করোনার কারনে ২০২০ সাল ভালো যায়নি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের। কিন্তু ২০২১ সালে নতুনভাবে আলোচিত ফ্রেঞ্চাইজিগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছে এই প্রতিষ্ঠান। সম্প্রতি ‘ডেডপুল’ সিনেমার স্বত্ব কিনে নিয়েছে ডিজনি এবং মার্বেল ষ্টুডিও’র প্রধান কর্মকর্তা কেভিন ফেঞ্জ নিশ্চিত করেছেন ‘ডেডপুল ৩’ আর-রেটেড সিনেমা হিসেবে মুক্তি পাবে।
সিনেমাটি প্রসঙ্গে হলিউডের একটি প্রভাবশালী পত্রিকার সাথে আলাপকালে ফেঞ্জ বলেন, ‘এটি একটি আর-রেটেড সিনেমা হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছি এবং রায়ান চিত্রনাট্য তদারকি করছে।’ তবে সিনেমাটির প্রজোযক নিশ্চিত করেছেন যে চলতি বছরে শুরু হচ্ছে না এই সিনেমা।
এছাড়া তিনি আরো বলেন, তিনি এবং রেনোল্ড এমসিইউ’তে ‘ডেডপুল’ এর অন্তর্ভুক্তিটা ভালোভাবে করতে চাচ্ছি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এই বছরে শুরু হচ্ছে না এর শুটিং। রায়ান খুবই ব্যস্ত এবং সফল একজন অভিনেতা আর আমাদের হাতেও ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট আছে। আর এই চরিত্রটি এমসিইউ’র অন্যান্য চরিত্রগুলো থেকে ভিন্ন।’