প্রিন্সেস ডায়ানার গল্প নিয়ে হলিউডে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। ‘স্পেন্সার’ নামের সিনেমাটি বর্তমানে নির্মানাধীন রয়েছে। আর সম্প্রতি জানা গেছে এ সিনেমায় প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার সেই অভিজ্ঞতার কথা। ‘এল পাসো’ এর সাথে আলাপকালে এই অভিনেত্রী জানিয়েছেন, প্রিন্সেস ডায়ানা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় প্রসঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, ‘আমি প্রিন্সেস ডায়ানাকে নিয়ে সবসময়েই ভাবছি। মাঝে মাঝে মনে হচ্ছে বর্তমান পৃথিবীতে ডিয়ানা বেঁচে থাকলে কী ভাবতেন তিনি! আমি এই চরিত্রের সাথে মিশে গেছি। তার সব ভিডিও, সাক্ষাৎকারে দেখেছি। এমনকি ঘুমের সময়ও ডায়ানার কথা ভাবি।’
প্রিন্স চার্লসের সঙ্গে প্রয়াত রাজবধূর বিয়ে বিচ্ছেদের ঘটনা নিয়ে নব্বই দশকের প্রেক্ষাপটে তৈরি হবে ‘স্পেন্সার’। সব মিলিয়ে তিন দিনের একটু বেশি সময়ের গল্প বলা হবে। গল্পের শুরু হবে ইংল্যান্ডের নরফোকে অবস্থিত সান্ড্রিংহামে হাউজ অব উইন্ডসরে। কাহিনিতে দেখা যাবে, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়টি বড়দিনের ছুটিতে উপলব্ধি করেন ডায়ানা।
‘স্পেন্সার’ সিনেমাটি পরিচালনা করেছেন পাবলো লারাইন। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিতব্য সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন স্টিভেন নাইট। জানা গেছে জার্মানি এবং যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পাবে ‘স্পেন্সার।’
আরো পড়ুনঃ
মহামারীতে মুক্তি পেয়ে আয়ের রেকর্ড গড়ল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’
ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে আর দেখা যাবে না ব্রেই লারসনকে!
বিজ্ঞান কল্পকাহিনীর নতুন থ্রীলার সিনেমায় নতুন রুপে ক্রিস্টেন স্টুয়ার্ট