বিশ্বব্যাপী দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় টিভি সিরিজ ‘গেমস অফ থ্রোনস’। এই সিরিজ নিয়ে উম্মাদনায় মাতেননি এমন দর্শক পাওয়া খুবই বিরল। ‘গেমস অফ থ্রোনস’ ভক্তদের জন্য দারুণ সুখবর নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। জানা গেছে এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় এই টিভি সিরিজ।
মার্কিন গণমাধ্যম হলিউড রিপোর্টারের একটি প্রতিবেদন অনুযায়ী, আলোচিত এই ফ্যান্টাসি ইউনিভার্স নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। এর সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্রের কথা উল্লেখ করে বিষয়টি নিশ্চিত করেছে উক্ত সংবাদমাধ্যম। তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এর সঙ্গে এখনো কোনো নির্মাতা, অভিনেতা ও লেখন যুক্ত হননি বলে জানা গেছে।
তবে বড় পর্দায় ‘গেমস অফ থ্রোনস’ নিয়ে আসার বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোণ বক্তব্য পাওয়া যায়নি এর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। হলিউড রিপোর্টার উক্ত প্রতিবেদনে আরো জানিয়েছে যে, ২০১৯ সালে ‘গেম অব থ্রোনস’ সিরিজের শেষ মৌসুমের পরিবর্তে তিনটি সিনেমা দিয়ে এটি শেষ করতে চেয়েছিলেন এর দুই নির্মাতা ডেভিড বেনিঅফ ও ডি বি ওয়েইস।
লেখক জর্জ আর মার্টিনের দারুণ আগ্রহী স্বত্বেও সে সময় এ প্রস্তাবে কোন সাড়া মেলেনি। ‘গেমস অফ থ্রোনস’ সিনেমার বিভিন্ন প্লট নিয়ে ভাবছেন বলেও জানিয়েছিলেন মার্টিন ২০১৪ সালে। কিন্তু এটি নিয়ে আগ্রহী ছিলো না এইচবিও। এই সিরিজটিকে তারা তদের নিজস্ব সম্পত্তি হিসেবে ধরে রাখার ব্যাপারে বেশী আগ্রহী ছিলো প্রতিষ্ঠানটি।
অবশেষে ‘গেমস অফ থ্রোনস’ ভক্তদের জন্য সুখবরের উপলক্ষ্য নিয়ে হাজির হতে যাচ্ছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের হাত ধরে এবার বড় পর্দায় দেখা যাবে সিংহাসনের এই জটিল লড়াই। ছোট পর্দার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার বড় পর্দায় ঝড় তোলার অপেক্ষায় নির্মাতারা।
বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে নির্মিত ‘গেম অব থ্রোনস’ প্রথম প্রচারিত হয়েছিলো ২০১১ সালে। এরপর ২০১৯ সাল পর্যন্ত টিভি সিরিজের ইতিহাস নতুন করে লিখেছিলো মার্কিন চ্যানেল এইচবিও। জন স্নো, ডেনেরিস টারগারিয়ান, আরিয়া স্টার্ক আর সানসা স্টার্কেরা ‘গেমস অফ থ্রোনস’ দিয়েই বিশ্বব্যাপী হয়ে উঠেছিলেন তারকা।
আরো পড়ুনঃ
নভেম্বরে আসছে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল ৮’ সিনেমার ট্রেলার
স্পাইডার ম্যান ফোর: চিত্রনাট্য নিয়ে দারুণ উচ্ছ্বাসিত টম হল্যান্ড
‘ওয়ান্ডার ওমেন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা নিশ্চিত করলেন গাল গ্যারোট