‘সুপারম্যান’ সিরিজের নতুন সিনেমায় থাকছেন না হেনরি ক্যাভিল

‘সুপারম্যান’ সিরিজের নতুন

ডিসি সিনেমা ভক্তদের জন্য আরো একটি খারাপ সংবাদ! গ্যাল গ্যারোট অভিনীত ‘ওয়ান্ডার ওম্যান ৩’ সিনেমাটি বাতিল হয়ে যাওয়ার পরে, ডিসি ইউনিভার্স নিয়ে একটি নতুন ‘সুপারম্যান’ সিনেমা ঘোষণা করেছেন নির্মাতারা। তবে ঘোষণায় তারা জানিয়েছেন ‘সুপারম্যান’ সিরিজের নতুন সিনেমায় থাকছেন না হেনরি ক্যাভিল। ডিসি ইউনিভার্সের জন্য এটি নিঃসন্দেহে বড় একটি পরিবর্তন। জেমস গান এবং পিটার সাফরানের করা এই পরিবর্তন ডিসি ভক্তদের চূড়ান্তভাবে হতাশ করেছে।

বিগত কয়েক মাস ধরে ‘সুপারম্যান’ সিরিজের নতুন সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা এবং গুঞ্জন শোনা যাচ্ছিলো। হেনরি ক্যাভিল সুপারম্যান হিসাবে আবারো বড় পর্দায় ফিরে আসছেন বলে বেশ প্রচার এবং গুঞ্জন ছিল। এমনকি কয়েক মাস আগেও এই সিরিজের নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন এই অভিনেতা। অনুরাগীরা তাদের প্রিয় অভিনেতাকে আবার এই চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু ডিসি’র সহ-সিইওরা নতুন ঘোষণার মাধ্যমে সেই সম্ভাবনার ইতি টানলেন।

ডিসি’র পরিচালক এবং সহ-সিইও জেমস গান তার টুইটার ঘোষণা করেছিলেন যে তারা একটি নতুন সুপারম্যান সিনেমা নিয়ে কাজ করছেন, যা তার প্রাথমিক জীবনের উপর ফোকাস করবে। কিন্তু ‘সুপারম্যান’ সিরিজের নতুন সিনেমায় অভিনেতা হেনরি ক্যাভিল সুপারহিরো হিসাবে থাকছেন না বলে নিশ্চিত করেছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, ‘পিটার এবং আমার কাছে একটি ডিসি নিয়ে নতুন পরিকল্পনা রয়েছে। আমরা নতুন বছরের শুরুতে আমাদের প্রথম প্রকল্প সম্পর্কে কিছু উত্তেজনাপূর্ণ তথ্য শেয়ার করতে সক্ষম হব।‘

এ প্রসঙ্গে সেই টুইটার পোষ্টে জেমস গান আরো লিখেছেন, ‘বিবেচনায় থাকা সিনেমাগুলোর মধ্যে সুপারম্যান রয়েছে। প্রাথমিক পর্যায়ে, আমাদের গল্পটি সুপারম্যানের জীবনের আগের অংশের উপর ফোকাস করবে, তাই চরিত্রটিতে হেনরি ক্যাভিল অভিনয় করবেন না। কিন্তু হেনরির সাথে আমাদের সম্প্রতি একটি দারুণ সাক্ষাত হয়েছিল। আমরা তার বড় ভক্ত এবং আমরা ভবিষ্যতে একসাথে কাজ করার জন্য বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম।‘

এদিকে ডিসি ইউনিভার্সের সাথে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে অন্য একটি চরিত্র নিয়ে হেনরি ক্যাভিলের সাথে আলোচনা করেছেন জেমস গান এবং পিটার সাফরান। হলিউডের প্রভাবশালী সংবাদ মাধ্যমে ভেরাইটিকে এমনটাই নিশ্চিত করেছে সূত্রটি। হেনরি ক্যাভিলের সাথে সেই বৈঠকে নতুন একটি চরিত্র নিয়ে আলাপ করেছেন জেমস গান এবং পিটার সাফরান। তারা মনে করছেন বিবেচনায় থাকা এই চরিত্রের প্রতি ‘উইচার’ অভিনেতা পূর্ন ন্যায়বিচার করতে সক্ষম হবেন।

 

View this post on Instagram

 

A post shared by Henry Cavill (@henrycavill)

জেমস গান এবং পিটার সাফরানের এই ঘোষণার কয়েক ঘন্টা আগে, হেনরিও তার ইনস্টাগ্রামে একটি পোষ্টে খবরটি নিশ্চিত করেছেন। সেই পোষ্টে ‘সুপারম্যান’ সিরিজের নতুন সিনেমায় অভিনয় করছেন না বলে জানিয়েছেন হেনরি ক্যাভিল। তিনি লিখেন, ‘জেমস এবং পিটারের তৈরি করার জন্য একটি মহাবিশ্ব নিয়ে কাজ করছেন যা আমি সম্মান করি। আমি তাদের এবং নতুন এই মহাবিশ্বের সাথে জড়িত সকলের জন্য শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি।‘

এর আগে চলতি বছরের অক্টোবরে ‘সুপারম্যান’ সিরিজের নতুন সিনেমায় অভিনয়ের কথা নিশ্চিত করেছিলেন হেনরি ক্যাভিল। ভক্তদের উদ্দ্যেশে নিজের তার বার্তায় তিনি লিখেন, ‘এটি দুঃখজনক খবর।  আমি সুপারম্যান হিসাবে ফিরব না। স্টুডিও কৃতক তাদের নিয়োগের আগে অক্টোবরে আমার ফিরে আসার ঘোষণা দেওয়ার পরে, এই খবরটি মোটেও সহজ নয়। তবে এটিই জীবন।‘ এই সময়ে এবং সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে যাদের সমর্থন এবং সহযোগিতা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেনরি ক্যাভিল।

আরো পড়ুনঃ
‘স্পাইডার-ম্যান’ চতুর্থ কিস্তিতে জনপ্রিয় এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া
শেষ হচ্ছে ‘অ্যাকোয়াম্যান’ ফ্র্যাঞ্চাইজিঃ লোবো চরিত্রে জেসন
সমালোচকদের প্রশংসায় ভাসছে ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত