করোনার কারনে ইতিমধ্যে দুইবার পেচানো হয়েছে জেমস বন্ড সিরিজের ২৫তম সংস্করণ ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তি। প্রথমে সিনেমাটির মুক্তির কথা ছিল চলতি বছরের এপ্রিলে। তবে করোনার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে নভেম্বরে করা হলেও করোনার দ্বিতীয় ধাক্কার কারনে আবারও পিছিয়ে গেছে মুক্তির সময়।
সর্বশেষ খবর অনুযায়ী আগামী বছরের ২ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। নতুন মুক্তির তারিখ ঘোষণার পর সিনেমাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, “আমরা বুঝতে পারছি, এই বিলম্ব আমাদের ভক্তদের হতাশ করবে। কিন্তু আমরা আগামী বছর একসঙ্গে ‘নো টাইম টু ডাই’ শেয়ার করব।”
গোয়েন্দা-অ্যাকশনধর্মী সিনেমা ফ্রেঞ্চাইজ জেমস বন্ড এর নতুন ছবি ‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। মেট্রো গোল্ডউইন মেয়ার ও ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি। সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেইগ তাঁর পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।