দীর্ঘ ২০ বছর পর আবারো একসাথে অভিনয় করতে যাচ্ছেন জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস। জানা গেছে ‘টিকেট টু প্যারাডাইস’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন এই দুই তারকা। সিনেমাটি পরিচালনা করবেন ‘মামামিয়া! হেয়ার উই গো এগেইন’ খ্যাত পরিচালক ওলিভার পার্কার। আর প্রযোজনা করছে ইউনিভার্সাল পিকচার্স এবং ওয়ার্কিং টাইটেল।
হলিউডের প্রভাবশালী পত্রিকা ডেডলাইন ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সিনেমাটিতে ক্লুনি ও রবার্টস বিচ্ছেদ হওয়া যুগল হিসেবে দেখানো হবে। তবে তারা আবারও মিলিত হয়ে বালি’র উদ্দেশ্যে রওনা হয় ২৫ বছর আগে যে ভুল তারা করেছিলেন সেই একই ভুল যেন তাদের মেয়ে না করে সে কারণে।
ইন্দোনেশিয়ার ‘বালি’তে চিত্রায়িত হবে সিনেমাটির বেশির ভাগ অংশ। টেড মেলফি’র চিত্রনাট্যে এই ছবির সহ-প্রযোজনার অংশিদার হয়েছে ক্লুনির ‘স্মোকহাউজ পিকচার্স’ ও রবার্টসের ‘রেড ওম ফিল্মস’।
উল্লেখ্য যে, জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস সর্বশেষ জুটি হয়ে কাজ করেছিলেন ২০০১ সালের ‘ওশেন’স এলিভেন’ ছবিতে। ‘টিকেট টু প্যারাডাইস’ সিনেমার কাজ চলতি বছরের শেষে শুরু হবে বলে জানা গেছে।
আরো পড়ুনঃ
প্রকাশ্যে দুই মনস্টারের লড়াইঃ দেখে নিন ‘গডজিলা বনাম কং’ এর এক ঝলক
পরিচালনায় ফিরছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক
হলিউড ২০২১: নতুন বছরে বক্স অফিস মাতাতে পারে যে সিনেমাগুলো