যুক্তরাষ্ট্রের বেষ্টসেলিং বই ‘কিপার অফ দ্যা লষ্ট সিটি’ এবার দেখা যাবে বড় পর্দায়। আর এই সিনেমাটি পরিচালনা করবেন ‘ব্যাটম্যান’ খ্যাত হলিউড তারকা বেন অ্যাফ্লেক। হলিউডের প্রভাবশালী সংবাদ মাধ্যমে ভ্যারাইটি ডট কমের প্রতিবেদন অনুযায়ী ডিজনির জন্য এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করবেন এই তারকা।
শ্যানন ম্যসেঞ্জার রচিত উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার চিত্রনাট্য যৌথভাবে রচনা করছেন বেন অ্যাফ্লেক এবং কেট গ্ৰীটমন। ‘দ্যা কিপার অফ দ্যা লষ্ট সিটি’ ১২ বছর বয়সী এক মেয়েকে কেন্দ্র করে যে তার গোপন শক্তির ব্যাপারে জানার চেষ্টা করে। একসময় মেয়েটি জানতে পারে যে সে মানুষ না বরং অন্য পৃথিবী থেকে আগত এলিয়েন।
উল্লেখ্য যে বেন অ্যাফ্লেক অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্যা ওয়ে ব্যাক’ মুক্তি পেয়েছে গতবছর। এছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন রিডলী স্কটের ‘দ্যা লাষ্ট ডুয়েল’ এবং আদ্রিয়ান লিনের ‘ডিপ ওয়াটার’। এর আগে বেন অ্যাফ্লেক ‘গণ বেবি গণ’, ‘দ্যা টাউন’, ‘লাইভ বাই নাইট’ এবং ‘এগ্রো’ সিনেমাগুলো পরিচালনা করেছেন।