ডিজিটাল দুনিয়ার গল্প নিয়ে আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘অন্তর্জাল’। আর সিনেমাটি পরিচালনা করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আলোচিত নির্মাতা দীপংকর দীপন। ফেব্রুয়ারিতে একটি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এই সিনেমাটির ঘোষণা দেন বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগেই জানা গিয়েছিলো দীপংকর দীপন পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এবার জানা গেছে ‘অন্তর্জাল’ সিনেমায় সিয়ামের বিপরীতে ‘ন ডরাই’ খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল।
ইতিমধ্যে সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধও হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘চ্যালেঞ্জিং একটি চরিত্রের সুযোগ খুঁজছিলাম, যেখানে থ্রিলার থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে আর থাকবে গল্প। নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়ে থ্রিলারধর্মী গল্পে অভিনয়ের জন্য রাজি হলাম। সিনেমার প্লটটি খুবই অন্যরকম সেই সাথে স্টোরি টেলিং খুব ইন্টারেস্টিং।‘
সিনেমাটিতে প্রিয়ম চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। সিনেমাটির প্রস্তুতি হিসেবে রোবটিক্স নিয়ে পড়াশোনা করছেন উল্লেখ করে চিত্রনায়িকা সুনেরাহ আরো বলেন, ‘এই সিনেমার গল্প নিয়ে পরিচালক দীপংকর দীপন নানান ভাবে আমার দিকে প্রশ্ন ছুড়েছেন। সেই প্রশ্ন উত্তর দিতেই মাঠে নামার উৎসাহ পাচ্ছি।‘ অন্যদিকে সিনেমাটিতে সুনেরাহার অভিনয় প্রসঙ্গে নির্মাতা দীপন বলেন, ‘সিনেমায় সাইবার দুনিয়ার রহস্য ঘেরা জাল নিয়ে কাজ করবেন সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহ পরিপূর্ণ অভিনয়শিল্পী, এই চরিত্রে তার বিশালত্ব ফুটিয়ে তোলার সুযোগ থাকছে। প্রথা ভাঙা আরেকটি চরিত্রে আসছেন তিনি।‘
দীপংকর দীপন পরিচালিত আলোচিত সিনেমা ‘অন্তর্জাল’ এ সিয়ামের বিপরীতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল।#ফিল্মীমাইক #ঢালিউড #বাংলা_সিনেমা #Filmymike #Dhallywood #BanglaCinema #sunerah pic.twitter.com/jx20nWXT6G
— FilmyMike.com (@FilmyMikeBD) June 17, 2021
অন্যদিকে ‘অন্তর্জাল’ প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম বলেন, ‘যে চরিত্রটি করছি সে হ্যাকিং রোধ ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে। অথচ সে কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয়নি। এ রকম একটি চরিত্র দর্শকদের কিভাবে বিশ্বাস করানো যাবে—সেটা নিয়ে আমি বেশ চিন্তিত। প্রতিদিনই ওয়ার্কশপ করছি। আশা করি দর্শকদের ভালো কিছু একটা দিতে পারবো হয়তো।‘
“আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা”- এই মূলভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য লিখছেন পরিচালক দীপংকর দীপন। আর সিনেমাটির গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। মোশন পিপল স্টুডিও প্রযোজিত সিনেমাটির সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।
আরো পড়ুনঃ
দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় প্রোগ্রামার হয়ে আসছেন সিয়াম
‘হ্যাকাথন’ নিয়ে নির্মিত হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের সিনেমা ‘অন্তর্জাল’
প্রথমবারের মত কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা