নো টাইম টু ডাই: আবারও পিছিয়ে যাচ্ছে ‘জেমস বন্ড’ সিনেমার মুক্তি

নো টাইম টু ডাই

জনপ্রিয় গোয়েন্দাভিত্তিক সিনেমা ফ্রাঞ্জাইজি ‘জেমস বন্ড’ এর নতুন সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পাওয়ার কথা ছিলো গত বছরের নভেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারনে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। আসছে ২রা এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী সিনেমাটি দেখার জন্য ভক্তদের আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ আবারও পিছিয়ে যাচ্ছে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তি।

সিনেমার খবরাখবর বিষয়ক ‘উই গট দিস কভার্ড’ এর ড্যানিয়েল রিচম্যানের উদৃতি দিয়ে কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তি আবারও পেছাতে পারে। এপ্রিলে নির্ধারিত তারিখে মুক্তি না পেয়ে এক-দুই মাস পরে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। সে হিসেবে চলতি বছরের গ্রীষ্মেই আসছে ছবিটি।

উল্লেখ্য যে, ‘নো টাইম টু ডাই’ সিনেমায় শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: