২০২২ সালের ২৩শে মার্চ শুরু হয়েছিলো টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল ৮’ সিনেমার কাজ। কাজ শুরুর প্রায় ২০ মাস পর সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারন। এর মধ্যে বেশ কয়েকবার বাধার সম্মুখীন হয়েছিলেন নির্মাতারা। কাজ শেষ হওয়ার পর নভেম্বরে প্রকাশিত হতে যাচ্ছে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল ৮’ সিনেমার ট্রেলার।
হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল ৮’ সিনেমার প্রথম ট্রেলার এবং শিরোনাম প্রকাশের জন্য প্রস্তুত নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের ১১ তারিখে প্রকাশ করা হবে এই ট্রেলার। মুক্তি প্রতীক্ষিত ‘গ্ল্যাডিয়েটর টু’ সিনেমার সাথে প্রেক্ষাগৃহে ট্রেলারটি প্রদর্শন করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট।
টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি ‘মিশন: ইম্পসিবল –ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিলো ২০২৩ সালে। সিনেমাটি এতটাই ব্যয়বহুল ছিল যে, এটি বিশ্বব্যাপী ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করা সত্ত্বেও, প্যারামাউন্ট ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল৷ এই ফ্র্যাঞ্চাইজির প্রথম বাণিজ্যিকভাবে ব্যর্থ সিনেমা ছিলো এটি।
ধর্মঘটের কারণে গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে ‘মিশন ইম্পসিবল ৮’ সিনেমার দৃশ্যধারন বন্ধ হয়ে যায়। এরপর চলতি বছরের মার্চে পুনরায় শুরু হয়েছিলো এর কাজ। ধর্মঘটের কারণে বিলম্বের পর সম্প্রতি সিনেমাটির ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সাবমেরিনে চিত্রগ্রহণের সময় ত্রুটি দেখা দিয়েছিলো। এর কারণে এটি আবার বিলম্বিত হয়েছিল বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি বলেছেন যে, ধর্মঘটের আগে সিনেমার প্রায় ৪০% দৃশ্যধারন করা হয়েছিল। আর সেগুলি আফ্রিকা এবং আর্কটিকের বিভিন্ন লোকেশন ধারণ করা হয়েছিল বলেও জানা তিনি। তবে সিনেমাটির সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল কিছু দৃশ্যের কাজ বাকি ছিলো বলে জানান তিনি। সম্প্রতি সেই দৃশ্যগুলোর কাজ শেষ করেছেন নির্মাতারা।
এর আগে ২০২৪ সালের জুনের পরিবর্তে, আগামী বছরের মে মাসে ‘মিশন ইম্পসিবল ৮’ সিনেমার মুক্তি নিশ্চিত করেছে। মুক্তি এক বছর পিছিয়ে যাওয়ার পাশাপাশি, সিনেমাটির অষ্টম পর্বের নামও পরিবর্তন হচ্ছে বলে জানা গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এর নাম থেকে ‘মিশন’ বাদ দিতে যাচ্ছেন নির্মাতারা। এই ফ্র্যাঞ্চাইজির অষ্টম পর্বের নাম হতে যাচ্ছে ‘ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট টু’।
আরো পড়ুনঃ
স্পাইডার ম্যান ফোর: চিত্রনাট্য নিয়ে দারুণ উচ্ছ্বাসিত টম হল্যান্ড
ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উদ্বোধনী পেতে যাচ্ছে ‘মিশন ইম্পসিবল’ সপ্তম পর্ব
‘ওয়ান্ডার ওমেন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা নিশ্চিত করলেন গাল গ্যারোট