নিজের অভিনীত সিনেমাগুলোতে মেধার পরিচয় অনেকবারই দিয়েছেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডাইজ। আমেরিকান সঙ্গীত শিল্পী বেঞ্জি ম্যাডেনের সাথে বিয়ের পর এই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয় ২০১৯ সালে। এর আগে ২০১৮ সালে ভক্ত এবং সিনেমা সংশ্লিষ্ট সবাইকে অবাক করে দিয়ে অভিনয় থেকে অবসরের ঘোষনা দেন এই অভিনেত্রী। ক্যামেরন ডাইজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘অ্যানি’ মুক্তি পেয়েছিলো ২০১৪ সালে। জানা গেছে এরপর পরিবারের প্রতি আরো মনযোগী হতেই সিনেমা থেকে বিরতি নেয়ার সিদ্ধান্ত নেন এই তারকা। অবশেষে অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন ক্যামেরন ডাইজ।
সম্প্রতি অভিনয় থেকে অবসরের কারন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন ক্যামেরন ডাইজ। কেভিন হার্টের সঞ্চালনায় ‘হার্ট টু হার্ট’ টক শোতে অভিনয় ছেড়ে দেয়ার কারন সম্পর্কে জানতে চাইলে ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘কোনো একটা কাজ যখন দীর্ঘদিন ধরে অনেক উঁচু অবস্থানে থেকে করা হয়, তখন জীবনের অন্যান্য অনেক দিক ছেড়ে দিতে হয়।’ নিজের জীবন ভালোভাবে সামলাতে চান উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমার জীবনের অনেক অংশ ছিল। সেগুলো আমি ছুঁতে পারছিলাম না, সামলাতে পারছিলাম না। আমি আমার জীবনটাকে সামলাতে চাইছিলাম।’
তবে সেই আলাপচারিতায় অভিনয়কে তিনি ভালবাসেন বলেও জানিয়েছেন ‘চার্লিস এঞ্জেলস’ খ্যাত এই তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় করতে ভালো লাগে। অভিনয় আমি ভালোবাসি।‘ কিন্তু নিজের জীবনকে আরো সরল করতেই অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেই নিজের জীবনকে ভালোভাবে সাজাতে চান উল্লেখ করে ক্যামেরন ডাইজ বলেন, ‘আমি আমার জীবনটাকে নিজেই ম্যানেজ করার মত করে তৈরি করতে চাই।‘
এদিকে অভিনয় ছেড়ে দেয়া নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন ক্যামেরন ডাইজ। উপরন্তু মেয়ে র্যাডিক্স ও স্বামী বেনজি ম্যাডেনকে নিয়ে সময়টা ভালোভাবেই কাটাচ্ছেন তিনি। নিজের পরিবার এবং কাছের মানুষকে নিয়ে জীবনটা উপভোগ করতে পেরে নিজেকে এখন পরিপূর্ণ মনে হয় তার।
আরো পড়ুনঃ
‘দ্যা ওল্ড গার্ড’ সিনেমার সিক্যুয়েল নিশ্চিত করলেন চার্লিজ থেরন
অভিনয় ছাড়ছেন না এমা: সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয়
নতুন স্পাই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছেন গ্যাল গ্যাডট