কিয়ানু রিভস অভিনীত ‘জন উইক’ সিরিজের চতুর্থ পর্ব চলতি বছরের প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। খুব শীগ্রই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। উইনস্টন এবং হাই টেবিলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য কিয়ানু রিভসের নামী ঘাতক শিকার দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকার ভক্তরা। সিনেমাটির গল্প আগের ঘটনা থেকেই সামনের দিকে এগিয়ে যাবে, যেখানে জনকে মৃত্যুর জন্য ছেড়ে দেওয়া হয়েছিলো। সম্প্রতি বিশেষ প্রদর্শনীতে প্রশংসিত হয়েছে কিয়ানু রিভস অভিনীত ‘জন উইক’ সিনেমার চতুর্থ পর্ব।
অ্যাকশন গল্পের ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা ‘জন উইকঃ চ্যাপ্টার ৩– প্যারাবেলাম’ মুক্তি পেয়েছিলো ২০১৯ সালে। মুক্তির পর সিনেমাটি দর্শকদের কাছ থেকে মোটামুটি ভালো প্রতিক্রিয়া পেয়েছিল। চার বছর আগামী আগামী ২৪ শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘জন উইক’ সিনেমার চতুর্থ পর্ব। বিশ্বস্ত উইনস্টনের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর কন্টিনেন্টাল হোটেলের কুখ্যাত আততায়ীদের সাথে দুর্দান্ত লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন জন উইক।
চলতি মাসে মুক্তিকে সামনে রেখে ভক্ত এবং সমালোচকদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন সিনেমাটির নির্মাতারা। বিশেষ প্রদর্শনীতে সবার কাছে প্রশংসিত হয়েছে কিয়ানু রিভস অভিনীত ‘জন উইক’ চতুর্থ পর্বটি। এমনকি সিনেমাটি দৈর্ঘ বেশী হওয়ার পরও, দর্শকরা তাদের প্রাথমিক প্রতিক্রিয়ায় সিনেমাটির তীব্র প্রশংসা করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে সিনেমাটির দৈর্ঘ দুই ঘন্টা ৪৯ মিনিট। তৃতীয় পর্বের তুলনায় এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বের দৈর্ঘ ৩৮ মিনিট বেশি।
বরাবরের মতই ‘জন উইক’ সিনেমার চতুর্থ পর্বের অ্যাকশন দারুণভাবে প্রশংসিত হয়েছে দর্শক এবং সমালোচকদের কাছে। একটি নৃশংস এবং আড়ম্বরপূর্ণ অ্যাকশন মহাকাব্য হিসেবে সিনেমাটিকে আখ্যায়িত করছেন অনেকে। আর এতে কিয়ানু রিভস নিজের অভিনয়ের মাধ্যমে নিজেকে আবারো ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করছেন বিশেষ প্রদর্শনীতে উপস্থিত দর্শক এবং সমালোচকরা। দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের মাধ্যমে দর্শক কখনো বিরক্ত হবেন না বলেও মন্তব্য করছেন সবাই।
সিনেমাটির প্রতিটি অ্যাকশনে কিয়ানু রিভস অসাধারণ দক্ষতা দেখিয়েছেন বলে মতামত দিয়েছেন অনেকে। কিয়ানু রিভস অভিনীত ‘জন উইক’ চতুর্থ পর্বের অন্যতম প্রধান আকর্ষন হিসেবে হাজির হয়েছেন অ্যাকশন তারকা ডনি ইয়েন। প্রায় তিন ঘন্টা দৈর্ঘ হওয়া স্বত্বেও সিনেমাটির প্রতিটি মুহুর্ত উপভোগ্য বলে জানিয়েছেন দর্শকদের অনেকে। কিয়ানু রিভস এবং ডনি ইয়েন এর মধ্যকার অ্যাকশন দৃশ্যগুলো সিনেমাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছে হলিউডের কয়েকজন চলচ্চিত্র সমালোচক।
