হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্ছাইজি ‘ফ্যান্টাস্টিক বিস্টস’র তৃতীয় পর্ব নির্মানের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। আগের পর্বগুলোর মত এই পর্বেও অভিনয়ের কথা ছিলো আলোচিত অভিনেতা জনি ডেপের। কিন্তু জানা গেছে সম্প্রতি তার বিরুদ্ধে করে মানহানি মামলায় হেরে যাওয়ায় সিনেমাটি থেকে সরে গিয়েছেন জনি ডেপ। তার বদলে ‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’ সিনেমায় ‘ডার্ক লর্ড গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড’ চরিত্রে ম্যাডস মাইকেলসেনের অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চরিত্রটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান ম্যাডস মাইকেলসেন। সে লক্ষ্যে ‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’ সিনেমায় কাজ শুরুর আগে চরিত্রটির খুঁটিনাটি সম্পর্কে জানার জন্য জনি ডেপের সঙ্গে কথা বলে নিতে চান এই অভিনেতা। এই প্রসঙ্গে দ্য টাইমসে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলে নিতে চাই যদি আমাকে সুযোগ দেয়া হয়।’
চরিত্রটি নিয়ে জনি ডেপের সাথে আলাপ করতে পারলে ভালো হত উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তারা ছবিটি তৈরি করছে, তিনিও ছবিতে আর নেই। তবে আমি সেই যুদ্ধে জড়াতে চাই না। তাদের মাঝে কী হয়েছে তাও জানতে চাই না। তার কাজ হারানোর বিষয়টি ন্যায় হয়েছে নাকি অন্যায়, সেটাও জানিনা। আমি শুধু জানি যে কাজ এগিয়ে নিতে হবে। তার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। তার সঙ্গে সেভাবে পরিচয় নেই আমার।’
জনি ডেপ ‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’ ছেড়ে দেয়ার পর বেশ তাড়াহুড়ো করেই তাকে সিনেমাটিতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যাডস মাইকেলসেন। স্ক্রিপ্ট ভালো লাগায় তিনি রাজি হয়ে গেছেন আর এর বাইরে কোনো বিতর্কের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি শুধু কাজটি ঠিকঠাক ভাবে করতে চান বলেও জানিয়েছেন এই অভিনেতা। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ১৫ জুলাই মুক্তি পাবে ‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’।
আরো পড়ুনঃ
বিজ্ঞান কল্পকাহিনীর নতুন থ্রীলার সিনেমায় নতুন রুপে ক্রিস্টেন স্টুয়ার্ট
এবার ডিসি সুপারহিরো ‘ডক্টর ফেইট’ চরিত্রে আসছেন পিয়ার্স ব্রোসন্যান
২০ বছর পর আবারো একসাথে জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস