স্পাইডার ম্যান ফোর: চিত্রনাট্য নিয়ে দারুণ উচ্ছ্বাসিত টম হল্যান্ড

স্পাইডার ম্যান ফোর

‘স্পাইডার ম্যান ফোর’ সিনেমাটি নিয়ে নতুন খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টম হল্যান্ড। ইতিমধ্যে তিনি জেন্ডায়ার সাথে সিনেমাটির খসড়া চিত্রনাট্য পড়েছেন বলেও জানিয়েছেন এই তারকা। সম্প্রতি সিনেমাটির চিত্রনাট্য নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন টম হল্যান্ড এবং জেন্ডায়া। একটি আলাপচারিতায় এই সিনেমার বিষয়ে কথা বলেছেন তিনি।

হলিউডের অন্যতম জনপ্রিয় এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব নিয়ে অপেক্ষায় আছেন বিশ্বব্যাপী সিনেমার দর্শকরা। অনেকদিন থেকে নির্মাতা কিংবা অভিনেতাদের পক্ষ্য থেকে ‘স্পাইডার ম্যান ফোর’ সিনেমা নিয়ে কোন অগ্রগতির খবর পাওয়া যাচ্ছিলো না। তবে চিত্রনাট্য পড়ার পর বিষয়টি আর গোপন রাখতে পারেননি ‘স্পাইডার ম্যান’ খ্যাত টম হল্যান্ড।

সিনেমাটি প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে একটি সৃজনশীল গল্পের সাথে চমৎকার চিত্রনাট্য তৈরি হচ্ছে। সিনেমাটি প্রসঙ্গে টম হল্যান্ড দ্য রিচ রোল পডকাস্টে বলেন ‘এটির কাজ দরকার কিন্তু লেখকরা একটি দুর্দান্ত কাজ করছেন। আমি এটি তিন সপ্তাহ আগে পড়েছিলাম এবং এটি সত্যিই আমার মধ্যে আগুন জ্বালিয়েছিল।‘ চিত্রনাট্য নিয়ে টম হল্যান্ডের দারুণ উচ্ছ্বাসিত সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে ইতিমধ্যে আগ্রহের জন্ম দিয়েছে।

জেন্ডায়ার সাথে চিত্রনাট্য পড়া প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘জেন্ডায়া এবং আমি একসাথে বসে এটি পড়ি এবং আমরা মাঝে মাঝে বসার ঘরের চারপাশে বাউন্স করার মতো ছিলাম। অনুরাগীদের আগ্রহের যোগ্য সম্মানের জন্য এটি সত্যিকারের একটি দারুণ চলচ্চিত্র হতে যাচ্ছে। তবে এটিকে বাস্তব রুপ দিতে আমাদের কিছু জিনিস খুঁজে বের করতে হবে। তবে আমি সত্যিই এটি সম্পর্কে দারুণ উত্তেজিত।‘

‘স্পাইডার ম্যান’-এর পরবর্তী অধ্যায়টি কেমন হবে তার সে ব্যাপারে সাহায্যের জন্য মার্ভেল ভক্তদের কাছে তিনি ঋণী বলেও জানিয়েছেন টম হল্যান্ড। সিনেমাটি নিয়ে স্টুডিও আগ্রহের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘স্টুডিওটি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং সব ব্যাপারে দারুণ সহযোগিতা করছে। আমাদের আলচনাকে যেভাবে তারা স্বাগত জানিয়েছে, সেটা দেখে আমি বিস্মিত হয়েছি।‘

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার শেষে দেখা গিয়েছিলো ডক্টর স্ট্রেঞ্জ এমন একটি মন্ত্র করেছেন যা, মহাবিশ্ব পিটার পার্কারের স্মৃতি মুছে দিয়েছে। এমজেও পিটার পার্কারের অস্তিত্ব ভুলে আপাতত দৃশ্যপটের বাইরে আছে। বস্তুত এখন পরিবার এবং বন্ধুদের কাছে একদমই অচেনা পিটার পার্কার বা স্পাইডার ম্যান। এখান থেকে সিনেমাটির গল্প কিভাবে এগিয়ে নিয়ে যান নির্মাতারা সেটাই দেখার বিষয়।

এদিকে সর্বশেষ গুজব অনুসারে সিডনি সুইনি ‘স্পাইডার ম্যান ফোর’ সিনেমায় ফেলিসিয়া হার্ডি ওরফে ব্ল্যাক ক্যাট চরিত্রে অভিনয় করার দৌড়ে রয়েছেন। তবে ‘ম্যাডাম ওয়েব’-এর বিপর্যয়ের পরও এই অভিনেত্রীকে সুপারহিরো সিনেমাগুলো বাদ না দেওয়ার বিষয়টি বেশ আশ্চর্যের। এমজে’র পর পিটার পার্কার ব্ল্যাক ক্যাটের প্রেমে পরে অপরাধের জীবনে প্রলুব্ধ হন কিনা সেটাই এখন প্রশ্ন।

আরো পড়ুনঃ
‘ওয়ান্ডার ওমেন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা নিশ্চিত করলেন গাল গ্যারোট
‘অ্যাভাটার’ চতুর্থ পর্বে প্যান্ডোরা থেকে পৃথিবীতে ফিরছেন নাভি
‘স্পাইডার-ম্যান’ চতুর্থ কিস্তিতে জনপ্রিয় এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত