চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবিগুলোর একটি জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’। সিনেমাটিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। সিনেমাটির দৃশ্যধারন শেষে ‘জেমস বন্ড’ টিমকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ ড্যানিয়েল ক্রেগ দেখা দিলেন ভক্তদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দৃশ্যধারনের শেষ দিনে এই অভিনেতাকে বিদায়ী বক্তব্য দিতে দেখা গেছে। আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে নো টাইম টু ডাই ছবির পুরো টিম।
জেমস বন্ড রুপের শেষবারের মত অভিনয় প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘এই পাঁচটি সিনেমায় আমার সঙ্গে অনেকেই কাজ করেছেন। আমি জানি, এই সিনেমাগুলো নিয়ে আমার চিন্তাভাবনা সম্পর্কে অনেক কিছুই আলোচনা হয়েছে। যাইহোক, আমি এই সিনেমাগুলোর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি, বিশেষ করে এই সিনেমাটি। কারণ প্রতিদিন ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এটি আমার পাওয়া জীবনের অন্যতম সম্মান।’
Daniel Craig’s farewell speech after wrapping No Time To Die, his last ???? James Bond film. ? @007 pic.twitter.com/xCqab3JK3z
— Filmthusiast (@itsfilmthusiast) September 17, 2021
সিনেমাটির গল্পে দেখা যাবে বন্ড এজেন্টের কাজ ছেড়ে দিয়ে জ্যামাইকাতে শান্তির জীবন পার করছেন। কিন্তু তার এই শান্তির জীবন বেশীদিন স্থায়ী হয়নি। সিআইএ থেকে বন্ডের পুরনো বন্ধু ফেলিক্স লেইটার তার কাছে সাহায্য চান। একজন অপহরণকৃত বিজ্ঞানীকে মুক্তির মিশনে যেতে বন্ডকে। কিন্তু মিশনটি বন্ডের ধারনার চেয়ে বেশী ভয়ংকর হয়ে উঠে।
প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথমবারের মত ড্যানিয়েল ক্রেগ জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন। জেমস বন্ড রুপে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো ‘ক্যাসিনো রয়্যাল’। এর পর ‘কোয়ান্টাম অব সোলেস’, ‘স্কাইফল’ এবং ‘স্পেকটার’ সিনেমায় দেখা গেছে এই অভিনেতাকে। জানা গেছে ইতিমধ্যে নতুন জেমস বন্ড খোঁজা শুরু করেছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান। পরিবর্তী জেমস বন্ড হওয়ার দৌড়ে হেনরি কেভিল, হ্যারি স্টাইল সহ আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য যে, ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ। পরিচালনার পাশাপাশি নীল পুরভিস, রবার্ট ওয়ারে, স্কট জেড বার্নস এবং ফবে অয়ালার-ব্রিজের সাথে যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা ক্যারি ফুকুনাগা। ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে ক্রিসটোফ ওয়াল্টজ খলনায়ক ব্লোফেল্ড হিসাবে ফিরছেন।
আরো পড়ুনঃ
শীঘ্রই আসছেন না জেমস বন্ড! আবারো পিছিয়ে গেলো ‘নো টাইম টু ডাই’
নো টাইম টু ডাই: আবারও পিছিয়ে যাচ্ছে ‘জেমস বন্ড’ সিনেমার মুক্তি
প্রেক্ষাগৃহে আসছেন জেমস বন্ড: প্রিমিয়ারের আনুষ্ঠানিক তারিখ ঘোষনা