মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত জলিলের নতুন সিনেমা ‘কিল হিম’

অনন্ত জলিলের নতুন সিনেমা

কিছুদিন আগে ‘দিনঃ দ্য ডে’ সিনেমার বাজেট নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে অনন্ত জলিল বলেছিলেন আর সিনেমা প্রযোজনা করবেন না তিনি। শুধু নায়ক হিসেবে অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন দেশীয় সিনেমার আলোচিত এই প্রজজক-অভিনেতা। সম্প্রতি জানা গেছে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অনন্ত জলিল। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনন্ত জলিলের নতুন এই সিনেমার নাম ‘কিল হিম’। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন মোহাম্মদ ইকবাল।

সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে আগামী ৩রা সেপ্টেম্বর বিএফডিসিতে এই সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। আর বরাবরের মতো অনন্ত জলিলের নতুন সিনেমা ‘কিল হিম’-এ তার বিপরীতে অভিনয় করছেন আফিয়া নুসরাত বর্ষা। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে সিনেমাটির দৃশ্যধারন শুরু হওয়ার কথা রয়েছে।

একটি অনলাইন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সিনেমাটির প্রযোজক এবং পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, ‘৩ সেপ্টেম্বর আমার একাধিক সিনেমার ঘোষণা আসছে। সেদিনই সব বলতে চাই।‘ এছাড়া অভিনেতা অনন্ত জলিল নতুন এই সিনেমার খবরের সত্যতা নিশ্চিত করেছেন বলেও দাবী করছে উক্ত সংবাদ মাধ্যমটি। তবে এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাননি অনন্ত জলিল। সিনেমাটির বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘এ নিয়ে পরে কথা বলব।‘

এদিকে অনন্ত জলিল অভিনীত ‘দিনঃ দ্য ডে’ সিনেমাটির বাজেট নিয়ে নতুন তথ্য দিয়েছেন নির্মাতা মোর্তজা অতাশ জমজম। সম্প্রতি তিনি নিজের ইনস্ট্রগ্রামে ‘দিনঃ দ্য ডে’ সিনেমার জন্য তার সঙ্গে অনন্ত জলিলের করা চুক্তিপত্র প্রকাশ করেছেন। চুক্তিপত্র অনুযায়ি দেখা যাচ্ছে, ‘দিনঃ দ্য ডে’ সিনেমার সর্বমোট বাজেট ধরা হয়েছে ৫ লাখ মার্কিন ডলার। যা বর্তমান বাজারমূল্যে বাংলাদেশি টাকায় ৫ কোটি টাকার কম। মুক্তি আগে থেকেই অনন্ত জলিল বলে আসছিলেন সিনেমাটি ১২০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে।

মোর্তজার প্রকাশিত চুক্তিপত্রকে বানোয়াট উল্লেখ করে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা যৌথ প্রযোজনার মুভি, দুটি দেশের মধ্যে; সুতরাং বাংলা কোনো এগ্রিমেন্ট গ্রহণযোগ্য হয় কি না তা আপনাদের সবারই জানা। যাঁরা খুব উৎসাহ নিয়ে আমার সমালোচনা করছেন মিস্টার মুর্তজার সাথে কাঁধ মিলিয়ে, তাঁদেরই কেউ না কেউই এই কাজটি করেছেন, যা আমি হলফ করে বলতে পারি। এই এগ্রিমেন্ট সম্পূর্ণভাবে বানোয়াট।‘

উক্ত ঘটনার পিছনে তৃতীয় পক্ষ্যের ইন্ধনের ইঙ্গিত দিতে তিনি আরো বলেন, ‘মুর্তজার সাথে আমার কখনো কোনো মতভেদাভেদ বা খারাপ সম্পর্ক হয়নি। কে বা কারা নিজের স্বার্থের জন্য মুর্তজার সাথে আমার এই দ্বন্দ্বের সৃষ্টি করেছেন, যেটা তাঁরাই ভালো জানেন এবং মুর্তজাই বলতে পারবেন। যাদের স্বার্থের জন্য এই ষড়যন্ত্র করেছেন, তাঁদের মুখোশ এক দিন ঠিকই মিস্টার মুর্তজাই প্রকাশ করবেন বলে আমার আত্মবিশ্বাস।‘

এছাড়া সিনেমাটির বাজেট সংক্রান্ত ঘটনায় সংবাদ মাধ্যমের উপর নিজের হতাশাও ব্যাক্ত করেন এই তারকা। ‘দিনঃ দ্য ডে’ সিনেমাটির বাজেট সংক্রান্ত সেই সমালোচনার পর অনন্ত জলিলকে মেরে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আপনারা আমাকে বদলে দিয়েছেন; আমার চোখ খুলে দিয়েছেন। অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন। এখন অন্য সেলিব্রেটির মতো আমিও বদলে গেছি। আমাকে আর আগের মতো আপনারা পাবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ।‘

প্রসঙ্গত, ঈদুল আযহা উপলক্ষ্যে গত ১০ জুলাই বাংলাদেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত জলিলের বিগ বাজেটের অ্যাকশন সিনেমা ‘দিন দ্য ডে’। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন বর্ষা। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘ আট বছর পর পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল।

আরো পড়ুনঃ
চুক্তিপত্র প্রকাশ্যেঃ ১০০ কোটি নয় ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট ৫ কোটির কম!
‘দিনঃ দ্য ডে’ সিনেমার পরিচালকের মামলার হুমকির জবাব যা বললেন অনন্ত
বাংলা সিনেমায় সুদিনের ইঙ্গিতঃ ধারাবাহিকতা ধরে রাখতে কতটুকু প্রস্তুত ঢালিউড

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d