈদেই মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘বিদ্রোহী’ সিনেমাটি।সেলিম খান পরিচালিত এ সিনেমাতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে উৎসর্গকৃত বিগ বাজেটের সিনেমা ‘বিদ্রোহী’ এর ঈদে মুক্তি নিশ্চিত করেছেন সেলিম খান নিজেই।
গত বছর ঈদুল ফিতরে সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে হল বন্ধ থাকায় কোনো সিনেমাই মুক্তি পায়নি। প্রযোজক সূত্রে জানা গেছে গত বছর অর্ধশতাধিক সিনেমা হলে বুকিংও হয়েছিল সিনেমাটির। শাহীন খান প্রযোজিত সিনেমাটির পরিবেশনায় থাকছে শাপলা মিডিয়া। আর সিনেমাটির চিত্রনাঢ্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক মোঃ সেলিম খান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বিদ্রোহী’ সিনেমাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছি। আসছে ঈদুল ফিতরে ছবিটি দেশের সিনেমা হলগুলোতে মুক্তি দেয়া হবে।’
২০১৮ সালের ২৬ জুন ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’ নামে মহরত হয়েছিল ছবিটির। এরপর তিনবার নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ নামেই সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। ‘বিদ্রোহী’ সিনেমাটিতে শাকিব খান ও শবনম বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।
আরো পড়ুনঃ
ঈদে মুক্তির আওয়াজ তোলা সিনেমাগুলো থেকে বেছে নিন আপনার পছন্দেটি
তাহলে কি ঈদে আসছে নতুন সিনেমা? ফেসবুকে কিসের ইঙ্গিত দিলেন ঢালিউডের কিং?
শাপলা মিডিয়ার সাথে শাকিব খানের সমঝোতা: শীঘ্রই আসছে নতুন ছবির ঘোষনা