মার্বেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ মুক্তি পাচ্ছে আসছে ভালোবাসা দিবসে। নতুন মুখ নিয়ে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। প্রাথমিক ধারণা অনুযায়ী, বক্স অফিসে দারুণ শুরুর অপেক্ষায় রয়েছে মার্বেলের এই সিনেমাটি। যুক্তরাষ্ট্রে লম্বা সপ্তাহান্ত উপভোগ করতে যাচ্ছে এটি।
ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকেট বুকিং। অগ্রিম টিকেট বিক্রি প্রত্যাশার চেয়ে ভালো হচ্ছে বলে জানিয়েছেন ট্রেড বিশেষজ্ঞরা। শুরুতে ধারণা করা হয়েছিলো প্রথম সপ্তাহান্তে সিনেমাটি বক্স অফিসে ৭০ থেকে ৮৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। কিন্তু এখন ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহান্তে ৮০ থেকে ৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে যাচ্ছে সিনেমাটি।
‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ মার্বেলের ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। ‘ফ্যালকন এন্ড উইন্টার সোলজার’-এর গল্পের ধারাবাহিকতা দেখা যাবে নতুন এই পর্বে। এছাড়া মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা হতে যাচ্ছে ‘ক্যাপ্টেন আমেরিকাঃ ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি।
‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের মুল চরিত্রের নাম স্যাম উইলসন। এই চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। এছাড়া এই সিনেমার সহ-অভিনেতাদের মধ্যে রয়েছেন ড্যানি রামিরেজ, শিরা হাস, কার্ল লাম্বলি, জোশা রোকেমোর, জোহানেস হাউকুর জোহানেসন, জিয়ানকার্লো এসপোসিতো, টিম ব্লেক নেলসন এবং কিংবদন্তি হ্যারিসন ফোর্ড।
জুলিয়াস ওনাহ পরিচালিত ‘ক্যাপ্টেন আমেরিকাঃ ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমায় দেখা যাবে যে, স্যাম উইলসন একটি আন্তর্জাতিক পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে নিজেকে আবিষ্কার করেন। সেখান থেকে সুপারহিরো ভূমিকায় কটি অ্যাকশন-প্যাকড যাত্রা শুরু করেন তিনি। সিনেমাটির গল্প এবং তারকাদের উপস্থিতি ইতিমধ্যেই মার্ভেল ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
জানা গেছে ১৮০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত হয়েছে সিনেমাটি। বিনিয়োগ তুলতে প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটিকে আয় করতে হবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্য অর্জন করতে হলে মুক্তির পর দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া খুবই জরুরী। প্রথম সপ্তাহেন্তে ভালো আয়ের ইঙ্গিত থাকলেও, দর্শক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।
মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের অন্য সিনেমাগুলোর মত ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-ও এই ইউনিভার্সের ভক্তদের কাছে দারুণ আগ্রহের বিষয়। ক্যাপ্টেন আমেরিকা হিসেবে স্যাম উইলসনের যাত্রা বক্স অফিসে মার্বেলের আধিপত্য অব্যাহত রাখবে বলে মনে করছেন সবাই। প্রথম সপ্তাহান্তে আয়ের সম্ভাবনা অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
আরো পড়ুনঃ
নোলানের সিনেমার তারকা মিছিলে এবার যোগ দিলেন শার্লিজ থেরন
‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ১১’ চিত্রগ্রহণ নিয়ে আপডেট দিলেন ভিন ডিজেল
‘দ্যা ফাইনাল রেকনিং’: শেষ হচ্ছে ইথান হান্টের অসম্ভব সব মিশনের যাত্রা