জন উইক: চ্যাপ্টার ৪’ সিনেমাটি কিয়ানু রিভসকে তার সবচেয়ে মারাত্মক যুদ্ধের জন্য আইকনিক স্যুট-পরিহিত ঘাতক হিসাবে ফিরিয়ে আনে। এবার, জন কারো প্রতিশোধ নিতে নয় বরং তার নিজের স্বাধীনতার জন্য লড়াই করবে। কিন্তু এবার তার যুদ্ধটা স্বাভাবিকের চেয়ে বেশী হতে যাচ্ছে, কারণ মনে হচ্ছে অবশেষে সে তার সমকক্ষ কাউকে খোঁজে পেয়েছে। সফল ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তিতে এবার লড়াই হবে জন বিপজ্জনক খুনি ডনি ইয়েনের মধ্যে। ট্রেলারে সেই জমজমাট লড়াইয়ের খন্ডচিত্রও দেখা গেছে।
গল্প এবং বিষয়বস্তু নিয়ে সিনেমাটির অফিসিয়াল সারসংক্ষেপে লেখা হয়েছে, ‘জন উইক (কিয়েনু রিভস) হাই টেবিলকে পরাজিত করার একটি পথ উন্মোচন করেছেন। কিন্তু তার স্বাধীনতা অর্জন করার আগে, উইককে বিশ্বজুড়ে শক্তিশালী জোট এবং পুরানো বন্ধুদের শত্রুতে পরিণত করে এমন শক্তির সাথে একটি নতুন শত্রুর মুখোমুখি হতে হবে।‘ কিয়ানু এবং ইয়ান ছাড়াও, লরেন্স ফিশবার্ন এবং ল্যান্স রেডডিকও যথাক্রমে দ্য বাউরি কিং এবং চারন হিসাবে ফিরে আসবেন।
হলিউডের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেডলাইনের একটি প্রতিবেদন অনুসারে, জাপানি পপ গায়িকা রিনা সাওয়ায়ামা ‘জন উইক: চ্যাপ্টার ৪’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন। এটি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির জন্য একটি নতুন চরিত্র হতে যাচ্ছে। শামিয়ার অ্যান্ডারসন, ল্যান্স রেডডিক, রিনা সাওয়ায়ামা এবং স্কট অ্যাডকিন্সও সিনেমাটিতে উপস্থিত হবেন। চাদ স্ট্যাহেলস্কি দ্বারা পরিচালিত, ‘জন উইকঃ চ্যাপ্টার ৪’ আগামী ২৪শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘জন উইকঃ চ্যাপ্টার ৩ – প্যারাবেলাম’ সিনেমার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির পৌরাণিক কাহিনীকে ব্যাপক উপায়ে প্রসারিত করতে সক্ষম হয়েছিলেন নির্মাতারা। এবার চতুর্থ সিক্যুয়েলটি সেটিকে আরো বড় পড়িসরে চালিয়ে যেতে চলেছে বলেই মনে হচ্ছে। বিল স্কারসগার্ডের মারকুইট ‘জন উইক ৪’ সিনেমায় দর্শককে হাই টেবিল এবং গুপ্তঘাতক আন্ডারওয়ার্ল্ডের জটিল শ্রেণিবিন্যাস সম্পর্কে আরো বেশী তথ্য দেয়। তিনি জন উইকের চাবিকাঠি হিসাবে একের পর এক লড়াইয়ের মাধ্যমে অবশেষে স্বাধীনতা লাভ করেন।
আরো পড়ুনঃ
‘জন উইক: চ্যাপ্টার ৪’ ট্রেলারে কিয়ানু রিভসের দুর্ধর্ষ অ্যাকশনের মহড়া
‘জন উইক ৪’ ট্রেলার: দুর্দান্ত অ্যাকশন ধামাকা নিয়ে ফিরছেন কিয়ানু রিভস
জন উইক ৪: কিয়ানু রিভসের সাথে এবার যোগ দিলেন ডনি ইয়েন